সোমবার আইপিএব ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। লিগ টেবিলের উপরে উঠতে হলে ও শেষ চারে যাওয়ার লড়েইয়ে সুবিধানজনক জায়গায় থাকতে হলে আজকের ম্য়াচে জয় দরকার দুই দলের কাছেই। এবারের মরসুমের শুরুটা কিন্তু ভালোই করেছিল কেকেআর ও রাজস্থান। প্রথম চারটির মধ্যে তিনটি ম্য়াচ জিতে ভালো জায়গায় ছিল শ্রেয়স আইয়রের দল। কিন্তু শেষ দুটি ম্যাচে দিল্লি ও হায়দরাবাদের কাছে হার লিগ টেবিলে ছয় নম্বরে ঠেলে দিয়েছে নাইটদের। অপরদিকে, এবারের আইিপএলের অন্যতম শক্তিশালী দল রাজস্থান। ৫টি মধ্যে তিনটি জিতে লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের দল। শেষ ম্য়াচে গুরাটের কাছে হারের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া রয়্যালসরা। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
11:37 PM (IST) Apr 18
বিগ হিট করতে গিয়ে ম্য়াককয়ের বলে বোল্ড হলেন উমেশ যাদব। ২১০ রানে অলআউট কেকেআর। ৭ রানে ম্য়াচ জিতল রাজস্থান।
11:34 PM (IST) Apr 18
৮ রান করে ম্য়াককয়ের বলে আউট হলেন শেলডন জ্যাকসন। ৪ বলে দরকার ৯ রান।
11:31 PM (IST) Apr 18
১৯ তম ওভারে ভালো বোলিং করল প্রসিদ্ধ কৃষ্ণা। দিলেন ৭ রান। শেষ ওভারে দরকার ১১ রান।
11:25 PM (IST) Apr 18
বোল্টের ওভারে ২টি ছয় একটি চার মারলেন উমেশ যাদব। ২ ওভারে কেকেআরের দরকার ১৮ রান।
11:20 PM (IST) Apr 18
পরপর তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করলেন যুজবেন্দ্র চাহল। আউট করলেন আউট করলেন শ্রেয়স আইয়র, শিবম মাভি, প্যাট কামিন্সকে।
11:17 PM (IST) Apr 18
চাহলের বলে বিগ হিট করতে গিয়ে আউট হলেন শ্রেয়স আইয়র। ৮৫ রান করে আউট হলেন তিনি। তারপর এসেই বিগ হিট করতে গিয়ে আউট শিবম মাভি। ১৮০ রানে ৭ উইকেট কেকেআর।
11:10 PM (IST) Apr 18
৬ রান করে চাহলের লে স্টাম্প আউট হলেন ভেঙ্কটেশ আইয়র।
11:08 PM (IST) Apr 18
বোল্টের ওভারে একটি বিশাল ছক্কা সহ এল ১১ রান। ৪ ওভারে কেকেআরের জয়ের জন্য দরকার ৪০ রান।
11:03 PM (IST) Apr 18
রাসেল আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যাচ্ছেন শ্রেয়স আইয়র। ১৫ ওভার শেষে কেকেআর ৪ উইকেটে ১৬৭। ৫ ওভারে দরকার ৫১ রান।
10:55 PM (IST) Apr 18
রবিচন্দ্রন অশ্বিনের প্রথম বলেই বোল্ড হলেন আন্দ্রে রাসেল। ১৪ ওভার শেষে কেকেআর ১৫২ রানে ৪ উইকেট। ৬ ওভারে দরকার ৬৬।
10:49 PM (IST) Apr 18
১৮ রান করে যুজবেন্দ্র চাহলের বলে আউট হলেন নীতিশ রানা। ১৩ ওভার শেষে কেকেআর ১৪৮ রানে ৩ উইকেট।
10:42 PM (IST) Apr 18
একের পর এক আক্রমণাত্মক শট খেলছেন শ্রেয়স আইয়র। ১২ ওভার শেষে ১৩৪ রানে ২ উইকেট কেকেআর।
10:38 PM (IST) Apr 18
ফিঞ্চের পর অর্ধশকরান পূরণ করেন শ্রেয়স আইয়র। ১১ ওভার শেষে কেকেআর ১২৩ রানে ২ উইকেট।
10:30 PM (IST) Apr 18
ঝড়ের গতিতে অর্ধশতরান অ্যারন ফিঞ্চের। তারপর আউট হলেন তিনি। ৫৮ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হলেন তিনি। ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৭ কেকেআর।
10:22 PM (IST) Apr 18
ম্যাককয়ের অষ্টম ওভারে ১৬ রান নিল কেকেআর। ৮ ওভার শেষে কেকেআর ৯৩ রানে ১ উইকেট।
10:14 PM (IST) Apr 18
মারকাটারি ব্যাটিং করছেন শ্রেয়স ও ফিঞ্চ। সপ্তম ওভারে চাহলকে ১৭ রান মারলেন ফিঞ্চ। কেকেআর ৭৪ রানে ১ উইকেট।
10:08 PM (IST) Apr 18
রানের গতিবেগ বাড়াচ্ছে কেকেআর। অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ ফিঞ্চ-শ্রেয়সের। পাওয়ার প্লে শেষে কেকেআর ১ উইকেটে ৫৭।
10:05 PM (IST) Apr 18
প্রসিদ্ধ কৃষ্ণার পঞ্চম ওভারে এল ১২ রান। কেকেআর ১ উইকেটে ৪৩ রান।
10:00 PM (IST) Apr 18
চতুর্থ ওভারে মাত্র চার রান দিলেন ওবেড ম্য়াককয়। ৩১ রানে ১ উইকেট কেকেআর।
09:55 PM (IST) Apr 18
বোল্টের তৃতীয় ওভারে দুটি চার মারলেন ফিঞ্চ। তিন ওভার শেষে কেকেআর ২৭ রান ১ উইকেটে।
09:51 PM (IST) Apr 18
প্রসিদ্ধ কৃষ্ণার দ্বিতীয় ওভারেও দুটি চার মারলেন শ্রেয়স আইয়র। ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৯ কেকেআর।
09:47 PM (IST) Apr 18
উইকেট পড়লেও প্রথম ওভারে এল ৯ রান। দুটি চার মারলেন শ্রেয়স আইয়র।
09:42 PM (IST) Apr 18
প্রথম বলেই বোল্টের বলে বাজে কল ফিঞ্চের। যার ফল ভুগল নারিন। কোনও বল না খেলেই রান আউট নারিন।
09:27 PM (IST) Apr 18
রাসেলের শেষে ওভারে ২টি ছয় ও একটি চার সহ ১৮ রান নিলেন শিমরন হেটমায়ার। ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২১৭ করল রাজস্থান রয়্যালস।
09:22 PM (IST) Apr 18
শিবম মাভির বলে আউট হলেন করুণ নায়ার। শেষের দিকে একটু কমল রানের গতি। ১৯ ওভার শেষে ৫ উইকেটে ১৯৯ রান রাজস্থান।
09:15 PM (IST) Apr 18
ক্রিজে রয়েছেন করুণ নাযার, শিমরন হেটমায়ার। ১৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রাজস্থান।
09:08 PM (IST) Apr 18
সেঞ্চুরি করার পর প্যাট কামিন্সের বলে আউট হলেন জস বাটলার। ১০৩ করলেন তিনি। ১৭ ওভার শেষে রাজস্থান ২ ৩ উইকেটে ১৮৯।
09:01 PM (IST) Apr 18
মরসুমের দ্বিতীয় শতরান করলেন জস বাটলার। ৫৯ বলে সেঞ্চুরি করলেন তিনি।
08:59 PM (IST) Apr 18
উইকেট পড়লেও রাসেলের ওভারে এল ১১ রান। ১৬ ওভার শেষে ২ উইকেটে ১৭৪ রাজস্থান।
08:54 PM (IST) Apr 18
১৬ তম ওভারে রাসেলকে বিগ হিট করতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ আউট হলেন সঞ্জু স্যাসমন। ১৯ বলে ৩৮ রান করেন তিনি।
08:50 PM (IST) Apr 18
বিশাল বড় স্কোরের দিকে এগোচ্ছে রাজস্থান। উমেশ যাদবের ১৫ তম ওভারে এল ১৫ রান। ১৫ ওভার রাজস্থান ১৬৩ রানে ১ উইকেট।
08:45 PM (IST) Apr 18
অর্ধশতরানের পার্টনারশিপ করে ফেল বাটলার-সঞ্জু জুটি। ১৪ ওভার শেষে রাজস্থান ১৪৮ রান ১ উইকেটের বিনিময়ে।
08:39 PM (IST) Apr 18
কোনওভাবেই থামানো যাচ্ছে না জস বাটলারকে। ১৩ ওভার শেষে রাজস্থান ১৩৩ রানে ১ উইকেট।
08:31 PM (IST) Apr 18
উইকেট পড়লেও সঞ্জু স্যামসন এসেই মারকাটারি ব্যাটিং শুরু করেছেন। শিবম মাভির ১১ তম ওভারে এল ১৩ রান। ১১ ওভার শেষে ১ উইকেটে রাজস্থান ১১২।
08:26 PM (IST) Apr 18
দশম ওভারে সুনীল নারিনের বলে বোল্ড হলেন দেবদূত পাড়িকল। ক্রিজে এলেন সঞ্জু স্যামসন। ১০ ওভার শেষে ১ উইকেটে ৯৯ রাজস্থান।
08:21 PM (IST) Apr 18
জারি রাজস্থানের আক্রমণাত্মক ব্যাটিং। নবম ওভারে উমেশ যাদব দিলেন ১৩ রান। ৯ ওভারে শেষে ৯০ রাজস্থান।
08:15 PM (IST) Apr 18
প্রথম ওভারে আটোসাঁটো বোলিং নারিনের। অষ্টম ওভারে দিলেন ৩ রান। রাজস্থান বিনা উইকেটে ৭৭।
08:11 PM (IST) Apr 18
২৯ বলে হাফ সেঞ্চুরি করলেন জস বাটলার। প্যাট কামিন্সের সপ্তম ওভারে এল ১৪ রান। রাজস্থান বিনা উইকেট ৭৪।
08:04 PM (IST) Apr 18
ষষ্ঠ ওভারে ১১ রান দিলেন মাভি। বিধ্বংসী ব্যাট করছেন বাটলার। ৬ ওভার শেষে বিনা উইকেটে ৬০ রাজস্থান।
07:58 PM (IST) Apr 18
দুরন্ত শুরু রাজস্থান রয়্যালসের। পঞ্চম ওভারে বল করতে এসে ৯ রান দিলেন প্যাট কামিন্স। ৫ ওভারে শেষে বিনা উইকেট ৪৯ রাজস্থান।