আইপিএল ২০২২ -এর মেগা ম্যাচে সোমবার মুখোমুখি হতে চলেছে কলকাতান নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। প্রথম পর্বের সাক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সঞ্জু স্যামসনের দলের কাছা হারতে হয়েছিল শ্রেয়স আইয়রের দলকে। এই ম্য়াচে নামার আগে দুই দলই তাদের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। তবে কেকেআরের কাছে লড়াইটা এখন অনেক কঠিন। পরপর৫ ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে নাইটদের। শেষ চারের ওঠার আশা জিইয়ে রাখতে হলে শেষ পাঁচটি ম্য়াচই জিততে হবে কেকেআরকে। বর্তমানে ৯টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ২ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। অপরদিকে, শেষ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারলেও লিগ টেবিলে এখনও অনেক ভালো জায়গায় রয়েছে রাজস্থান। ৯টি ম্যাচের মধ্যে ৬টি জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যালসরা। আজকের ম্য়াচে জয় পেতে মরিয়া দুই দল।
11:19 PM (IST) May 02
শেষ ওভারের প্রথম বলেও ছয় মেরে খেলা শেষ করলেন নীতিশ রানা। ৭ উইকেটে ম্যাচ জিতল কেকেআর।
11:17 PM (IST) May 02
প্রসিদ্ধ কৃষ্ণার ১৯ তম ওভারে এল ১৭ রান। খেলা ড্র। শেষ ওভারে কেকেআরের দরকার ১ রান।
11:08 PM (IST) May 02
যুজবেন্দ্র চাহলকে দুটি চার মারলেন রিঙ্কু সিং। ওভারে এল ১৩ রান। ১৮ ওভার শেষে কেকেআর ১৩৫ রান।
11:03 PM (IST) May 02
জমে উঠেছে ম্য়াচ। ক্রিজে রিঙ্কু সিং ও নীতিশ রানা আক্রমণাত্মক ইনিংস খেলছেন। কেকেআরের ৩ ওভারে দরকার ৩১ রান । ১৭ ওভার শেষে ৩ উইকেটে ১২২।
10:49 PM (IST) May 02
ক্রিজে নীতিশ রানা ও রিঙ্কু সিং। ১৫ ওভার শেষে ১০৭ কেকেআর। ৩০ বলে দরকার ৪৭ রান।
10:39 PM (IST) May 02
৩৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হলেন শ্রেয়স আইয়র।
10:33 PM (IST) May 02
অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ শ্রেয়স আইয়র ও নীতিশ রানার। ১২ ওভার শেষে ৮৫ কেকেআর ২ উইকেটে বিনিময়ে। ৪৮ বলে দরকার ৬৮ রান।
10:30 PM (IST) May 02
অশ্বিনের ১১ তম ওভারে এল ১৬ রান। একটি ছয় ও ২টি চার মারলেন নীতিশ রানা।
10:25 PM (IST) May 02
ধীরে হলও স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন শ্রেয়স আইয়র ও নীতিশ রানা। ১০ ওভার শেষে ৫৯ কেকেআর
10:12 PM (IST) May 02
ক্রিজে নীতিশ রানা ও শ্রেয়স আইয়র। ৮ ওভার শেষে ৪৬ কেকেআর ২ উইকেটের বিনিময়ে।
10:04 PM (IST) May 02
দুই ওপেনারকে হারিয়ে চাপে কেকেআর। ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩২।
10:02 PM (IST) May 02
১৫ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হলেন বাবা ইন্দ্রজিত। ৩২ রানে ২ উইকেট হারিয়ে চাপে কেকেআর।
09:57 PM (IST) May 02
উইকেটে সেট হওয়ার চষ্টা করছেন শ্রেয়স আইয়র ও বাবা ইন্দ্রজিৎ। কেকেআরে ৫ ওভার শেষে ১ উইকেটে ২৫।
09:48 PM (IST) May 02
৪ রান করে কুলদীপ সেনের বলে আউট হলেন অ্যারন ফিঞ্চ। ১৬ রানে ১ উইকেট কেকেআর।
09:46 PM (IST) May 02
৩ ওভার শেষে বিনা উইকেটে ১৫ কেকেআর।
09:38 PM (IST) May 02
প্রথম ওভার শেষে কেকেআর ৬। ব্যাট করছেন অ্যারন ফিঞ্চ ও বাবা ইন্দ্রজিৎ।
09:20 PM (IST) May 02
শেষের দিকে ১৩ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের স্কোর দেড়শো পার করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান করল রাজস্থান রয়্যালস।
09:14 PM (IST) May 02
টিম সাউদির ওভারে ২টি ছয় মারলেন হেটমায়ার। ১৯ ওভারে শেষে ১৪২ রানে ৫ উইকেট।
09:04 PM (IST) May 02
পরপর দুই উইকেট হারিয়ে কমল রানের গতিবে। ক্রিজে হেটমায়ার ও অশ্বিন। ১৮ ওভার শেষে ১২২ রাজস্থান ৫ উইকেটের বিনিময়ে।
08:57 PM (IST) May 02
৫৪ রান করে শিবম মাভির বলে আউট হলে সঞ্জু স্য়ামসন।
08:56 PM (IST) May 02
১৯ রান করে টিম সাউদির বলে আউট হন রিয়ান পরাগ। ১৭ ওভার শেষে ১১৫ রান করে ৪ উইকেট রাজস্থান।
08:44 PM (IST) May 02
রানের গতিবেগ বাড়াচ্ছেন সঢ্জু ও রিয়ান। ১৫ ওভার শেষে ১০৫ রাজস্থান ৩ উইকেটের বিনিময়ে।
08:39 PM (IST) May 02
উইকেট পড়লেও ১৪ ওভার এল বড় রান। ওভার শেষে রাজস্থান ১০০ রানে ৩ উইকেট।।
08:35 PM (IST) May 02
১৪তম ওভারে অনুকুল রয়ের বলে ১৩ রান করে আউট হলেন করুণ নায়ার।
08:30 PM (IST) May 02
ইনিংসের রাশ ধরছেন সঞ্জু স্য়ামসন ও করুণ নায়ার। ১২ ওভার শেষে ২ উইকেটে ৭৮ রাজস্থান।
08:21 PM (IST) May 02
বাটলার আউট হওয়ার পর ক্রিজে করুণ নায়ার। ১০ ওভার শেষে ৬২ রান রাজস্থান ২ উইকেটের বিনিময়ে।
08:17 PM (IST) May 02
আজ বড় রান পেলেন না বাটলার। নবম ওভারে ব্যক্তিগত ২২ রান করে টিম সাউদির বলে আউট হলেন জস বাটলার। ৯ ওভার শেষে রাজস্থান ৫৮ রানে ২ উইকেট।
08:07 PM (IST) May 02
পার্টনারশিপ গড়ছেন বাটলার ও সঞ্জু। ৮ ওভার শেষে ৪৯ রানে ১ উইকেট রাজস্থান।
07:57 PM (IST) May 02
ষষ্ঠ ওভারে অনুকুল রায় দিলেন ১১ রান। ছক্কা হাকালেন সঞ্জু স্যামসন। ৬ ওভার শেষে ১ উইকেট ৩৮ রাজস্থান রয়্যালস।
07:54 PM (IST) May 02
রানের গতিবেগ বাড়াচ্ছে রাজস্থান। উমেশ যাদবের পঞ্চম ওভারে এল ১৫ রান। ৫ ওভার শেষে ২৭ রানে ১ উইকেট।
07:48 PM (IST) May 02
নিজের প্রথম ওভারে ৫ রান দিলেন নারিন। রাজস্থান ৪ ওভার শেষে ১২ রানে ১ উইকেট।
07:44 PM (IST) May 02
তৃতীয় ওভারে এক রানও খরচ না করে দেবদূত পাড়িকলের উইকেট নিলেন উমেশ যাদব। ৭ রানে ১ উইকেট রাজস্থান।
07:40 PM (IST) May 02
তৃতীয় ওভারে দেবদূত পাড়িকলকে কট অ্যান্ড বোল্ড আউট করলেন উমেশ যাদব। ২রান করলেন তিনি।
07:39 PM (IST) May 02
দ্বিতীয় ওভারে কেকেআরের হয়ে প্রথম খেলতে নেমে ৩ রান দিলেন অনুকুল রায়
07:34 PM (IST) May 02
উমেশ যাদবের প্রথম ওভারে একটি চার মারলেন জস বাটলার
07:27 PM (IST) May 02
কেকেআর বনাম রাজস্থান ম্য়াচে দেখে নিন দুই দলের একাদশ
07:01 PM (IST) May 02
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বদলার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের।
06:00 PM (IST) May 02
প্রথম পর্বে লড়াই করেও হারতে হয়েছিল। দ্বিতীয় পর্বে বদলা নিতে প্রস্তুত কেকেআর
05:59 PM (IST) May 02
কেকেআর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রাজস্থান। দেখু অনুশীলনের ভিডিও।
05:52 PM (IST) May 02
সমর্থকদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন আন্দ্রে রাসেল, দেখুন ভিডিও