Sudip Paul | Published : May 18, 2022 11:13 AM IST / Updated: May 18 2022, 11:20 PM IST

KKR vs LSG- কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট এক ক্লিকে

সংক্ষিপ্ত

বুধবার আইপিএল সুপার ফাইটে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। এই ম্য়াচকে কোয়ার্টার ফাইনাল বললেও খুব একটা ভালো হয়নি। কারণ একদিকে শেষ চারের টিকিট একশো শতাংশ নিশ্চিৎ করতে এই ম্যাচ থেকে জয় চাইছে কেএল রাহুলের দল। বর্তমানে ১৩ ম্য়াচে ৮টি জয় ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লখনউ। অপরদিকে, এই ম্য়াচ ডু অর ডাই কেকেআরের কাছে। বড় ব্যবধানে ম্যাচ জয়ের পাশাপাশি প্লে অফে উঠতে হলে শ্রেয়স আইয়রের দলকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। বর্তমানে ১৩ ম্যাচে ৬টি জয় ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে কেকেআর। প্রথম পর্বের ম্যাচে লখনউয়ের কাছে হারতে হয়েছিল কলকাতাকে। আজকের ম্যাত কেকেআর কাছে বদলারও। ফলে ২ পয়েন্ট ঘরে তুলতে মরিয়া নাইটরা। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
 

11:20 PM (IST) May 18

২ রানে হারল কেকেআর

লড়াই করেও পারল না কেকেআর। ২ রানে ম্যাচ জিতে প্লে অফে লখনউ।

11:18 PM (IST) May 18

আউট রিঙ্কু সিং

১৫ বলে ৪০ রান করে আউট রিঙ্কু সিং।

11:10 PM (IST) May 18

১৯ ওভারে ১৯০ কেকেআর

মরিয়া চেষ্টা করছেন রিঙ্কু সিং ও সুনীল নারিন। ১৯ ওভার শেষে ১৯০ রান কেকেআর। শেষ ওভারে ২১ রান দরকার নাইটদের।

11:04 PM (IST) May 18

১৮ ওভার শেষে ১৭৩ রানে ৬ উইকেট কেকেআর

লক্ষ্য কঠিন হলেও আক্রমণাত্মক শট খেলছেন রিঙ্কু সিং ও সুনীল নারিন। ১৮ ওভার শেষে ১৭৩ রানে ৬ উইকেট কেকেআর। ২ ওভারে দরকার ৩৮ রান।

10:59 PM (IST) May 18

১৭ ওভার শেষে ১৫৬ কেকেআর

পরপর উইকেট হারিয়ে চাপে কেকেআর। ১৭ ওভার শেষে ৬ উইকেটে ১৫৬ কেকেআর। ৩ ওভারে দরকার দরকার ৫৫ রান।

10:55 PM (IST) May 18

আউট আন্দ্রে রাসেল

৫ রান করে মহসিন খানের বলে আউট হলেন আন্দ্রে রাসেল।

10:50 PM (IST) May 18

আউট স্যাম বিলিংস

১৬ তম ওভারে রবি বিষ্ণোইকে একটি ছয় মারার পর আউট হলেন স্যাম বিলিংস। ৩৬ রান করেন তিনি। ১৪২  রানে ৫ উইকেট।

10:46 PM (IST) May 18

১৫ ওভার শেষে ১৩৪ কেকেআর

ক্রিজে  রাসেল ও বিলিংস। ১৫ ওভার শেষে ১৩৪ কেকেআর। ৩০ বলে দরকার ৭৭ রান।

10:37 PM (IST) May 18

আউট শ্রেয়স আইয়র

অর্ধশতরান করে  আউট হলেন শ্রেয়স আইয়র। মার্কাস স্টয়নিসের শিকার হলেন তিনি। কেকেআর ১৩১ রানে ৪  উইকেট।

10:28 PM (IST) May 18

১২ ওভার শেষে ১২৫ কেকেআর

লড়াই করছে কেকেআর। বিলিংস ও শ্রেয়সের অনবদ্য পার্টনারশিপ। ১২ ওভার শেষে ৩ উইকেটে ১২৫ কেকেআর।

10:19 PM (IST) May 18

১০ ওভারে এল ২০ রান

ইনিংসের রাশ ধরেছেন শ্রেয়স আইয়র ও স্যাম বিলিংস। দশম ওভারে আবেশ খানের বলে এল ২০ রান। ১০ ওভারে ৩ উইকেটে ৯৯ কেকেআর।

10:08 PM (IST) May 18

৮ ওভার শেষে ৭৫ কেকেআর

উইকেট পড়লেও ওভারে একটি ছয় মারলেন শ্রেয়স ৮ ওভার শেষে কেকেআর ৩ উইকেটে ৭৫।

10:05 PM (IST) May 18

আউট নীতিশ রানা

অষ্টম ওভারে কৃষ্ণাপ্পা গৌতমের বলে বিগ হিট করতে গিয়ে আউট হলেন নীতিশ রানা। ২২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

09:58 PM (IST) May 18

পাওয়ার প্লে শেষে কেকেআর ৬০

ষষ্ঠ ওভারে কৃষ্ণাপ্পা গৌতমের ওভারে ১৩ রান। ৩টি চার মারলেন নীতিশ রানা। ২০ বলে অর্ধশথরানের পার্টমারশিপ পূরণ করেন রানা ও শ্রেয়স। ৬ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৬০ রান।

09:53 PM (IST) May 18

পঞ্চম ওভারে এল ১৬ রান

জেসন হোল্ডােরের ওভারে ২টি চার ও একটি ছয় মাারলেন শ্রেয়স আইয়র। ৫ ওভার শেষে কেকেআর ৪৭। ২ উইকেটের বিনিময়ে।

09:47 PM (IST) May 18

এক ওভারে ৫টি চার মারলেন নীতিশ রানা

চতুর্থ ওভারে আবেশ খানের বলে ৫টি চার মারলেন নীতিশ রানা। ওভারে এল ২১ রান। ৪ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৩১।

09:41 PM (IST) May 18

৩ ওভার শেষে কেকেআর ১০

খারাপ শুরু কেকেআরের। ৩ ওভার শেষে ২ উইকেট ১০।

09:39 PM (IST) May 18

আউট অভিজিৎ তোমার

নিজের দ্বিতীয় উইকেট নিলেন মহসিন খান। ৪ রান করে আউট হলেন অভিজিৎ তোমর। কেকেআর ২ উইকেটে ৯।

09:32 PM (IST) May 18

প্রথম ওভার শেষে কেকেআর ৪ রানে ১ উইকেট

ভেঙ্কটেশ আইয়র আউট হওয়ার পর ক্রিজে এসে চার মারলেন নীতিশ রানা। প্রথম ওভার শেষে কেকেআর ৪ রানে ১ উইকেট

09:29 PM (IST) May 18

আউট ভেঙ্কটেশ আইয়র

মহসিন খানের প্রথম ওভারেই খাতা না খুলে আউট ভেঙ্কটেশ আইয়র।

09:11 PM (IST) May 18

২১০ রান করল লখনউ

কোনও উইকেট ফেলতে পারল না কেকেআর। ২০ ওভারে ২১০ রান করল লখনউ সুপার জায়ান্টস। ১৪০ রানে অপরাজিত ডিকক ও ৬৮ রানে অপরাজিত রাহুল।

09:06 PM (IST) May 18

১৯ তম ওভারে ২৭ রান দিলেন সাউদি

১৯ তম ওভারে টিম সাউিদর ওভারে একটি ছয় মারেন কেএল রাহল ও ৩টি ছয় মারেন ডিকক। ওভারে আসে ২৭ রান। লখনউ বিনা উইকেটে ১৯১।

08:59 PM (IST) May 18

ডিককের শতরান

নিজের শতরান পূরণ করলেন কুইন্টন ডিকক। ৫৯ বলে করলেন সেঞ্চুরি। ১৮ ওভার শেষে ১৬৪ লখনউ।

08:50 PM (IST) May 18

বরুণ চক্রবর্তীর ওভারে এল ১৮ রান

১৬ তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ২টি ছয় ও একটি চার সহ ১৮ রান নিলেন ডিক। ১৬ ওভার শেষে ১৪০ লখনউ।

08:46 PM (IST) May 18

১৫ ওভার শেষে ১২২ লখনউ

নিজের অর্ধশতরান পূরণ করলেন কেএল রাহুল। ১৫ ওভার শেষে ১২২ লখনউ বিনা উইকেটে। বড় স্কোরের লক্ষ্যে লখনউ।

08:33 PM (IST) May 18

১৩ ওভার শেষে ১০৫

শকরানের পার্টনারশিপ পূরণ করলেন রাহুল ও ডিকক। ১৩ ওভার শেষে ১০৫।

08:29 PM (IST) May 18

১২ ওভার শেষে ৯৭ লখনউ

নিজের অর্ধশতরান পূরণ করলেন ডিকক। ১২ ওভার শেষে ৯৭ লখনউ।

08:20 PM (IST) May 18

১০ ওভার শেষে ৮৩

রানের গতিবেগ বাড়াচ্ছেন কেএল রাহুল ও কুইন্টন ডিকক। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। ১০ ওভার শেষে বিনা উইকেটে ৮৩ লখনউ।

08:10 PM (IST) May 18

৮ ওভার শেষে ৫৭ লখনউ

অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ রপলেন রাহুল ও ডিকক। ৮ ওভার শেষে বিনা উইকেটে ৫৭ লখনউ।

07:59 PM (IST) May 18

পাওয়ার প্লে লখনউ ৪৪

নিজের প্রথম ওভারে ৬ রান দিলেন বরুণ চক্রবর্তী। ৬ ওভার শেষে বিনা উইকেটে লখনউ ৪৪।

07:54 PM (IST) May 18

৫ ওভার শেষে ৩৮ লখনউ

উমেশের ওভারে একটি ছয় ও একটি চার মারলেন রাহুল। ৫ ওভার শেষে লখনউ বিনা উইকেটে ৩৮।

07:44 PM (IST) May 18

৩ ওভার শেষে ২২ লখনউ

উমেশ যাদবের বলে ডিককের সহজ ক্যাচ ছাড়েন অভিজিৎ তোমর। শেষ বলে ছয় মারলেন ডিকক। ৩ ওভার শেষে ২২ লখনউ। 

07:40 PM (IST) May 18

২ ওভার শেষে লখনউ ১৪

নিজের প্রথম ওভারে আটোসাঁটো  বোলিং করলেন টিম সাউদি। দিলেন ৬ রান। ২ ওভার শেষে লখনউ বিনা উইকেটে ১৪।

07:36 PM (IST) May 18

প্রথম ওভার শেষে ৮ লখনউ

ওপেন করছেন কেএল রাহুল ও কুইন্টন ডিকক। উমেশ যাদবের প্রথম ওভারে আট রান।

07:25 PM (IST) May 18

কেকেআর ও লখনউ দলের প্রথম এগোরে ৪টি পরিবর্তন, দেখে নিন প্রথম একাদশ

কেকেআর ও লখনউ দলের প্রথম এগোরে ৪টি পরিবর্তন, দেখে নিন প্রথম একাদশ

 

 

07:02 PM (IST) May 18

টস জিতল কেএল রাহুল

কেকেআরের বিরুদ্ধে মেগা ম্যাচে টস জিতে ব্য়াটিং করার সিদ্ধান্ত লখনউ সুপার জায়ান্টস অধিনাক কেএল রাহুলের।

04:51 PM (IST) May 18

তৈরি কেকেআর পেস অ্যাটাক

তৈরি কেকেআর পেস অ্যাটাক

 

 

04:50 PM (IST) May 18

আগুন ঝরাতে প্রস্তুত রিঙ্কু

আগুন ঝরাতে প্রস্তুত রিঙ্কু, দেখুুন বিধ্বংসী অনুশীলন

 

 

04:49 PM (IST) May 18

ফের রাসেল ম্যাজিক দেখার অপেক্ষায় কেককেআর সমর্থকরা

ফের রাসেল ম্যাজিক দেখার অপেক্ষায় কেককেআর সমর্থকরা

 

 

04:48 PM (IST) May 18

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত স্যাম বিলিংসও, দেখুন ভিডিও

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত স্যাম বিলিংসও, দেখুন ভিডিও

 

 


More Trending News