সোমবার আইপিএল ২০২২-এর মেগা ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএল দুই দলরে কাছেই একেবারে ভালো যায়নি। ইতিমধ্যেই প্রতিযোগিতার প্রথম দল হিসেবে শেষ চারে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছে রোহিত শর্মার দল। বর্তমানে ১০ টি ম্য়াচ খেলে ২টি জয় ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে ১০ নম্বরে রয়েছে ৫ বারের আইপিএলে চ্যাম্পিয়নরা। অপরদিকে, টানা ৫ ম্যাচ হারের পর রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরলেও পরের ম্য়াচে লখনউয়ের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে শ্রেয়স আইয়রের দলকে। বর্তমানে ১১ ম্য়াচে ৪টি জয় ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরে রয়েছে কেকেআর। শেষ চারে ওঠার আশা খুবই কঠিন নাইটদের। নিজেদের শেষ তিনটি ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে।
11:05 PM (IST) May 09
শেষে রান আউট হলেন জসপ্রীত বুমরা। ১১৩ রানে অলআউট মুম্বই। ৫২ রানে ম্য়াচ জিতল কেকেআর।
11:04 PM (IST) May 09
১৫ রান করে রান আউট হলেন কায়রন পোলার্ড।
11:00 PM (IST) May 09
৩ রান করে রান আউট হলেন কার্তিতে। ১১১ রানে ৮ উইকেট মুম্বই।
10:48 PM (IST) May 09
একই ওভারে ৩টি উইকেট নিলেন প্য়াট কামিন্স। প্রথনে ইশান কিশান, এরপর ১ রান করে আউট হন ড্যানিয়েল সামস ও খাতা না খুলে আউট মুরগান অশ্বিন। ১০২ রানে ৭ উইকেট মুম্বই। ১৫ ওভারে ১০২ রামে ৭ উইকেট মুম্বই।
10:42 PM (IST) May 09
৫১ রান করে প্যাট কামিন্সের বলে আউট হলেন ইশান কিশান। ১০০ রানে ৫ উইকেট মুম্বই।
10:38 PM (IST) May 09
৪০ বলে হাফ সেঞ্চুরি করলেন ইশান কিশান। মরসুমের তৃতীয় অর্ধশতরান করলেন তিনি।
10:36 PM (IST) May 09
৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে মুম্বই। ১৩ ওভার শেষে ৯০।
10:34 PM (IST) May 09
১৩ রান করে টিম ডেভিড আউট হলেন বরুণ চক্রবর্তীর বলে। ৮৩ রানে ৪ উইকেট মুম্বই।
10:28 PM (IST) May 09
রমনদীপ সিং আউট হলেও ৩ বলে ৩টি চার মারলেন এসেই টিম ডেভিড। ১১ ওভার শেষে ৭৮ রানে ৩ উইকেট মুম্বই।
10:24 PM (IST) May 09
রাসেলের বলে ১২ রান করে আউট হলেন রমনদীপ সিং। মুম্বই ৬৯ রানে ৩ উইকেট।
10:11 PM (IST) May 09
আটোসাঁটো বোলিং করছে কেকেআর। ৮ ওভার শেষে ৫১ রানে ২ উইকেট মুম্বই ইন্ডিয়ান্স।
10:04 PM (IST) May 09
পাওয়ার প্লের ৬ ওভার শেষে মুম্বই ২ উইকেটে ৩৭।
10:00 PM (IST) May 09
৬ রাম করে রাসেলের বলে আউট হলেন তিলক ভার্মা। ৫ ওভার শেষে ৩২ রানে ২ উইকেট মুম্বই।
09:47 PM (IST) May 09
প্যাট কামিন্সের দ্বিতীয় একটি চার সহ এল ৯ রান। ২ ওভারে ১১ মুম্বই ১ উইকেটেরে বিনিময়ে।
09:41 PM (IST) May 09
টিম সাউদির প্রথম ওভারেই ২ রান করে আউট হলেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়া ১ ওভার শেষে ১ উইকেটে ২ রান।
09:20 PM (IST) May 09
বড় স্কোর করার সুযোগ হাতছাড়া করল কেকেআর। বুমরার আগুনে বোলিংয়ে ধরাশায়ী কেকেআরের মিডল অর্ডার। শেষ ওভারে ১ রান দিলেন বুমরা। ১৬৫ রান করল কেকেআর।
09:16 PM (IST) May 09
খাতা না খুলেই সামসের বলে আউট হলেন টিম সাউদি। ১৯ ওভার শেষে ১৬৪ রানে ৯ উইকেট কেকেআর।
09:10 PM (IST) May 09
মেডেন ওভার দিয়ে ৩ উইকেট নিলেন জসপ্রীত বুমরা। ১৮ ওভারে ১৫৬ রানে ৮ উইকেট কেকেআর।
09:08 PM (IST) May 09
ফের খাতা না খুলে বুমরার বলে আউট সুনীল নারিন।
09:06 PM (IST) May 09
এসেই খাতা না খুলে বুমরার বলে আউট প্য়াট কামিন্স।
09:04 PM (IST) May 09
৫ রান করে বুমরার বলে আউট হলেন শেলডন জ্যাকসন। কেকেআর ১৫৬ রানে ৬ উইকেট।
08:52 PM (IST) May 09
রাসেলের পর আউট নীতিশ রানা। ৪৩ রান করে বুমরার বলে আউট হলেন তিনি। ১৫ ওভার শেষে ১৪০ রানে ৫ উইকেট কেকেআর।
08:46 PM (IST) May 09
৯ রান করে বুমরার বলে আউট হলেন আন্দ্রে রাসেল।
08:40 PM (IST) May 09
৬ রান করে মুরগান অশ্বিনের বলে আউট হলেন ভেঙ্কটেশ আইয়র।
08:37 PM (IST) May 09
পোলার্ডের ২টি ছয় ও একটি চার মারলেন নীতিশ রানা। কেকেআর ১৩ ওভার শেষে ২ উইকেটে ১২৩।
08:31 PM (IST) May 09
ব্য়াট করছেন নীতিশ রানা ও শ্রেয়স আইয়র। ১২ ওভার শেষে ১০৬ কেকেআর ২ উইকেটের বিনিময়ে।
08:26 PM (IST) May 09
উইকেট পড়লেও কুমার কার্তিকের ওভারের শেষ ২ বলে ২টি ছয় মারলেন নীতিশ রানা। কেকেআর ১১ ওভার শেষে ২ উইকেটে ১০০।
08:23 PM (IST) May 09
দ্বিতীয় উইকেট পড়ল কেকেআরের। ২৫ রান করে কার্তিকের দ্বিতীয় শিকার হলেন তিনি।
08:21 PM (IST) May 09
ভেঙ্কটেশ আইয়র আউট হওয়ার পর অনেকটাই কমল কেকেআরের রান রেট। ১০ ওভার শেষে কেকেআর ১ উইকেটে ৮৭।
08:10 PM (IST) May 09
ব্য়াট করছেন নীতিশ রানা ও অজিঙ্কে রাহানে। ৮ ওভার শেষে ৭৫ কেকেআর।
07:59 PM (IST) May 09
২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে কুমার কার্তিকের বলে আউট হলেন ভেঙ্কটেশ আইয়র। ৬ ওভার শেষে কেকেআর ৬৪ রানে ১ উইকেট।
07:54 PM (IST) May 09
রিলে মারডিথের ওভারে এল ১৬ রান। ৫ ওভার শেষে কেকেআর ৪৮ রান।
07:44 PM (IST) May 09
তৃতীয় ওভারে ড্য়ানিয়েল সামসকে একটি বিশাল ছক্কা মারলেন ভেঙ্কটেশ আইয়র। ৩ ওভার শেষে কেকেআর ২৬।
07:39 PM (IST) May 09
দ্বিতীয় ওভারে মুরগান অশ্বিনকে একটি ছয় ও একটি চার মারলেন ভেঙ্কটেশ আইয়র। ২ ওভার শেষে কেকেআপ ১৬।
07:34 PM (IST) May 09
কেকেআরের ইনিংসের শুরু করলেন অজিঙ্কে রাহানে ও ভেঙ্কটেশ আইয়র। এক ওভার শেষে ৪।
07:02 PM (IST) May 09
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস হারল কেকেআর। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার।।
06:06 PM (IST) May 09
মুম্বই ম্য়াচ খেলতে মাঠে পৌছল কেকেআর, দেখুন ছবি
06:05 PM (IST) May 09
ফের একবার ঝড় তুলতে প্রস্তুত আন্দ্রে রাসেল। দেখুন ক্যারেবিয়ান তারকার অনুশীলনের ভিডিও
06:04 PM (IST) May 09
মুম্বই ম্যাচের আগে কেমন হল কেকেআরের অনুশীলন, দেখুন ছবি