IPL Live Update- প্রথম ম্যাচেই দুরন্ত জয় সিএসকের, মুম্বইকে ২০ রানে হারাল এমএস ধোনির দল

সংক্ষিপ্ত

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর বাকি পর্বের খেলা। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচেই মেগা ফাইটে মুখোমুখি এমএস ধোনি ও রোহিত শর্মার দল। আইপিএলের এই দুই চিরপ্রতীদ্বন্দ্বী দলের ম্যাচকে কেন্দ্র করে মরুদেশে চড়ছে ক্রিকেট উত্তাপ। উন্মাদনায় টগবগ করে ফুটছে ক্রিকেট বিশ্বও। ২০২০ সালের আইপিএলে এই মরুদেশেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অনন্য নজির তৈরি করেছিল রোহিত শর্মার। কিন্তু ২০২১-এর প্রথম পর্বের শুরুটা আশানারুপ হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। প্রথম পর্বের ৭টি ম্য়াচে ৪টি জয় পেয়েছে এমআই। ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে মুম্বই। কিন্তু দ্বিতীয় পর্বে লাকি আরব আমিরশাহিতে ঘুড়ে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল। অপরদিকে, এই আরব আমিরশাহিতেই আইপিএল ২০২০ একেবারেই ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের। আইপিএলের ইতিহাসে প্রথমবার শেষ চারে যোগ্যতা অর্জন করতে পারেনি এমএস ধোনির দল। শেষ করেছিল ৭ নম্বরে। কিন্তু ২০২১-এর প্রথম পর্বে দারুণভাবে কামব্যাক করে সিএসকে। প্রথম ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাই। দ্বিতীয় লিগে ২০২০ সালের ব্যর্থতা ভুলে ঘুড়ে দাঁড়ানোই লক্ষ্য ৩ বারের আইপিএলেক চ্যাম্পিয়নদের।

11:21 PM (IST) Sep 19

১৩৬ রানে শেষ মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস, ২০ রানে জয় পেল চেন্নাই সুপার কিংস

শেষ ওভারেও দুটি উইকেট নিলেন ডোয়েইন ব্রাভো। ১৩৬ রানে শেষ হল মুম্বইয়ের ইনিংস। ২০ রানে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস।

11:14 PM (IST) Sep 19

শেষ ওভারে দরকার ২৪ রান

শেষ ওভারে মুম্বইয়ের জয়ের জন্য দরকার ২৪ রান। হাতে ৪ উইকেট।

 

11:09 PM (IST) Sep 19

১৮ ওভার শেষে ১১৮ রান মুম্বই

১৮ ওভার শেষে ১১৮ রানে ৬ উইকেট  মুম্বই। শেষ ২ ওভারে দরকার ৩৯ রান।

10:46 PM (IST) Sep 19

রান আউট ক্রুণাল পান্ডিয়া

৪ রান করে রান আউট হলেন ক্রুণাল পান্ডিয়া।

 

10:40 PM (IST) Sep 19

আউট কারন পোলার্ড

১৫ রান করে হ্যাজেলউডের বলে আউট হলেন কায়রন পোলার্ড।

10:32 PM (IST) Sep 19

১২ ওভারে ৮৪ রানে ৪ উইকেট মুম্বই

মুম্লই ইনিংসের রাশ ধরলেন সৌরভ তিওয়ারী ও কায়রন পোলার্ড। ১২ ওভারে ৮৪ রানে ৪ উইকেট মুম্বই।

10:19 PM (IST) Sep 19

চতুর্থ উইকে হারাল মুম্বই

ডোয়েইন ব্রাভোর বলে ১১ রান করে আউট হলেন ইশান কিষাণ।

10:15 PM (IST) Sep 19

৯ ওভার শেষে ৫৪ রানে ৩ উইকেট মুম্বই

মুম্বই চেন্নাইয়েপ হাড্ডাহাড্ডি লড়াই। ৯ ওভার শেষে ৫৪ রানে ৩ উইকেট মুম্বই ইন্ডিয়ান্স।

10:05 PM (IST) Sep 19

আউট সূর্যকুমার যাদব

৩ রান করে আউট সূর্যকুমার যাদব। ৬ ওভার শেষে মুম্বই ৪১ রানে ৩ উইকেট।

09:58 PM (IST) Sep 19

মুম্বইয়ের দ্বিতীয় উইকেটের পতন

অনমমোলপ্রীতকে বোল্ড করলেন দীপক চাহার। ৫ ওভার শেষে মুম্বই ৩৫ রানে ২ উইকেট।

09:53 PM (IST) Sep 19

হ্যাজেলউডকে প্রহার অনমোলপ্রীতের

হ্যাজেলউডের চতুর্থ ওভারে একটি ছয় ও একটি চার মারলেন অনমোলপ্রীত সিং। ৪ ওভার শেষে ৩৪ রানে এক উইকেট মুম্বই।

09:45 PM (IST) Sep 19

ঝোড়ো ব্য়াটিং শুরু করলেও আউট ডিকক

১১ বলের ১৭ রানের ইনিংস খেলে আউট ডিকক। উইকেট নিলেন দীপক চাহার।

 

09:38 PM (IST) Sep 19

প্রথম ওভার শেষে মুম্বই বিনা উইকেটে ২

মুম্বইয়ের হয়ে ওপেন করছেন রোহিত শর্মা ও অনমোলপ্রীত সিং।  প্রথম ওভারের শেষে মুম্বই বিনা উইকেট ২।

09:18 PM (IST) Sep 19

২০ ওভারে ১৫৬ রান করল সিএসকে

ঋতুরাজ গায়কোয়াড়ের অনবদ্য ব্য়াটিং। অপরাজিত ৮৮ রানের ইনিংস। যোগ্য সঙ্গত জাদেজা ও ব্রাভোর। ২০ ওভারে ১৫৬ রান করল সিএসকে।

09:11 PM (IST) Sep 19

১৯ তম ওভারে ৩টি ছক্কা সিএসকের

শেষে ব্য়াট হাতে ঝড় তুললেন ব্রাভো ও ঋতুরজা। ১৯ তম ওভারে ২টি ছয় মারলেন ব্রাভো ও একটি ঋতুরাজ।

09:06 PM (IST) Sep 19

১৮ ওভার শেষে সিএসকে ১১৭

এসেই ছক্কা হাঁকালেন ব্রাভো, ১৮ ওভার শেষে ১১৭ রানে ৫ উইকেট সিএসকে।

09:01 PM (IST) Sep 19

১৭ ওভার শেষে ১০৭ সিএসকে

ঋতুরাজের লড়াকু ইনিংস। ১৭ ওভার শেষে সিএসকে ১০৭ রানে ৫ উইকেট।

08:59 PM (IST) Sep 19

আউট রবীন্দ্র জাদেজা

২৬ রান করে বুমরার বলে ক্যাচ আউট হলেন জাদেজা।

08:56 PM (IST) Sep 19

অনবদ্য অর্ধশতরান ঋতুরাজ গায়কোয়াড়ের

বিপদের সময় লড়াকু ইনিংস। অনবদ্য অর্ধশতরান ঋতুরাজ গায়কোয়াড়ের।

 

 

08:50 PM (IST) Sep 19

১৫ ওভার শেষে সিএসকে ৮৭ রানে ৪ উইকেট

ঋতুরাজ ও জাদেজার লড়াকু পার্টনারশিপ। ১৫ ওভার শেষে সিএসকে ৮৭ রানে ৪ উইকেট।

08:35 PM (IST) Sep 19

১২ ওভার শেষে সিএসকে ৬৬ রানে ৪ উইকেট

লড়াই করছেন ঋতুরাজ গায়কোয়াড়। ১২ ওভার শেষে সিএসকে ৬৬ রানে ৪ উইকেট।

 

08:20 PM (IST) Sep 19

৯ ওভার শেষ সিএসকে ৩৪ রানে ৪ উইকেট

লড়াই করছেন ঋতুরীজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজা। ৯ ওভার শেষ সিএসকে ৩৪ রানে ৪ উইকেট

08:08 PM (IST) Sep 19

আউট ধোনি, পাওয়ার প্লে শেষে সিএসকে ২৪ রানে ৪ উইকেট

চতুর্থ উইকেটের পতন চেন্নাইয়ের। ৩ রান করে আউট এমএস ধোনি। ৬ ওভারের পাওয়ার প্লে শেষে সিএসকে ২৪ রানে ৪ উইকেট।

 

 

07:50 PM (IST) Sep 19

তৃতীয় ওভারে আউট রায়না

ট্রেন্ট বোল্টের তৃতীয় ওভারে একটি চার মারার পর আউট সুরেশ রায়না।

 

 

07:42 PM (IST) Sep 19

দ্বিতীয় ওভারে আউট মঈন আলি

অ্যাডাম মিলনের দ্বিতীয় ওভারেই ফের খাতা না খুলে আউট মঈন আলি।

 

 

07:35 PM (IST) Sep 19

প্রথম ওভারেই আউট ডুপ্লেসি

প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের বলে খাতা না খুলেই আউট ডুপ্লেসি।

 

 

07:18 PM (IST) Sep 19

দেখে নিন দুই দলের একাদশ

দেখে নিন মুম্বই বনাম চেন্নাই ম্যাচের একাদশ।

 

 

07:17 PM (IST) Sep 19

টসে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত ধোনির

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত এমএস ধোনির।

 

 

06:53 PM (IST) Sep 19

মাঠের পথে মুম্বই

সিএসকের বিরুদ্ধে মাঠে নামার জন্য রওনা দিল মুম্বই।

 

 

06:51 PM (IST) Sep 19

মাঠে পৌছল সিএসকে

মুম্বইয়ের বিরুদ্ধে মহারণের আগে মাঠে পৌছল চেন্নাই সুপার কিংস।