Sudip Paul | Published : Sep 20, 2021 1:18 PM IST / Updated: Sep 20 2021, 10:24 PM IST

IPL Live Update- মরুদেশে দুরন্ত কেকেআর, প্রথম ম্য়াচে আরসিবিকে ৯ উইকেটে হারাল নাইটরা

সংক্ষিপ্ত

প্রথম পর্বের ব্যর্থতা ভুলে দ্বিতীয় পর্বে ঘুড়ে দাঁড়ানোই লক্ষ্য কেকেআরের। শেষ চারের যোগ্যতা অর্জন করতে হলে দ্বিতীয় পর্বে ৭টি ম্য়াচের মধ্যে ৫ থেকে ৬টি ম্যাচ জিততে হবে নাইটদের। আরব আমিরশাহিতে সম্পূর্ণ নতুন কেকেআরকে দেখতে পাওয়া যাবে বলে ইতিমধ্যেই দাবি করেছে কেকেআরে র একাধিক প্লেয়ার। অনুশীলনেও নিজেদের সেরাটা উজার করে দিয়েছে কেকেআর প্লেয়াররা। অপরদিকে,প্রথম পর্বের দুরন্ত ফর্ম ধরে রাখাই লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। আর মাত্র ৩টি ম্যাচে জয় পেলেই শেষ চারের টিকিট পাকা হয়ে যাবে বিরাট কোহলির দলের। প্রথম পর্বে দলের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় পর্বেও তার ব্যাটে ঝড় দেখার অপেক্ষায় আরসিবি ফ্যানেরা। 
 

10:22 PM (IST) Sep 20

চাহলকে একই ওভারে তিনটি চার মেরে খেলা শেষ করলেন আইয়র

আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম জয় কেকেআরের। ৯  উইকেটে জয় পেল ইয়ন মর্গ্যানের দল। ৪৮ রান করে গিল আউট হলেও ৪১ রানের অপরাজিত ইনিংস খেললেন ভেঙ্কটেশ আইয়র।

10:17 PM (IST) Sep 20

আউট শুভমান গিল

৪৮ রান করে চাহলের বলে আউট হলেন শুভমান গিল।

10:16 PM (IST) Sep 20

৯ ওভার শেষে ৮২ কেকেআর

জয়ের দোরগোরায় কেকেআর। ৯ ওভার শেষে বিনা উইকেটে ৮২ কেকেআর।

10:11 PM (IST) Sep 20

৮ ওভার শেষে কেকেআর ৭৫

অনবদ্য পার্টনারশিপ শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়রের। ৮ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ৭৫।

09:59 PM (IST) Sep 20

চাহলকে জোড়া চার মারলেন গিল

চাহলের প্রথম ওভারে এল ১১ রান। জোড়া চার মালরেন গিল। পাওয়ার প্লে শেষে কেকেআর বিনা উইকেটে ৫৬।

 

09:56 PM (IST) Sep 20

জেমিসনকে বিশাল ছক্কা আইয়রের

পঞ্চম ওভারে জেমিসনকে একটি বিশাল ছক্কা ও চার মারলেন ভেঙ্কটেশ আইয়র। ৫ ওভার শেষে কেকেআর ৪৫।

09:50 PM (IST) Sep 20

চতুর্থ ওভার শেষে ২৯ কেকেআর

অননবদ্য ব্য়াটিং করছেন শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়র। চতুর্থ ওভার শেষে বিনা উইকেটে ২৯ কেকেআর।

09:48 PM (IST) Sep 20

দ্বিতীয় ওভারে এল ১০ রান

ছোট টার্গেটের হয়ে খেলতে নেমে ভালো শুরু কেকেআরের। দ্বিতীয় ওভার শেষে কেকেআর ২০ বিনা উইকেটে।

09:33 PM (IST) Sep 20

প্রথম ওভার শেষে ১০ কেকেআর

প্রথম ওভারেই মহম্মদ সিরাজকে জোড়া চার মারলেন ভেঙ্কটেশ আইয়র। প্রথম ওভার শেষে ১০ কেকেআর।

09:14 PM (IST) Sep 20

অল আউট আরসিবি

নিজের তৃতীয় উইকেট নিলেন আন্দ্রে রাসেল। ৯২ রানে অলআউট আরসিবি। কেকেআরের টার্গেট ৯৩।

09:09 PM (IST) Sep 20

১৮ ওভার শেষে ৮৯ আরসিবি

কেকেআরের দরকার শেষ উইকেট। ১৮ ওভার শেষে ৯ উইরেটে ৮৯ আরসিবি।

09:02 PM (IST) Sep 20

লকি ফার্গুসনের দ্বিতীয় উইকেট

লকি ফার্গুসনের বোল্ড হার্সব প্যাটেল। ১২ রান করলেন তিনি। আরসিবি ৮৩ রানে ৯ উইকেট।

08:57 PM (IST) Sep 20

অষ্টম উইকেটের পতন আরসিবির

৪ রান করে রান আউট হলেন কাইল জেমিসন।

08:56 PM (IST) Sep 20

১৫ ওভার শেষে আরসিবি ৭৫ রানে ৭ উইকেট

লড়াই করছে আরসিবির টেলেন্ডাররা। ১৫ ওভার শেষে আরসিবি ৭৫ রানে ৭ উইকেট।

08:48 PM (IST) Sep 20

ফেক উইকেট নিলেন বরুণ চক্রবর্তী

সচিন বেবিকে ৭ রানে আউট করে প্যাভেলিয়নে পাঠালেন বরুণ চক্রবর্তী।

08:44 PM (IST) Sep 20

১৩ ওভার শেষে ৬ উইকেটে ৬৬ আরসিবি

ম্যাচের রাশ পুরোপুরি কেকেআরের হাতে। ১৩ ওভার শেষে ৬ উইকেটে ৬৬ আরসিবি।

08:38 PM (IST) Sep 20

প্রথম বলেই আউট হাসারঙ্গা

অভিষেক ম্যাচে প্রথম বলেই আউট হলেন হাসারাঙ্গা। বরুণ চক্রবর্তীর শিকার হলেন তিনি।

08:36 PM (IST) Sep 20

বোল্ড গ্লেন ম্যাক্সওয়েল

১২ তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১০ রান করলেন তিনি।

 

08:27 PM (IST) Sep 20

১০ ওভার শেষে ৫৪ রানে ৪ উইকেট আরসিবি

পরপর উইকেট হারিয়ে চাপে আরসিবি। ১০ ওভার শেষে ৫৪ রানে ৪ উইকেট আরসিবি।

08:21 PM (IST) Sep 20

প্রথম বলেই বোল্ড এবি ডিভিলিয়ার্স

একই ওভারে দ্বিতীয় উইকেট আন্দ্রে রাসেলের। প্রথম বলেই বোল্ড করে দিলেন ডিভিলিয়ার্সকে। ৯ ওভার শেষে ৫২ রানে ৪ উইকেট আরসিবি।

08:13 PM (IST) Sep 20

রাসলের বলে আউট কেএস ভরত

নবম ওভারের প্রথম বলেই রাসেলের শিকার হলেন ভরত। করলেন ১৬ রান। আরসিবি ৫১ রানে ৩ উইকেট।

08:08 PM (IST) Sep 20

৭ ওভার শেষে ৪৭ রানে ২ উইকেট আরসিবি

পাড়িক্কল আউট হওয়ার পর ক্রিজে  এলেন ম্য়াক্সওয়েল। ৭ ওভার শেষে ৪৭ রানে ২ উইকেট আরসিবি।

08:04 PM (IST) Sep 20

পাওয়ার প্লের শেষ বলে আউট পাড়িক্কল

পাওয়ার প্লের শেষে লকি ফার্গুসন নিলেন পাড়িক্কলের উইকেট। ২২ রান করে আউট হলেন তিনি। ৬ ওভার শেষে ৪১ রানে ২ উইকেট আরসিবি।

07:59 PM (IST) Sep 20

৫ ওভার শেষে আরসিবি ৩৫

পার্টনারশিপ গড়ছেন কেএস ভরত ও দেবদূত পাড়িক্কল। ৫ ওভার শেষে আরসিবি ৩৫ এক উইকেটে।

07:55 PM (IST) Sep 20

৪ ওভার শেষে আরসিবি ২৮

চতুর্থ ওভারে প্রসিদ্ধ কষ্ণার নো বলে ফ্রি হিটে চার মারলেন পাড়িক্কল। ৪  ওভার শেষে আরসিবি ২৮।

07:48 PM (IST) Sep 20

৩ ওভার শেষে আরসিবি ২০ রানে ১ উইকেট

তৃতীয় ওভারে লকি ফার্গুসনকে একটি চার মারেন পাড়িক্কল। ৩ ওভার শেষে আরসিবি ২০ রানে ১ উইকেট।

 

07:41 PM (IST) Sep 20

দ্বিতীয় ওভারেই আউট বিরাট কোহলি

দ্বিতীয় ওভারে প্রসিদ্ধ কৃষ্ণাকে একটি চার মারার পরই এলবিডব্লু আউট হলেন বিরাট কোহলি।

 

 

07:35 PM (IST) Sep 20

প্রথম ওভার শেষে আরসিবি বিনা উইকেটে ৪

আরসিবির হয়ে ওপেন করছেন বিরাট কোহলি ও দেবদূত পাড়িক্কল। প্রথম ওভার শেষে আরসিবি বিনা উইকেটে ৪।

07:27 PM (IST) Sep 20

দেখে নিন দুই দলের একাদশ

কেকেআরের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আরসিবির। দেখে নিন দুই দলের একাদশ।

 

 

07:01 PM (IST) Sep 20

টসে জিতলেন বিরাট কোহলি

কেকেআরের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আরসিবি অধিনায়ক বিরাট কোহলির।

 

 

06:57 PM (IST) Sep 20

ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলন বিরাটের

কেকেআরের বিরুদ্ধে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলন সারছেন বিরাট কোহলি।

 

 

06:55 PM (IST) Sep 20

মরুদেশে দ্বিতীয় পর্বের অভিযান শুরুর পতে কেকেআর

আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলের দ্বিতীয় পর্বের অভিযান শুরুর পতে কেকেআর।