একদিনের সিরিজে আজ প্রথম ম্যাচ। সিডনি-তে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ভারতীয় দলে নেওয়া হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে। তিনি ওপেন করবেন বলেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।
12:53 PM (IST) Nov 27
ম্যাক্সি-র ঝোড়ো ব্যাটিং। স্টিভ স্মিথের আক্রমণাত্মক মেজাজ। ৩৫০ রানের টার্গেট দেওয়ার পথে অস্ট্রেলিয়া। স্মিথ ৫১ বলে ৮১ রান করে অপরাজিত। ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৪৪.৫ ওভারে তাঁকে ক্যাচ আউট করেন মহম্মদ সামি।
12:36 PM (IST) Nov 27
ক্রিজে রয়েছেন স্মিথ ও ম্যাক্সওয়েল। স্মিথ ৪৭ বলে ৭২ রানে ব্যাট করছেন। ম্যাক্সওয়েল ৬ বলে ৭ রান করে অপরাজিত। ফিঞ্চ ১২৪ বলে ১১৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। স্টোয়িন্স ১ বলে ০ রান করে আউট হয়েছেন।
12:10 PM (IST) Nov 27
ক্রিজে রয়েছেন স্মিথ ও ফিঞ্চ। ফিঞ্চ ১১৫ বলে ৯৮ রান করে অপরাজিত। স্মিথ ৩৫ বলে ৪৬ রান করে ব্যাট করছেন।
11:46 AM (IST) Nov 27
11:44 AM (IST) Nov 27
11:43 AM (IST) Nov 27
11:40 AM (IST) Nov 27
11:39 AM (IST) Nov 27
11:31 AM (IST) Nov 27
11:29 AM (IST) Nov 27
২৭.৫ ওভারের মহম্মদ সামির বলে প্যাভিলিয়নে ফিরলেন ওয়ার্নার, তিনি ৭৬ বলে ৬৯ রান করেন, ৬টি বাউন্ডারি রয়েছে তাঁর ইনিংসে। শেষ ৫ ওভারে অস্ট্রেলিয়া ৩১ রান সংগ্রহ করেছে, হারিয়েছে একটি উইকেট। শেষ ৫ ওভারে রানের গড় ৬.২০।
11:01 AM (IST) Nov 27
ক্রিজে ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। ওয়ার্নার অপরাজিত ৫২ বলে ৪৮ রান করে। ফিঞ্চ অপরাজিত ৮১ বলে ৫৬ রান করে।