amartya lahiri | Published : Oct 31, 2021 10:57 AM IST / Updated: Oct 31 2021, 10:31 PM IST

T20 WC 2021, IND vs NZ, Live - ৮ উইকেটে ভারতকে হারাল নিউজিল্যান্ড, সেমি ফাইনালে যাওয়া অনিশ্চিৎ বিরাটদের

সংক্ষিপ্ত

রবিবার, আবুধাবিতে, টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) মুখোমুখি নিউজিল্যান্ড (New Zealand) ও ভারত (India)। ম্য়াচের প্রতি মুহূর্তের সব আপডেট পেতে চোখ রাখুন এখানে - 

10:29 PM (IST) Oct 31

১৫ তম ওভারেই জয় পেয় গেল নিউজিল্যান্ড

১৫ তম ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে গেল নিউজিল্যান্ড। ভারতকে ৮ উইকেটে হারাল কেন উইলিয়ামসনের দল। টানা ২ ম্যাচ হেরে সেমি ফাইনালের যাওয়ার আশা কার্যত অনিশ্চিৎ হয়ে পড়ল বিরাটদের।

10:25 PM (IST) Oct 31

হার্দিকের ওভারে এল ১২ রান

হার্দিক পান্ডিয়ার ১৪ তম ওভারে এল ১২ রান। নিউজিল্যান্ড ১০৮।

10:18 PM (IST) Oct 31

দ্বিতীয় উইকেটের পতন নিউজিল্যান্ডের

৪৯ রান করে বুমরার বলে আউট হলেন ডায়ার্ল মিচেল। ১৩ ওভার শেষে ৯৬ রানে ২ উইকেট নিউজিল্যান্ড।

10:13 PM (IST) Oct 31

১২ ওভার শেষে ৯৪ নিউজিল্যান্ড

১২ ওভার শেষে ১ উইকেটে ৯৪ নিউজিল্যান্ড। জয়ের জন্য দরকার ১৭ রান।

10:02 PM (IST) Oct 31

১০ ওভার শেষে নিউজিল্যান্ড ৮৩

ঝোড়ো ইনিংস ডায়ার্ল মিচেলের। ১০ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটে ৮৩ রান।

09:53 PM (IST) Oct 31

৮ ওভার শেষে নিউজিল্যান্ড ৬৪

আক্রমণাত্মক ব্যাটিং ডায়ার্ল মিচেলের। ৮ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটে ৬৪ রান।

09:44 PM (IST) Oct 31

পাওয়ার প্লে শেষে নিউজিল্যান্ড ৪৪

জাদেজার ষষ্ঠ ওভারে এল ২টি চার ও একটি ৬। ৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৪৪ রানে ১ উইকেট।

09:40 PM (IST) Oct 31

চতুর্থ ওভারে প্রথম উইকেট পড়ল নিউজিল্যান্ডের

বুমরার বলে ২০ রান করে আউট হলেন মার্টিন গাপটিল।

09:31 PM (IST) Oct 31

বরুণ চক্রবর্তীর ওভারে জোড়া চার মারলেন গাপটিল

তৃতীয় ওভারে বরুণ চক্রবর্তীর বলে জোড়া চার মারলেন মার্টিন গাপটিল। ৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১৮

09:26 PM (IST) Oct 31

প্রথম ওভার শেষে নিউজিল্যান্ড ৪

প্রথম ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ রান। ব্যাট করছেন মার্টিন গাপটিল ও ডায়ার্ল মিচেল।

09:10 PM (IST) Oct 31

১১০ করল ভারত

শেষ ওভারে কিছুটা আক্রমণাত্মক জাদেজা। ১৯ বলে ২৬ রানের ইনিংস খেললেন তিনি। ভারত করল ১১০ রান।

09:04 PM (IST) Oct 31

১৯ ওভার শেষে ভারত ৯৯ রানে ৭ উইকেট

১৯ তম ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট। ভারত ৯৯ রানে ৭ উইকেট।

09:02 PM (IST) Oct 31

এবার আউট শার্দুল ঠাকুর

খাতা না খুলেই বোল্টের বলে আউট হলেন শার্দুল ঠাকুর।

08:59 PM (IST) Oct 31

আউট হার্দিক পান্ডিয়া

ষষ্ঠ উইকেটের পতন হল ভারতের। ২৩ রান করে বোল্টের শিকার হলেন তিনি।

08:57 PM (IST) Oct 31

১৮ ওভার শেষে ভারত ৯৪

১৮ তম ওভারের শেষ ওভারে একটি চার মারলেন রবীন্দ্র জাদেজা। ভারতের স্কোর ৯৪ রানে ৫ উইকেট।

08:53 PM (IST) Oct 31

লড়াই করছেন হার্দিক ও জাদেজা

প্রবল চাপের মধ্য়ে লড়াই করছেন হার্দিক ও জাদেজা। ১৭ ওভার শেষে ভারত ৮৬ রানে ৫ উইকেট।

08:45 PM (IST) Oct 31

১৫ ওভার শেষে ভারত ৭৩

১৫ ওভার শেষে ভারত ৭৩ রানে ৫ উইকেট। ব্যাট করছেন জাদেজা ও পান্ডিয়া।

08:40 PM (IST) Oct 31

আউট ঋষভ পন্থ

আউট হলেন ঋষভ পন্থ। ১২ রান করে মিলনের বলে বোল্ড হলেন তিনি। ভারত ৭০ রানে ৫ উইকেট।

08:33 PM (IST) Oct 31

১৩ ওভার শেষে ভারত ৬২ রানে ৪ উইকেট

চাপের মধ্যে ব্যাট করছেন পন্থ ও হার্দিক। ১৩ ওভার শেষে ভারত ৬২ রানে ৪ উইকেট।

08:20 PM (IST) Oct 31

আউট বিরাট কোহলি

ইশ সোধিকে বড় হিট করতে গিয়ে এবার আউট হলেন বিরাট কোহলি। ৯ রান করে আউট হলেন ভারত অধিনায়ক।

08:17 PM (IST) Oct 31

১০ ওভার শেষে ভারত ৪৮

১০ ওভার শেষে ভারত ৩ উইকেটে ৪৮ রান। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ।

08:09 PM (IST) Oct 31

আউট রোহিত শর্মা

অষ্টম ওভারে আউট হলেন রোহিত শর্মা। ১৪ রান করে ইশ সোধির বলে আউট হলেন তিনি। ৮ ওভার শেষে ভারত ৩ উইকেটে ৪১।

08:01 PM (IST) Oct 31

আউট কেএল রাহুল

পাওয়ার প্লের শেষ ওভারে বিগ হিট করতে গিয়ে আউট হলেন কেএল রাহুল। টিম সাউদির বলে ১৮ রান করে আউট হলেন তিনি। ৬ ওভার শেষে ৩৫ রানে ২ উইকেট ভারত।

07:55 PM (IST) Oct 31

পঞ্চম ওভারে এল ১৫ রান

পঞ্চম ওভারে এল ১৫ রান। এল ২টি চার ও একটি ছয়। ৫ ওভার শেষে ভারতের রান ২৯। 

07:51 PM (IST) Oct 31

৪ ওভার শেষে ভারত ১৪ রানে ১ উইকেট

৪ ওভার শেষে ভারতের স্কোর ১৪ , এক উইকেটের বিনিময়ে। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

07:44 PM (IST) Oct 31

প্রথম উইকেট পড়ল ভারতর

তৃতীয় ওভারে আউট ইশান কিশান। ট্রেন্ট বোল্টের বলে আউট হলেন তিনি। করলন ৪ রান।

07:42 PM (IST) Oct 31

দ্বিতীয় ওভারে প্রথম বাউন্ডারি রাহুলের

দ্বিতীয় ওভারে প্রথম বাউন্ডারি রাহুলের। ভারত ২ ওভার শেষে ৬।

07:35 PM (IST) Oct 31

প্রথম ওভার শেষে ভারত ১

ওপেনিংয়ে চমক। কেএল রাহুলের সঙ্গে এলেন ইশান কিশান। প্রথম ওভার শেষে ১ রান ভারত।

07:07 PM (IST) Oct 31

টস ভাগ্য আজও সাথ দিল না বিরাট কেহলির

নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টস ভাগ্য সাথ দিল না বিরাট কোহলির। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন উইলিয়ামসনের।

04:45 PM (IST) Oct 31

বদল এনেছে ২০১৬

২০০৭ থেকে ২০১৬ - টি২০ ক্রিকেটের প্রথম ৯ বছরে নিউজিল্যান্ডকে হারাতেই পারেনি ভারত। তবে গত ৫ বছরে ১১ টি ম্যাচের মধ্যে ৮টিতেই হেরেছে ব্ল্যাকক্যাপসরা।

04:43 PM (IST) Oct 31

কেন বনাম শামি

অন্যদিকে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের নেমেসিস আবার ভারতের মহম্মদ শামি। শামির বিরুদ্ধে টি২০ ক্রিকেটে চারবার আউট হয়েছেন কেন। ৩৭ বল খেলে করতে পেরেছেন ৪৯ রান। দিয়েছেন।

04:40 PM (IST) Oct 31

ভারতের প্রধান অস্ত্র রো'হিটম্যান', কিন্তু

কিউইদের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে রোহিত শর্মা তৃতীয় সর্বোচ্চ রানাধিকারী। তবে তাঁকে টি২০ ক্রিকেটে ৩বার করে আউট করেছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং মিচেল স্যান্টনার

04:40 PM (IST) Oct 31

ভারতের প্রধান অস্ত্র রো'হিটম্যান', কিন্তু

কিউইদের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে রোহিত শর্মা তৃতীয় সর্বোচ্চ রানাধিকারী। তবে তাঁকে টি২০ ক্রিকেটে ৩বার করে আউট করেছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং মিচেল স্যান্টনার

04:39 PM (IST) Oct 31

ভারতের প্রধান অস্ত্র রো'হিটম্যান', কিন্তু

কিউইদের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে রোহিত শর্মা তৃতীয় সর্বোচ্চ রানাধিকারী। তবে তাঁকে টি২০ ক্রিকেটেটে ৩বার করে আউট 

04:38 PM (IST) Oct 31

ভারতের প্রধান অস্ত্র রো'হিটম্যান', কিন্তু

কিউইদের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে রোহিত শর্মা তৃতীয় সর্বোচ্চ রানাধিকারী। তবে তাঁকে টি২০ ক্রিকেটেটে ৩বার করে আউট 

04:36 PM (IST) Oct 31

১৮ বছরের খরা

২০০৩ সাল থেকে আইসিসি আয়োজিত কোনও প্রতিযোগিতায় ভারত হারাতে পারেনি নিউজিল্যান্ডকে। ব্ল্যাকক্যাপসদের বিরুদ্ধে মেন ইন ব্লু সর্বশেষ জয় পেয়েছিল ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। তারপর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি ম্যাচ-সহ আইসিসি টুর্নামেন্টে চারটি ম্য়াচেই হেরেছে ভারত।


More Trending News