রবিবার, আবুধাবিতে, টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) মুখোমুখি নিউজিল্যান্ড (New Zealand) ও ভারত (India)। ম্য়াচের প্রতি মুহূর্তের সব আপডেট পেতে চোখ রাখুন এখানে -
10:29 PM (IST) Oct 31
১৫ তম ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে গেল নিউজিল্যান্ড। ভারতকে ৮ উইকেটে হারাল কেন উইলিয়ামসনের দল। টানা ২ ম্যাচ হেরে সেমি ফাইনালের যাওয়ার আশা কার্যত অনিশ্চিৎ হয়ে পড়ল বিরাটদের।
10:25 PM (IST) Oct 31
হার্দিক পান্ডিয়ার ১৪ তম ওভারে এল ১২ রান। নিউজিল্যান্ড ১০৮।
10:18 PM (IST) Oct 31
৪৯ রান করে বুমরার বলে আউট হলেন ডায়ার্ল মিচেল। ১৩ ওভার শেষে ৯৬ রানে ২ উইকেট নিউজিল্যান্ড।
10:13 PM (IST) Oct 31
১২ ওভার শেষে ১ উইকেটে ৯৪ নিউজিল্যান্ড। জয়ের জন্য দরকার ১৭ রান।
10:02 PM (IST) Oct 31
ঝোড়ো ইনিংস ডায়ার্ল মিচেলের। ১০ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটে ৮৩ রান।
09:53 PM (IST) Oct 31
আক্রমণাত্মক ব্যাটিং ডায়ার্ল মিচেলের। ৮ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটে ৬৪ রান।
09:44 PM (IST) Oct 31
জাদেজার ষষ্ঠ ওভারে এল ২টি চার ও একটি ৬। ৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৪৪ রানে ১ উইকেট।
09:40 PM (IST) Oct 31
বুমরার বলে ২০ রান করে আউট হলেন মার্টিন গাপটিল।
09:31 PM (IST) Oct 31
তৃতীয় ওভারে বরুণ চক্রবর্তীর বলে জোড়া চার মারলেন মার্টিন গাপটিল। ৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১৮
09:26 PM (IST) Oct 31
প্রথম ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ রান। ব্যাট করছেন মার্টিন গাপটিল ও ডায়ার্ল মিচেল।
09:10 PM (IST) Oct 31
শেষ ওভারে কিছুটা আক্রমণাত্মক জাদেজা। ১৯ বলে ২৬ রানের ইনিংস খেললেন তিনি। ভারত করল ১১০ রান।
09:04 PM (IST) Oct 31
১৯ তম ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট। ভারত ৯৯ রানে ৭ উইকেট।
09:02 PM (IST) Oct 31
খাতা না খুলেই বোল্টের বলে আউট হলেন শার্দুল ঠাকুর।
08:59 PM (IST) Oct 31
ষষ্ঠ উইকেটের পতন হল ভারতের। ২৩ রান করে বোল্টের শিকার হলেন তিনি।
08:57 PM (IST) Oct 31
১৮ তম ওভারের শেষ ওভারে একটি চার মারলেন রবীন্দ্র জাদেজা। ভারতের স্কোর ৯৪ রানে ৫ উইকেট।
08:53 PM (IST) Oct 31
প্রবল চাপের মধ্য়ে লড়াই করছেন হার্দিক ও জাদেজা। ১৭ ওভার শেষে ভারত ৮৬ রানে ৫ উইকেট।
08:45 PM (IST) Oct 31
১৫ ওভার শেষে ভারত ৭৩ রানে ৫ উইকেট। ব্যাট করছেন জাদেজা ও পান্ডিয়া।
08:40 PM (IST) Oct 31
আউট হলেন ঋষভ পন্থ। ১২ রান করে মিলনের বলে বোল্ড হলেন তিনি। ভারত ৭০ রানে ৫ উইকেট।
08:33 PM (IST) Oct 31
চাপের মধ্যে ব্যাট করছেন পন্থ ও হার্দিক। ১৩ ওভার শেষে ভারত ৬২ রানে ৪ উইকেট।
08:20 PM (IST) Oct 31
ইশ সোধিকে বড় হিট করতে গিয়ে এবার আউট হলেন বিরাট কোহলি। ৯ রান করে আউট হলেন ভারত অধিনায়ক।
08:17 PM (IST) Oct 31
১০ ওভার শেষে ভারত ৩ উইকেটে ৪৮ রান। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ।
08:09 PM (IST) Oct 31
অষ্টম ওভারে আউট হলেন রোহিত শর্মা। ১৪ রান করে ইশ সোধির বলে আউট হলেন তিনি। ৮ ওভার শেষে ভারত ৩ উইকেটে ৪১।
08:01 PM (IST) Oct 31
পাওয়ার প্লের শেষ ওভারে বিগ হিট করতে গিয়ে আউট হলেন কেএল রাহুল। টিম সাউদির বলে ১৮ রান করে আউট হলেন তিনি। ৬ ওভার শেষে ৩৫ রানে ২ উইকেট ভারত।
07:55 PM (IST) Oct 31
পঞ্চম ওভারে এল ১৫ রান। এল ২টি চার ও একটি ছয়। ৫ ওভার শেষে ভারতের রান ২৯।
07:51 PM (IST) Oct 31
৪ ওভার শেষে ভারতের স্কোর ১৪ , এক উইকেটের বিনিময়ে। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও কেএল রাহুল।
07:44 PM (IST) Oct 31
তৃতীয় ওভারে আউট ইশান কিশান। ট্রেন্ট বোল্টের বলে আউট হলেন তিনি। করলন ৪ রান।
07:42 PM (IST) Oct 31
দ্বিতীয় ওভারে প্রথম বাউন্ডারি রাহুলের। ভারত ২ ওভার শেষে ৬।
07:35 PM (IST) Oct 31
ওপেনিংয়ে চমক। কেএল রাহুলের সঙ্গে এলেন ইশান কিশান। প্রথম ওভার শেষে ১ রান ভারত।
07:07 PM (IST) Oct 31
নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টস ভাগ্য সাথ দিল না বিরাট কোহলির। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন উইলিয়ামসনের।
04:45 PM (IST) Oct 31
২০০৭ থেকে ২০১৬ - টি২০ ক্রিকেটের প্রথম ৯ বছরে নিউজিল্যান্ডকে হারাতেই পারেনি ভারত। তবে গত ৫ বছরে ১১ টি ম্যাচের মধ্যে ৮টিতেই হেরেছে ব্ল্যাকক্যাপসরা।
04:43 PM (IST) Oct 31
অন্যদিকে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের নেমেসিস আবার ভারতের মহম্মদ শামি। শামির বিরুদ্ধে টি২০ ক্রিকেটে চারবার আউট হয়েছেন কেন। ৩৭ বল খেলে করতে পেরেছেন ৪৯ রান। দিয়েছেন।
04:40 PM (IST) Oct 31
কিউইদের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে রোহিত শর্মা তৃতীয় সর্বোচ্চ রানাধিকারী। তবে তাঁকে টি২০ ক্রিকেটে ৩বার করে আউট করেছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং মিচেল স্যান্টনার
04:40 PM (IST) Oct 31
কিউইদের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে রোহিত শর্মা তৃতীয় সর্বোচ্চ রানাধিকারী। তবে তাঁকে টি২০ ক্রিকেটে ৩বার করে আউট করেছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং মিচেল স্যান্টনার
04:39 PM (IST) Oct 31
কিউইদের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে রোহিত শর্মা তৃতীয় সর্বোচ্চ রানাধিকারী। তবে তাঁকে টি২০ ক্রিকেটেটে ৩বার করে আউট
04:38 PM (IST) Oct 31
কিউইদের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে রোহিত শর্মা তৃতীয় সর্বোচ্চ রানাধিকারী। তবে তাঁকে টি২০ ক্রিকেটেটে ৩বার করে আউট
04:36 PM (IST) Oct 31
২০০৩ সাল থেকে আইসিসি আয়োজিত কোনও প্রতিযোগিতায় ভারত হারাতে পারেনি নিউজিল্যান্ডকে। ব্ল্যাকক্যাপসদের বিরুদ্ধে মেন ইন ব্লু সর্বশেষ জয় পেয়েছিল ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। তারপর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি ম্যাচ-সহ আইসিসি টুর্নামেন্টে চারটি ম্য়াচেই হেরেছে ভারত।