বুধবার, টি২০ বিশ্বকাপ ২০২১-এ প্রথম সেমিফাইনালে (T20 World Cup 2021, 1st Semifinal) মুখোমুখি ইংল্যান্ড (England) এবং নিউজিল্যান্ড (New Zealand)। ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পান এখানে।
11:07 PM (IST) Nov 10
৫ উইকেটে জিতে প্রথমবার টি২০ বিশ্বকাপের ফাইনালে গেল নিউজিল্যান্ড
11:06 PM (IST) Nov 10
ওকসের ওভারের শেষ বলেও ৪ মারলেন মিচেল। ১৯তম ওভার থেকে কিউইরা নিল ২০ রান। ৪৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকলেন ডেরিল মিচেল। মারলেন ৪টি চার ও ৪টি ছয়। স্যান্টনার অপরাজিত থাকলেন ১ বলে ১ রান।
11:02 PM (IST) Nov 10
১৯তম ওভারে ক্রিস ওকস কে পর পর দুটি ছয় মারলেন ডেরিল মিচেল।
11:00 PM (IST) Nov 10
আদিল রশিদের ওভারে দুটি ৬ পেল কিউইরা। তবে তাঁর শেষ বলে আউট হলেন জিমি নিশাম। করলেন ১১ বলে ২৭ রান। ওভার থেকে এল ১৪ রান।
১৮ ওভার পরে স্কোর
নিউজিল্যান্ড ১৪৭-৫
জেমস নিশাম ২৭ (১১)
ড্যারিল মিচেল ৫৩ (৪২)
আদিল রশিদ
৪-০-৩৯-১
10:54 PM (IST) Nov 10
ছয় মেরে ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ডেরিল মিচেল। নিউজিল্যান্ডের দরকার ১৪ বলে ২১ রান
10:52 PM (IST) Nov 10
১৭তম ওভারে দুটি ৬ ও একটি ৪ মারলেন জেমস নিশাম। জর্ডনের ওভার থেকে এল ২৩ রান।
১৭ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ১৩৩-৪
জেমস নিশাম ২০ (৭)
ড্যারিল মিচেল ৪৬ (৪০)
ক্রিস জর্ডান
৩-০-৩১-০
10:48 PM (IST) Nov 10
জর্ডনের স্লোয়ারে তুলে মারলেন নিশাম। বাউন্জারি লাইনে বলটি লিভিংস্টোনের দিকে ছুঁড়ে দিলেন বেয়ারস্টো। রিভিউতে অবশ্য ছয় দেওয়া হল।
10:46 PM (IST) Nov 10
১৭তম ওভারে জর্ডনের বলে একটি ৬ একটি ৪ মারলেন জেমস নিশাম।২১ বলে চাই ৪৩ রান।
10:44 PM (IST) Nov 10
নিজের শেষ ওভারে ফিলিপ্সকে (২) আউট করলেন লিভিংস্টোন। রান দিলেন মাত্র ৩।
১৬ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ১১০-৪
জেমস নিশাম ১ (১)
ড্যারিল মিচেল ৪৬ (৪০)
লিয়াম লিভিংস্টোন
৪-০-২২-২
10:37 PM (IST) Nov 10
১৫ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ১০৭-৩
গ্লেন ফিলিপস ২(৩)
ড্যারিল মিচেল ৪৫(৩৬)
মার্ক উড
৪-০-৩৪-০
10:32 PM (IST) Nov 10
কন ওয়েকে ফিরিয়ে দিলেন লিভিংস্টোন। স্টাম্প করলেন বাটলার। তাঁকে েগিয়ে আসতে দেখে বলটি বাইরের দিকে স্পিন করালেন লিভিংস্টোন। কনওয়ে লাইন মিস করলেন। ৩৮ বলে ৪৬ রান করলেন তিনি। ক্রিজে এলেন ডানহাতি ব্যাটার গ্লেন ফিলিপস।
ওভার থেকে এল ৫ রান
১৪ ওভার পরে স্কোর
নিউজিল্যান্ড ৯৭-৩
ড্যারিল মিচেল ৩৭(৩২)
গ্লেন ফিলিপস ০ (১)
লিয়াম লিভিংস্টোন
৩-০-১৯-১
10:32 PM (IST) Nov 10
কন ওয়েকে ফিরিয়ে দিলেন লিভিংস্টোন। স্টাম্প করলেন বাটলার। তাঁকে েগিয়ে আসতে দেখে বলটি বাইরের দিকে স্পিন করালেন লিভিংস্টোন। কনওয়ে লাইন মিস করলেন। ৩৮ বলে ৪৬ রান করলেন তিনি। ক্রিজে এলেন ডানহাতি ব্যাটার গ্লেন ফিলিপস।
ওভার থেকে এল ৫ রান
১৪ ওভার পরে স্কোর
নিউজিল্যান্ড ৯৭-৩
ড্যারিল মিচেল ৩৭(৩২)
গ্লেন ফিলিপস ০ (১)
লিয়াম লিভিংস্টোন
৩-০-১৯-১
10:29 PM (IST) Nov 10
আদিল রশিদের ওভারে ৬ মরালেন মিচেল। ওভার থেকে এল ১২ রান।
১৩ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ৯২-২
ড্যারিল মিচেল ৩৫ (৩০)
ডেভন কনওয়ে ৪৪ (৩৫)
আদিল রশিদ
৩-০-২৫-০
10:21 PM (IST) Nov 10
লিভিংস্টোনকেও চার মারলেন কনওয়ে। ১২তম ওভার থেকে এল ৭ রান।
১২ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ৮০-২
ডেভন কনওয়ে ৪০ (৩২)
ড্যারিল মিচেল ২৮ (২৭)
লিয়াম লিভিংস্টোন
২-০-১৫-০
10:21 PM (IST) Nov 10
লিভিংস্টোনকেও চার মারলেন কনওয়ে। ১২তম ওভার থেকে এল ৭ রান।
১২ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ৮০-২
ডেভন কনওয়ে ৪০ (৩২)
ড্যারিল মিচেল ২৮ (২৭)
লিয়াম লিভিংস্টোন
২-০-১৫-০
10:19 PM (IST) Nov 10
ড্রিঙ্কস-এর পরের ওবারটা দারুণ গেল নিউজিল্যান্জের। প্রথম বলেই চার মেরে শুরু করলেন মিচেল। একটি নোবল করলেন মার্ক উড। আর ফ্রিহিট পেয়ে ৬ মারলেন কনওয়ে। ওভার থেকে এল ১৫ রান।
১১ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ৭৩-২
ড্যারিল মিচেল ২৮ (২৭)
ডেভন কনওয়ে ৩৩ (২৬)
মার্ক উড
৩-০-২৪-০
10:10 PM (IST) Nov 10
দশম ওভারে আক্রমণে এলেন লিভিংস্টোন, দিলেন ৮ রান
১০ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ৫৮-২
ডেভন কনওয়ে ২৬ (২৩)
ড্যারিল মিচেল ২২ (২৩)
লিয়াম লিভিংস্টোন
১-০-৮-০
10:06 PM (IST) Nov 10
মার্ক উট নবম ওভারে দিলেন ৫ রান
৯ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ৫০-২
ড্যারিল মিচেল ২১ (২২)
ডেভন কনওয়ে ১৯ (১৮)
মার্ক উড
২-০-১০-০
10:01 PM (IST) Nov 10
৮ ওভার পরে স্কোর
নিউজিল্যান্ড ৪৫-২
ডেভন কনওয়ে ১৭(১৫)
ড্যারিল মিচেল ১৮(১৯)
আদিল রশিদ
২-০-১৪-০
09:59 PM (IST) Nov 10
এভার থেকে এল ৫ রান
৭ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ৪১-২
ড্যারিল মিচেল ১৬(১৫)
ডিভন কনওয়ে ১৫(১৩)
মার্ক উড
১-০-৫-০
09:58 PM (IST) Nov 10
আক্রমণে এলেন আদিল রশিদ। দুটি চার খেলেন তিনি। ওভার থেকে এল ১০ রান।
৬ ওভার পরে স্কোর
নিউজিল্যান্ড ৩৬-২
ডেভন কনওয়ে ১৪(১২)
ড্যারিল মিচেল ১২(১০)
আদিল রশিদ
১-০-১০-০
09:56 PM (IST) Nov 10
চার মারলেন মিচেল। ওভার থেকে রান এল ৮।
৫ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ২৬-২
ড্যারিল মিচেল ১১ (৮)
ডেভন কনওয়ে ৫ (৮)
ক্রিস ওকস
৩-১-১৬-২
09:52 PM (IST) Nov 10
৪ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ১৮-২
ডেভন কনওয়ে ৪(৬)
ড্যারিল মিচেল ৪(৪)
ক্রিস জর্ডান
২-০-১০-০
09:52 PM (IST) Nov 10
৪ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ১৮-২
ডেভন কনওয়ে ৪(৬)
ড্যারিল মিচেল ৪(৪)
ক্রিস জর্ডান
২-০-১০-০
09:52 PM (IST) Nov 10
৪ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ১৮-২
ডেভন কনওয়ে ৪(৬)
ড্যারিল মিচেল ৪(৪)
ক্রিস জর্ডান
২-০-১০-০
09:52 PM (IST) Nov 10
৪ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ১৮-২
ডেভন কনওয়ে ৪(৬)
ড্যারিল মিচেল ৪(৪)
ক্রিস জর্ডান
২-০-১০-০
09:50 PM (IST) Nov 10
ওকসের দ্বিতীয় ওভারে আউট হয়ে গেলেন কেন উইলিয়ামসন। মাত্র ৫ রান করলেন, ১১ বলে। সঙ্গে মেডেন ওভার।
৩ ওভারের পর স্কোর
নিউজিল্যান্জ ১৩-২
ড্যারিল মিচেল ৪(৪)
ডিভন কনওয়ে ০(০)
ক্রিস ওকস
২-১-৮-২
09:50 PM (IST) Nov 10
ওকসের দ্বিতীয় ওভারে আউট হয়ে গেলেন কেন উইলিয়ামসন। মাত্র ৫ রান করলেন, ১১ বলে। সঙ্গে মেডেন ওভার।
৩ ওভারের পর স্কোর
নিউজিল্যান্জ ১৩-২
ড্যারিল মিচেল ৪(৪)
ডিভন কনওয়ে ০(০)
ক্রিস ওকস
২-১-৮-২
09:47 PM (IST) Nov 10
দ্বিতীয় ওবারে এল ৫ রান
২ ওভার পরে স্কোর
নিউজিল্যান্ড ১৩-১
কেন উইলিয়ামসন ৫(৭)
ড্যারিল মিচেল ৪(২)
ক্রিস জর্ডন
১-০-৫-০
09:29 PM (IST) Nov 10
প্রথম বলেই চার মেরেছিলেন গাপ্টিল। কিন্তু, দুই বল পরই তাঁকে ফিরিয়ে দিলেন ওকস। ওভার থেকে এল ৮ রান।
প্রথম ওভার পরে স্কোর
নিউজিল্যান্ড - ৮-১
কেন উইলিয়ামসন ৩ (২) ড্যারিল মিচেল ১ (১)
ক্রিস ওকস
১-০-৮-১
09:27 PM (IST) Nov 10
ওকসের বলে প্রথম ওভারেই মঈন আলির হাতে ক্যাচ দিয়ে ফিরলে্ন গাপ্টিল। করলেন ৩ বলে ৪ রান।
09:26 PM (IST) Nov 10
ক্রিজে গাপ্টিল ও ড্যারিল মিচেল। স্ট্রাইকে নিলেন গাপ্টিল। বোলিং ওরেন করলেন ওকস।
09:11 PM (IST) Nov 10
টি২০ বিশ্বকাপ ২০২১-এর প্রথম সেমি ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪উইকেট হারিয়ে ১৬৬ রান করল ইংল্যান্ড।
09:09 PM (IST) Nov 10
১৭ রান করে নিশামের বলে আউট হলেন লিভিংস্টোন, ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূরণ করলেন মঈন আলি।
09:04 PM (IST) Nov 10
আলি ও লিভিংস্টোনের ঝোড়ো ব্য়াটিং।১৯ ওভার শেষে ইংল্যান্ড ১৫৫, ৩ উইকেটে।
09:01 PM (IST) Nov 10
অ্যাডাম মিলনের ওভারে একটি করে ছক্কা মারলেন আলি ও লিভিংস্টোন। ১৮ ওভার শেষে ইংল্য়ান্ড ১৪৬ ।
08:55 PM (IST) Nov 10
আক্রমণাত্মক ব্য়াটিং মঈন আলির। ১৭ ওভার শেষে ৩ উইকেটে ইংল্যান্ড ১৩০ ।
08:48 PM (IST) Nov 10
৩০ বলে ৪১ রান করে টিম সাউদির বলে আউট হলেন ডেভিড মালান।
08:45 PM (IST) Nov 10
অনবদ্য ব্য়াটিং করছেন মঈন আলি ও ডেভিড মালান। ১৫ ওভার শেষে ১১০ রান ইংল্যান্ড।
08:40 PM (IST) Nov 10
ইংল্য়ান্ড ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করালেন মালান ও আলি। ১৪ ওভার শেষে ইংল্যান্ড ১০০, ২ উইকেটে।