Asianet News Bangla | Published : Nov 11, 2021 11:41 AM IST / Updated: Nov 12 2021, 11:25 AM IST

T20 WC 2021, Semifinal 2, Highlights - আফ্রিদিকে ছয়ের হ্যাট্রিক, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়া

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) দ্বিতীয় সেমিফাইনালে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি অস্ট্রেলিয়া (Australia) এবং পাকিস্তান (Pakistan)। এই ধুন্ধুমার লড়াইয়ের প্রতি মুহূর্তের লাইভ আপডেট (Live Update) পান এখানে - 
 

11:14 PM (IST) Nov 11

হিরো থেকে জিরো শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি এক ওভারে এল ২২ রান। পরপর তিনটি ছয় মেরে খেলা শেষ করেলন ম্য়াথু ওয়েড। এক ওভার বাকি থাকতেই  ৫ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া।

11:03 PM (IST) Nov 11

ঝোড়ো ব্য়াটিং স্টয়নিস ও ওয়েডের

হাসান আলির ওভারে এল ১৫ রান। ২ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ২২ রান। 

10:58 PM (IST) Nov 11

১৭ ওভার ১৪০ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া শেষ ভরসা স্টয়নিস। ৩ ওভারে দরকার ৩৭।

10:46 PM (IST) Nov 11

১৫ ওভার শেষে ১১৫ অস্ট্রেলিয়া

১৫ ওভার শেষ অস্ট্রেলিয় ১১৫। ৩০ বলে ৬২ রান দরকার।

10:40 PM (IST) Nov 11

১৪ ওভার শেষে ১০৯ অস্ট্রেলিয়া।

স্টয়নিস ও ওয়েড লড়াই চালাচ্ছেন। ১৪ ওভার  শেষে ৫ উইকেটে ১০৯ অস্ট্রেলিয়া। ৩৬ বলে দরকার ৬৮ রান।

10:31 PM (IST) Nov 11

আউট ম্যাক্সওয়েল

৭ রান করে শাদাব খানের চতুর্থ শিকার হলেন গ্লেন ম্যাক্সওয়েল।

10:30 PM (IST) Nov 11

১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৯৫

চাপের মধ্য়ে ব্য়াট করছেন ম্যাক্সওয়েল ও স্টয়নিস। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৯৫।

10:22 PM (IST) Nov 11

বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, আউট ডেভিড ওয়ার্নার

বড় ধাক্কা অস্ট্রেলিয়া দলের। ৪৯ রান করে শাদাব খানের তৃতীয় শিকার হলেন অজি তারকা। ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।

10:18 PM (IST) Nov 11

১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৮৯

একাই লড়াই করে .যাচ্ছেন ওয়ার্নার। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৮৯।

10:10 PM (IST) Nov 11

আউট স্টিভ স্মিথ

৫ রান করে শাদাব খানের বলে আউট স্টিভ স্মিথ। ৭৭ রানে ৩  উইকেট।

10:09 PM (IST) Nov 11

অনবদ্য ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার

দুরন্ত ব্যাটিংকরছেন ওয়ার্নার। ৮ ওভার শেষে অজিরা ২ উইকেটে  ৭০।

09:59 PM (IST) Nov 11

আউট মিচেল মার্শ

২৮ রান করে শাদাব খানের বলে আউট হলেন মিচেল মার্শ।

09:58 PM (IST) Nov 11

পাওয়ার প্লে শেষে অস্ট্রেলিয়া ৫২

৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ৫২ রানে ১ উইকেট। অর্ধশতরানের পার্টনারশিপ গড়ল ওয়ার্নার ও মার্শ জুটি।

09:53 PM (IST) Nov 11

মেজাজে ব্য়াট করছেন মিচেল মার্শও

হ্যারিস রউফের বলে পঞ্চম ওভারে ১৪ রান। একটি ছয় ও একটি চার মারলেন  মিচেল মার্শ। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৪৪।

09:47 PM (IST) Nov 11

চতুর্থ ওভারে মারকাটারি ব্যাটিং ওয়ার্নারের

ইমাদ ওয়াসিমকে চতুর্থ ওভারে দুটি চার ও একটি ছয়মারলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া ৪ ওভারে ৩০। 

09:38 PM (IST) Nov 11

দ্বিতীয় ওভার শেষে অস্ট্রেলিয়া ৬

দ্বিতীয়া ওভারে সাবধানী ব্য়াটিং অস্ট্রেলিয়ার। ক্রিজে রয়েছেন ওয়ার্নার ও মিচেল মার্শ। দ্বিতীয় ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৬।

09:33 PM (IST) Nov 11

প্রথম ওভার শেষে ১ রানে ১ উইকেট

প্রথম ওভারেই চাপে অস্ট্রেলিয়া। আউট ফিঞ্চ। উইকেট শিকীরা শাহিন আফ্রিদি। অস্ট্রেলিয়া ১ রানে ১ উইকেট।

09:30 PM (IST) Nov 11

প্রথম ওভারেই আউট ফিঞ্চ

খাতা না খুলেই প্রথম ওভারে শাহিন আফ্রিদির বলে আউট অ্যারন ফিঞ্চ।

09:19 PM (IST) Nov 11

দুরন্ত পাকিস্তান দিল ১৭৭ রানের লক্ষ্যমাত্রা

বিশেষজ্ঢরা বলেছিলেন পাকিস্তানকে ১৬০ করতে হবে। পাকিস্তান শেষ করল ১৭৬/৪ স্কোরে। ৩২ বলে ৫৫ রানে অপরাজিত থাকলেন তিনি। হাফিজ ১ বলে ১ করে অপরাজিত থাকলেন। শেষ দিকে চেপে ধরেছিলেন অজি বোলাররা। ১৯তম ওভারে মাত্র ৩ রান দেন কামিন্স। আউট হন আসিফ আলি। শেষ ওভারের প্রথম তিন বলেও ১টি উইকেট পড়েছিল রান উঠেছিল ২। তবে শেষ তিন বলে ২ টি ছয়-সহ ১৩ রান নিলেন জামান। 

09:15 PM (IST) Nov 11

অর্ধশতরান জামানের

পরপর দুই বলে দুটি ছয় মেরে ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ফখর জামান। মারলেন ৩ টি চার এবং ৪ টি ছয়।

09:11 PM (IST) Nov 11

আউট মালিক

শেষ ওভারে স্টার্কের দুরন্ত স্লোয়ারে বোল্ড হয়ে গেলেন শোয়েব মালিক। করলেন ২ বলে ১।   

09:07 PM (IST) Nov 11

আউট আসিফ আলি

প্রথম বলেই ছয় মারতে গিয়ে কামিন্সের বলে আউট হলেন আসিফ আলি।

09:06 PM (IST) Nov 11

রিজের ব্যাটন তুলে নিলেন ফখর

রিজওয়ান আউট হতেই রানের গতি বাড়ানোর দায়িত্ব নিলেন ফখর জামান। স্টার্ককে একটি ছয় ও একটি চার মেরে ওভার থেকে ১৫ রান নিলেন তিনি। 

১৮ ওভার পরে পাকিস্তান - ১৫৮-২

ফখর জামান ৪০(২৪)

আসিফ আলী ০(০)

08:57 PM (IST) Nov 11

গেমচেঞ্জিং ওভার

জাম্পার ১৬তম ওভারে তৈরি করা চাপ, ১৭তম ওভারে হ্যাজেলউডের বলে হাল্কা করে দিল পাকিস্তান। ২১ রান নিল তারা। ফখর জামান দ্বিতীয় বলে একটি বিশাল ছয় মারলেন। পঞ্চম বলে চার মারলেন রিজওয়ান। সেটি আবার নো বল হওয়ায় পরের বলটি ফ্রিহিট ছিল। সেই বলেও ছয় মারলেন রিজ।

১৭ ওভারের পর স্কোর
পাকিস্তান ১৪৩-১

মোহাম্মদ রিজওয়ান ৬৭ (৫০)

ফখর জামান ২৬ (২০) 

08:49 PM (IST) Nov 11

দুর্দান্ত জাম্পা

১৬তম ওভারে দুরন্ত বল করলেন অ্যাডাম জাম্পা। মাত্র ৫ রান এল এই ওভার থেকে। নিজের ৪ ওভারে ২২ রান দিয়ে ১টি উইকেট নিলেন জাম্পা।

১৬ ওভারের পর 

পাকিস্তান - ১২২-১

ফখর জামান ১৭(১৬)

মহম্মদ রিজওয়ান ৫৬ (৪৭)

08:39 PM (IST) Nov 11

অর্ধশতরান, ক্রমে আক্রমণাত্মক হচ্ছেন রিজ

এবার ছয় মারলেন হ্যাজেলউডকে। ১৪তম ওভারের শেষ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। খেলেছেন ৪১ বল। তবে ক্রমে হাত খুলে মারতে শুরু করছেন তিনি।

১৪ ওভারের শেষে

পাকিস্তান - ১০৬-১

মহম্মদ রিজওয়ান ৫০ (৪১)

ফখর জামান ৮ (৯)  

08:28 PM (IST) Nov 11

থামানো যাচ্ছে না রিজয়ওনকে

ধীরে ধীরে পুরো ছন্দে ফিরছেন রিজওয়ান। ১২তম ওভারে জাম্পার বলে বিশাল ছয় মারলেন তিনি। 

১২ ওভারের পর

পাকিস্তান ৮৯-১

মহম্মদ রিজওয়ান ৪০ (৩৫)

ফখর জামান ২ (৩)

08:19 PM (IST) Nov 11

আউট বাবর আজম

একেবারে দশম ওভারের শেষ বলে াউট হলেন বাবর আজম। করলেন ৩৪ বলে ৩৯ রান। দুর্দান্ত দশম ওভার করলেন জাম্পা। দিলেন মাত্র ৩ রান। পরপর বেশ কয়টি ডট বল করায় চাপ বেড়েছিল বাবরের উপর। তাঁর স্লোয়ার লেগ ব্রেক ওড়াতে গিয়ে বাউন্জারি লাইনে ওয়ার্নারের হাতে ধরা পড়লেন তিনি। অজি বোলারদের মধ্যে এখনও পর্যন্ত জাম্পাই প্রভাবিত করেছেন। প্রথম ওভারে দিয়েছিলেন ৪ রান।  

১০ ওভার শেষে পাকিস্তান - ৭১-১

08:03 PM (IST) Nov 11

ক্যাচের সুযোগ হাতছাড়া

ষষ্ঠ ওভারের শেষ বলে কামিন্সের বলে রিজওয়ান স্লগ সুই করেছিলেন। জাম্পার অনেক সামনে বল ছিল। সামনে ঝাঁপিয়ে দারুণ চেষ্টা করলেও কার্যকর হল না তা। ৬ ওভারে পাকিস্তান তুলল বিনা উইকেটে ৪৭। যা এই টুর্নামেন্টে পাকিস্তানের সর্বোচ্চ পাওয়ার প্লে-র রান। 

মহম্মদ রিজওয়ান ২১ (১৮)

বাবর আজম ২৪ (১৮)   

07:52 PM (IST) Nov 11

রিজের ব্যাট থেকে এল প্রথম ছয়

ম্যাচের প্রথম ছয় এল পঞ্চম ওভারের প্রথম বলে। হ্যাজেলউডের বলের লেন্থ আগেই বুঝে নিয়ে পুরো দমে ব্যাট চালালেন রিজওয়ান। তার আগের ওভারে কামিন্সের বলে আরও একটি চার মারলেন বাবর। ভাল শুরু পাকিস্তানের। 

07:49 PM (IST) Nov 11

ইতিহাস বদলে দেবে পাকিস্তান?

আইসিসি টুর্নামেন্টে কখনও কোনও নকআউট ম্যাচে পাকিস্তানের কাছে হারেনি অস্ট্রেলিয়া। আজ কী হবে?

07:45 PM (IST) Nov 11

সুযোগ হাতছাড়া

তৃতীয় ওভারেই আক্রমণে এলেন গ্লেন ম্য়াক্সওয়েল। বাড়তে থাকা চাপ হাল্কা করতে ম্যক্সির বলে সোজা তুলে মেরেছিলেন রিজওয়ান। টাইমিং ভুল হওয়ায় সুযোগ ছিল ওয়ার্নারের হাতে। তবে অনেকটা পিছনে ছুটে গিয়েও বলটিকে তালু বন্দী করতে পারলেন না তিনি। তাঁর হাতে লেগে বল চলে গেল বাউন্জারির বাইরে ওভারে শেষ বলে আরও একটি চার মারলেন বাবর।

৩ ওভার শেষে

পাকিস্তান - ২১-০  

07:42 PM (IST) Nov 11

ছন্দে বাবর, এখনও রান পেলেন না রিজওয়ান

ধীরে সুস্থে শুরু করল পাকিস্তান। প্রথম ওভারে স্টার্ক এবং পরের ওভারে হ্য়াজেলউড - দুজনকেই দুটি চার মারলেন বাবর। তিনি ব্যাচ করছেন ৭ বলে ১০ রানে। তবে ৫ বল খেলা হয়ে গেলেও এখনও খাতা খুলতে পারেননি রিজওয়ান। 

২ ওভার পর 

পাকিস্তান - ১১-০

07:31 PM (IST) Nov 11

শুরু হল খেলা

শুরু হল দ্বিতীয় সেমিফাইনালের খেলা। পাকিস্তানের হয়ে ব্যাটিং ওপেন করলেন মহম্মনদ রিজওয়ান এবং বাবর আজম। অজিদের হয়ে বোলিং ওপেন করলেন জোরে বোলার মিচেল স্টার্ক। খেলার শুরুতে সকল ক্রিকেটার বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বাক্তা দিলেন। 

07:15 PM (IST) Nov 11

টস জেতা অজিদের সহায়ক হবে?

দুবাইয়ে শেষ ১৬ টি দিন-রাতের টি২০ ম্যাচে প্রথমে ব্য়াট করা দল একবারই মাত্র জিতেছে। বাকি ১৫ বারই জিতেছে রান তাড়া করা দল। আইপিএল ফাইনাল-এ ব্যতিক্রম ঘটিয়েছিল চেন্নাই সুপার কিংস। পাকিস্তান কি পারবে?

07:12 PM (IST) Nov 11

দুই দলের প্রথম একাদশই অপরিবর্তিত


পাকিস্তানের প্রথম একাদশ - মহম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহীন আফ্রিদি।


অস্ট্রেলিয়া প্রথম একাদশ - ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

07:05 PM (IST) Nov 11

টসে জিতল পাকিস্তান

টসে জিতল অস্ট্রেলিয়া। প্রথমে বল করার সিদ্ধান্ত নিল তারা।

05:22 PM (IST) Nov 11

সুস্থ মালিক-রিজওয়ান


অবশেষে স্বস্তি পেল পাকিস্তান দল। ফিটনেস পরীক্ষায় পাস করলেন মহম্মদ রিজওয়ান এবং শোয়েব মালিক। দুই পাক ব্য়টারেরই জ্বর হওয়ার কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেননি। কোভিড-১৯ পরীক্ষায় নেচিবাচক ফল আসার পরও তাঁদের বিশ্রাম নিতে বলেছিলেন দলের ডাক্তার। এদিন অবশ্য তাঁদেরকে ম্যাচ ফিট ঘোষণা করা হয়েছে। 


More Trending News