T20 WC 2021 - নির্মম ইংল্যান্ড বোলিং, বাংলাদেশ আটকে গেল মাত্র ১২৪ রানে


আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে বাংলাদেশের (Bangladesh) ব্যাটিং বিপর্যয়। মাত্র ১২৪ রান তুলতে পারল টাইগাররা। 

বুধবার, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২ পর্বের ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক মাহমুদুল্লাহ (Mahmudullah) কিন্তু, ইংল্যান্ড বোলারদের দাপটে, বিশেষ করে মইন আলির স্পিনে তাঁদের পরিকল্পনা খাটল না। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান তুলতে পারল টাইগাররা। একমাত্র মুসফিকুর রহিম ও মাহমুদুল্লাহ ছাড়া বাংলাদেশী ব্যাটাররা কেউ জুটি গড়তে পারলেন না। 

এদিন প্রায় ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পরিকল্পনাতেই বল করল ইংল্যান্ড। পাওয়ার প্লের ওভারে একদিক থেকে বল করলেন দুর্ধর্ষ ফর্মে থাকা স্পিনার মইন আলি, অন্যদিকে জোরে বোলার ক্রিস ওকস। আগের ম্যাচের মতোই এদিনও শুরুতেই উইকেট তুলল ইংল্যান্ড। প্রথম ৬ ওভারের মধ্যেই মইন আলি প্রথমে ফিরিয়ে দেন দুই বাংলাদেশি ওপেনার লিটন দাস (৯) এবং নইমকে (৫)। আর ষষ্ঠ ওভারে ওকস ফিরিয়ে দেন বাংলাদেশের সবথেকে বড় ভরসা সাকিব আল হাসানকে (৪)। 

Latest Videos

এরপর ইনিংস থিতু করার দিকে মন দিয়েছিলেন মুসফিকুর (৩০ বলে ২৯) এবং মাহমুদুল্লাহ (২৪ বলে ১৯)। দুজনে মিলে ৩১ রান যোগ করেছিলেন। এটিই এদিন বাংলাদেশের সবথেকে বড় রানের জুটি। একাদশ ওভারে প্রথমে মুসফিকুর এবং ১৫তম ওভারে বাংলাদেশি অধিনায়ক ফেরার পরে আর বড় রান ওঠার সম্ভাবনা ছিল না। হয়ওনি। শেষের দিকে নাসুম আহমেদ ২টি ছয় মেরে ৯ বলে ১৯রান করে অপরাজিত থাকলেন। তার জন্যই ১২০ পার করল বাংলাদেশ। 

ইংরেজ বোলারদের মধ্যে ক্রিস ওকস এদিন তাঁর ৪ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন টাইমাল মিলস-ও। লিভিংস্টোন ২ উইকেট নিয়েছেন ১৫ রান দিয়ে। বরং এদিন কিছুটা প্রত্যাশা অনুযায়ী বল করতে পারেননি আদিন রশিদ। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রান দিয়ে উইকেটহীন থাকলেন তিনি। 

এদিন ইংল্যান্ডের প্রথম ওকাদশ অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। সইফুদ্দিনের বদলে খেলেছেন শরিফুল ইসলাম।

টি২০ বিশ্বকাপ ২০২১-এর সুপার ১২ পর্বে প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে নাস্তানাবুদ করেছিল ইয়ন মর্গানের দল। এই ম্যাচেও প্রথমার্ধেই লড়াইটা প্রায় অর্ধেক জিতে গিয়েছে তারা। অন্যদিকে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল। এই ম্য়াচেও হেরে গেলে, তাদের নকআউট পর্বে যাওয়ার আশা প্রায় শেষ বলেই ধরে নিতে হবে। অথচ বিশ্বকাপে এখনও পর্যন্ত টাইগার্স খারাপ খেলেছে বলা যাবে না। কিন্তু, তাদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ধরা পড়ছে। এদিনের ব্যাটিং পারফরম্যান্স তাদের ফ্যানদের অবশ্যই হতাশ করবে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today