T20 WC 2021, Final, Live Update -দুরন্ত মার্শ-ওয়ার্নার, ৮ উইকেটে কিউইদের হারিয়ে টি২০ বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার

সংক্ষিপ্ত

টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড (Australia vs New Zealand)। ফাইনাল ম্যাচের প্রতিমুহূর্তের লাইভ আপডেট (Live Update) পান এখানে। 

10:53 PM (IST) Nov 14

টি২০-তে বিশ্বজয় অস্ট্রেলিয়া

৭ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডকে ৮ উইকেট হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।

10:48 PM (IST) Nov 14

১৮ ওভার শেষে ১৬২ অজিরা

জয়ের দোরগোড়া. অস্ট্রেলিয়া। ২ ওভারে দরকার ১১ রান।

10:43 PM (IST) Nov 14

১৭ ওভার শেষে ১৫৯ অস্ট্রেলিয়া

ম্যাচ হাতের মুঠোয় অজিদের। ৩ ওভারে দরকার ১৪ রান।।

10:33 PM (IST) Nov 14

১৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৩৬ রানে ২ উইকেট

ম্যাচ নিজেদের মুঠোয় নিচ্ছে অস্ট্রেলিয়া। ১৫ ওভার শেষে ১৩৬। দরকার ৩০ বলে ৩৭।

10:28 PM (IST) Nov 14

১৪ ওভার শেষে ১২৫ অস্ট্রেলিয়া

ওয়ার্নারের উইকেট হারালেও বিধ্বংসী ব্য়াটিং চালিয়ে যাচ্ছেন মিচেল মার্শ। সোধির ওভারে নিলেন ১৬ রান। পূরণ  করলেন নিজের অর্ধশতরান।  ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ১২৫ রানে ২  উইকেট। ৩৬ বলে দরকার ৪৮ রান।

10:19 PM (IST) Nov 14

আউট ডেভিড ওয়ার্নার

৫৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া ১০৭ রানে ২উইকেট।

10:17 PM (IST) Nov 14

১২ ওভার শেষে ১০৬ অস্ট্রেলিয়া

জয়ের লক্ষ্য়ে এগোচ্ছে অস্ট্রেলিয়া। ১২ ওভার শেষে ১ উইকেটে ১০৬। ৪৮ বলে দরকার ৬৭ রান।

10:11 PM (IST) Nov 14

অর্ধশতরান ডেভিড ওয়ার্নারের

৩৪ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলেন ডেভিড ওয়ার্নার। ৪টি চার ও ৩টি ছয় মারেন তিনি। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে। ৯৭

10:06 PM (IST) Nov 14

১০ ওভার শেষে ৮২ রান অস্ট্রেলিয়া

১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৮২।দুরন্ত পার্টনারশিপ গড়ছেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার।

10:01 PM (IST) Nov 14

নবম ওভারে এল ১৭

ইশ সোধির নবম  ওভারে এল ১৭ রান। ২টি চার ও একটি ছয় মারেন ওয়ার্নার।৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ৭৭। 

10:00 PM (IST) Nov 14

৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬০

৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬০

09:47 PM (IST) Nov 14

পাওয়ার প্লে শেষে অস্ট্রেলিয়া ৪৩

শেষ হল অস্ট্রেলিয়ার পাওয়ার প্লে । ৬ ওভার শেষে অজিরা ৪৩ রানে ১ উইকেট।

09:43 PM (IST) Nov 14

৫ ওভার শেষে ৪০ অস্ট্রেলিয়া

সাউদির পঞ্চম ওভারে এল ১০ রান। একটি বিশাল ছক্কা মারলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া ১  উইকেটে ৪০।

09:39 PM (IST) Nov 14

চতুর্থ ওভার এল ১৫ রান

অ্যাডাম মিলনে বল করতে আসেন চতুর্থ ওভার।তাকে প্রথম ৩ বলে ১৪ রান মারেন মিচেল মার্শ।  ওভারে আসে ১৫। ৪ ওভারে শেষে ১ উইকেট হারিয়ে অজিরা ৩০।

09:34 PM (IST) Nov 14

৩ ওভার শেষে ১৫ অস্ট্রেলিয়া

ওয়ার্নারের উইকেট হারিয়ে ৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৫।

09:32 PM (IST) Nov 14

আউট অ্য়ারন ফিঞ্চ

তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে  প্রথম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। ৫রান  করে আউট হলেন  ফিঞ্চ।

09:30 PM (IST) Nov 14

দ্বিতীয় ওভারে ২টি চার মারলেন ওয়ার্নার

দ্বিতীয় ওভারে টিম সাউদির বলে দুটি চার মারলেন ওয়ার্নার। ২ ওভার শেষে ১১ বিনা উইকেট অস্ট্রেলিয়া।

09:25 PM (IST) Nov 14

প্রথম ওভার শেষে ১ রান অস্ট্রলিয়া

১৭৩ রান তাড়া করতে নেমে প্রথম  ওভার শেষে১রান অস্ট্রেলিয়া।  ব্যাট করছেন ওয়ার্নার ও ফিঞ্চ।

09:21 PM (IST) Nov 14

১৭২-৪-এ শেষ নিউজিল্যান্ড

শেষ দুই ওভারে খুব বেশি রান উঠল না। ১৭২-৪ রানে শেষ করল নিউজিল্যান্ড। ১৯তম ওভারে কামিন্সকে নিশাম একটি ছয় মারলেও, ওভার থেকে এল ১৩ রান। আর শেষ ওভারে ১টি চার-সহ স্টার্ক দিলেন ১০ রান। 

২০ ওভার শেষে স্কোর

নিউজিল্যান্ড ১৭২-৪

জেমস নিশাম ১৩(৭)

টিম সেফার্ট ৮(৬) 

09:06 PM (IST) Nov 14

অসাধারণ কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসনের করা ৮৫ রানই টি২০ বিশ্বকাপের ফাইনালে কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রান। ২০১৬ সালের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঠি ৮৫ রানই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস।

08:57 PM (IST) Nov 14

হ্যাজেলউডের জোড়া ধাক্কা

কিউই ইনিংসের প্রথম উইকেট নেওয়া হ্যাজেলউডই ফের দিলেন ব্রেক থ্রু। ফের সেই গোপন স্লোয়ার। ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ১৭ বলে ১৮ করে ফিরে গেলেন ফিলিপস। এগিয়ে গিয়ে উঁচু করে মেরেছিলেন। ডিপ মিড-উইকেট সহজ ক্যাচ ছিল ম্যাক্সির জন্য।

দুই বল পরেই স্মিথের হাতে প্রায় একইভাবে টাইমিং মিস করে ফিরে গেলেন উইলিয়ামসনও। লং-অফে ক্যাচ নিলেন স্মিথ। উইলিয়ামসন করলেন ৪৮ বলে ৮৫। মারলেন ১০টি চার এবং ৩টি ছয়। 

১৮ ওভার পরে স্কোর

নিউজিল্যান্ড ১৪৯-৪

জেমস নিশাম ১(১)

টিম সেফার্ট ০(০)

08:45 PM (IST) Nov 14

তুমুল মারছেন উইলিয়ামসন

১৬তম ওভারের প্রথম ৩ বলে, মিচেল স্টার্ককে প্রথমে ২টি চার এবং শেষে ১টি বিশাল ছয় মারলেন উইলিয়ামসন।  পঞ্চম এবং ষষ্ঠ বলে আবার পর পর দুটি চার মারলেন তিনি। 

ওভার থেকে এল ২২ রান

১৬ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ১৩৬-২

কেন উইলিয়ামসন ৭৭ (৪২)

গ্লেন ফিলিপস ১৫ (১২)

08:43 PM (IST) Nov 14

৫ ওভারে স্কোর ডবল

১০ ওভার শেষে নিউজিল্যান্ড ছিল ১ উইকেট হারিয়ে ৫৭ রানে। ১৫ ওভার পর তাদের স্কোর ১১৪-২। অর্থাৎ শেষ ৫ ওভারে ১টি উইকেট হারিয়ে তারা ঠিক ৫৭ রানই তুলেছে।

08:38 PM (IST) Nov 14

জাম্পাকে ছক্কা

১৫তম ওভারের প্রথম বলেই জাম্পাকে ছক্কা মারলেন গ্লেন ফিলিপস। এই বছর টি২০ ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা মেরেছেন তিনিই (৯৩ টি)। পঞ্চম বলে ফের চার মারলেন তিনি। ওভার থেকে এল ১২ রান। 

১৫ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ১১৪-২

গ্লেন ফিলিপস ১৫ (১২)

কেন উইলিয়ামসন ৫৫ (৩৬)

 

08:36 PM (IST) Nov 14

দুরন্ত ফিল্ডিং স্টয়নিসের

দুর্দান্ত ফিল্ডিং করছে অস্ট্রেলিয়া। দেখুন স্টয়নিসের এই প্রচেষ্টাটি - 

08:32 PM (IST) Nov 14

দুই ছক্কায় অর্ধশতরান উইলিয়ামসনের

১৩তম ওভারে ম্য়াক্সওয়েলের বলে পরপর দুই ছক্কায় অর্ধশতরান করলেন কেন উইলিয়ামসন। ৩১ বলে অর্ধশতরান করলেন তিনি। এটাই টি২০ বিশ্বকাপ ফাইনালে দ্রুততম অর্ধশতরান। এভার থেকে এল ১৬ রান। 


১৩ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ৯৭-২

গ্লেন ফিলিপস ৩(৩)

কেন উইলিয়ামসন ৫১(৩৩)

08:25 PM (IST) Nov 14

পরে ওভারেই ধাক্কা দিলেন জাম্পা

ক্রমে চাপ বাড়াচ্ছিলেন অ্য়াডাম জাম্পা। দ্বাদশ ওভারের  প্রথম বলটাই ওড়াতে গিয়েছিলেন গাপ্টিল। বাউন্ডারি লাইনে সেই বল তালুবন্দি করলেন স্টইনিস। ৩৫ বলে ২৮ করলেন গাপ্টিল। মেরেছেন ৩টি চার।

08:22 PM (IST) Nov 14

বিরতির পরই গিয়ার বদল

জলপানের বিরতির পরই গিয়ার বদল করলেন কেন উইলিয়ামসন। স্টার্কের ওভার থেকে ৩টি চার-সহ ১৯ রান নিলেন। 

১১ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ৭৬-১
কেন উইলিয়ামসন ৩৫ (২৫)

মার্টিন গাপ্টিল ২৮ (৩৪) 

08:19 PM (IST) Nov 14

১০ ওভারে ৫৭-১

১০ ওভার শেষে 

নিউজিল্যান্ড ৫৭-১

কেন উইলিয়ামসন ১৮ (১৯)

মার্টিন গাপটিল ২৭ (৩৩)

08:14 PM (IST) Nov 14

জাম্পা বনাম গাপ্টিল

অ্যাডাম জাম্পার বলে টি২০ ক্রিকেটে ৫ ইনিংসে ৩৪ বলে ৬৩ রান করেছেন মার্টিন গাপ্টিল। আউট হয়েছেন ১ বার। এদিন এই যুদ্ধে কে জিতবে? 

08:11 PM (IST) Nov 14

৫০ পার করল কিউইরা

নবম ওভারে মিচ মার্শ আক্রমণে আসতেই, তাঁকে নিশানা করলেন কিউই ব্যাটাররা। পর পর দুটি চার মারলেন কিউই অধিনায়ক।

৯ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ৫১-১

কেন উইলিয়ামসন ১৫(১৬)

মার্টিন গাপ্টিল ২৪(৩০)

08:05 PM (IST) Nov 14

৮ ওভারে ২৬টি ডটবল

৮ ওভার খেলা হয়েছে। তারমধ্যেই ২৬ টি ডটবল খেলল নিউজিল্যান্ড। চেপে ধরেছে অজি বোলাররা। অষ্টম ওভারে আক্রমণে এলেন জাম্পা। মাত্র ৩ রান দিলেন। সপ্তম ওভারে ম্যাক্সওয়েল দিয়েছেন ৫। 

৮ ওভার পরে স্কোর

নিউজিল্যান্ড  ৪০-১

কেন উইলিয়ামসন ৬ (১২)

মার্টিন গাপ্টিল ২২ (২৮)

08:00 PM (IST) Nov 14

দুরন্ত অস্ট্রেলিয়া, কিউইদের কাটছে কাটার

পাওয়ার প্লে তে দারুণ শুরু করল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স এবং হ্যাজলউডের কাটার কাজ করছে। পাওয়ার প্লের ৬ ওবারের পর 

নিউজিল্যান্ড ৩২-১

কেন উইলিয়ামসন ৩ (৮)

মার্টিন গাপ্টিল ১৭ (২০)

07:53 PM (IST) Nov 14

যুবির বাজি কিউইরা, আপনার?

ফাইনালে কিউইরাই জিতবে বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং - 

07:52 PM (IST) Nov 14

আউট ডেরিল মিচেল

আউট হয়ে গেলেন সেমিফাইনালের নায়ক ডেরিল মিচেল। চতুর্থ ওভারে হ্যাজেলউডের প্রথম বলেই চার মেরেছিলেন গাপ্টিল। কিন্তু পঞ্চম বলে হ্যাজেলউডের সামান্য ধীর গতির বল ড্যারিল মিচেলের ব্যাট ছুঁয়ে ওয়েডের হাতে চলে গেল। সামনে ডাইভ দিয়ে ক্যাচ ধরলেন ওয়েড।  করেন। ৮ বলে ১১ করলেন ড্যারিল মিচেল। নতুন ব্যাটার কেন উইলিয়ামসন।

৪ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ২৮-১

কেন উইলিয়ামসন ০(১)

মার্টিন গাপ্টিল ১৬(১৫) 

07:45 PM (IST) Nov 14

প্রথম ছক্কা

তৃতীয় ওভারে ম্যাক্সওয়েস আক্রমণে আসতেই তাঁকে তুলে ছক্কা মারলেন ডেরিল মিচেল।

07:43 PM (IST) Nov 14

ভাল শুরু

ফাইনালের প্রথম ওভারেই স্টার্ক অফ-সাইডের বেশ বাইরে বল করেছিলেন। গাপ্টিল বলটি বাউন্জারিতে পাঠান। নিউজিল্যান্ডকে দুই ওভার পেরিয়ে গেলেও একটিও ইয়র্কার দেয়নি অজিরা। কোনো সুইং দেখা যাচ্ছে না। প্রথম ওভারে উঠল ৯ রান। দ্বিতীয় ওভারে ৪ রান দিলেন হ্যাজেলউড। 

২ ওভার পর কিউইদের রান ১৩-০

মার্টিন গাপ্টিল ১০ (১০)

ড্যারিল মিচেল ৩ (২)

07:34 PM (IST) Nov 14

এর জন্য়েই এত কিছু

এই চ্রফির জন্যই গত একমাস ধরে চলছে ক্রিকেটের বিশ্বযুদ্ধ - 

07:33 PM (IST) Nov 14

পারস্পরিক শ্রদ্ধা

দুই অধিনায়কেরই পরস্পরের প্রতি অসীম শ্রদ্ধা রয়েছে

07:32 PM (IST) Nov 14

শুরু হল মেগা ম্যাচ

ক্রিজে মার্টিন গাপ্টিল ও ড্যারিল মিচেল। স্ট্রাইক নিলেন গাপ্টিল। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন মিচেল স্টার্ক। দ্বিতীয় বলেই দিনের প্রথম চার মারলেন গাপ্টিল


More Trending News