বুধবারই, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকার লক্ষ্যে আফগানিস্তানের (Afghanistan) মুখোমুখি হচ্ছে ভারত (India)। বিরাট কোহলিদের (Virat Kohli) নকআউট পর্বে যাওয়াটা এখন আর তাদের নিজেদের হাতে নেই। তবে প্রাথমিক শর্ত হল, নিজেদের ম্যাচগুলি বড় ব্যবধানে জেতা। আর, তারই প্রথম পরীক্ষা হতে চলেছে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। এই ম্যাচের প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন এখানে -
11:15 PM (IST) Nov 03
২০ ওভারে ১৪৪ রানে ৭ উইকেটে শেষ হল আফগানিস্তানের ইনিংস।৬৬ রানে জয় পেল ভারত।
11:06 PM (IST) Nov 03
৩৫ রান করে আউট হলেন মহম্মদ নবি। রাশিদ খান আউট হলেন শূন্য রানে। দুটি উইকেট নিলেন শামি। ১৯ ওভার শেষে ১৩০ রানে ৭ উইকেট আফগানিস্তান।
10:56 PM (IST) Nov 03
১৭ ওভার শেষে আফগানিস্তান ১০৯, ৫ উইকেটে।
10:47 PM (IST) Nov 03
১৫ ওভার শেষে ৫উইকেটে ৯০ আফগানিস্তান।
10:32 PM (IST) Nov 03
নাজিবুল্লাহ জার্ডানকে বোল্ড করলেন অশ্বিন। ১১ রান করলেন তিনি। ১২ ওভার শেষে আফগানিস্তান ৭০ রানে ৫ উইকেট।
10:20 PM (IST) Nov 03
১০ ওভার শেষে চাপে আফগানিস্তান। স্কোর ৪ উইকেটে ৬১।
10:17 PM (IST) Nov 03
দলে ফিরেই উইকেট নিলেন অশ্বিন। ১৮ রান করে আউট হলেন গুলবদিন নইব।
10:12 PM (IST) Nov 03
৮ ওভার শেষে আফগানিস্তান ৩ উইকেটেকর বিনিময়ে ৫১ রান।
10:08 PM (IST) Nov 03
রবীন্দ্র জাদেজার সপ্তম ওভারে ১৯ রান করে আউট হলেন গুরবাজ।
10:06 PM (IST) Nov 03
পাওয়ার প্লেতে ২ ুইকেটট হারালেও ভালো ব্য়াটিং আফগানদের।৬ ওভার শেষে আফগানিস্তান ৪৭।
09:59 PM (IST) Nov 03
পঞ্চম ওভারে শামি দিলেন ২১ রান। আফগানিস্তান ২ উইকেটে ৩৮।
09:51 PM (IST) Nov 03
দ্বিতীয় ও তৃতীয় ওভারে পরপর দুটি উইকেট পড়ল আফগানিস্তানের। আউট হলেন জাজাই, শাহজাদ।
09:37 PM (IST) Nov 03
রান তাড়া করতে নেমে প্রথম ওভার শেষে আফগানিস্তান ৫।
09:20 PM (IST) Nov 03
২২ বলে ৬৩ রানের পার্টনারশিপ করল হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ। ২০ ওভার শেষে ভারত ২ উইকেটে ২১০ রান।
09:15 PM (IST) Nov 03
ঝোড়ো ইনিংস খেলছেন হার্দিক ও পন্থ। ১৯ ওভার শেষে ২ উইকেটে ১৯৪ ভারত।
09:03 PM (IST) Nov 03
১৭ তম ওভারের শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকালেন পন্থ। ১৭ ওভারে ভবারত ২ উইকেটে ১৬০।
08:59 PM (IST) Nov 03
৪৮ বলে ৬৯ রান করে আউট হলেন কেএল রাহুল।
08:52 PM (IST) Nov 03
১৫ ওভার শেষে ভারত এক উইকেটে ১৪২।
08:49 PM (IST) Nov 03
১৪০ রানের পার্টনারশিপ করার পর প্রথম উইকেট পড়ল ভারতের। ৪৭ বলে ৭৪ রান করে আউট হলেন রোহিত শর্মা । করিম জানাতের বলে আউট হলেন তিনি।
08:37 PM (IST) Nov 03
কেএল রাহুল পূরণকরলেন অর্ধশতরান। ৩৫ বলে পূরণ করলেন তিনি।
08:35 PM (IST) Nov 03
১২ ওভারে শতরান করল ভারত। ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০৭।
08:32 PM (IST) Nov 03
রোহিত শর্মার দুরন্ত অর্ধশতরান। ৩৭ বলে হাফ সেঞ্চুরি করলেন হিটম্যান।
08:22 PM (IST) Nov 03
১০ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৮৫। রোহিত ৪৪, রাহুল ৪০ নটআউট।
08:13 PM (IST) Nov 03
শেষ ৩ ওভারে ভারতের রানের গতি কিছুটা কমল। ৮ ওভার শেষে ভারত ৬৫, বিনা উইকেটে।
08:02 PM (IST) Nov 03
ষষ্ঠ ওভারে এল ১ রান। পাওয়ার প্লে শেষে ভারত ৫৩। বিনা উইকেটে।
07:57 PM (IST) Nov 03
পঞ্চম ওভারে এল ১৭ রান। দুটি চার ও একটি ছক্কা মারলেন রোহিত শর্মা। ভারত ৫ওভার শেষে বিনা উইকেটে ৫২।
07:51 PM (IST) Nov 03
ভালো শুরু ভারতের।৪ ওভার শেষে ভারত ৩৫। অনবদ্য ব্যাটিং রোহিত ও রাহুল।
07:40 PM (IST) Nov 03
দ্বিতীয় ওভারে এল ১৬ রান। একটি চার মারলেন রোহিত, একটি চার ও একটি ছয় মারলেন কেএল রাহুল।
07:35 PM (IST) Nov 03
প্রথমওভারেই চার মারলেন রোহিত শর্মা। এক ওভার শেষে ভারত ৭।
07:10 PM (IST) Nov 03
তৃতীয় ম্যাচে টসে হার ভারতের। টস জিতো বোলিংয়ের সিদ্ধান্ত নিল আফগানিস্তান।
06:51 PM (IST) Nov 03
আফগানিস্তানের উইকেটরক্ষক শাহজাদেূর জন্য অপেক্ষা করে আছে বড় মাইলফলক। আর ৭ রান করলেই প্রথম উইকেটরক্ষক হিসাবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করবেন ।
06:47 PM (IST) Nov 03
আফগান ম্যাচের াগে প্রশ্ন উঠছে আর অশ্বিনকে দলের বাইরে রাখা নিয়েও। প্রাক্তন ক্রিকেটার দিলীপ ভেঙ্গসরকার বলেছেন, অশ্বিন কেন এতদিন ধরে প্রথম একাদশের বাইরে, তা নিয়ে তদন্তের প্রয়োজন। সব ফর্ম্যাটেই সে দলের সেরা স্পিনার, ৬০০-র বেশি আন্তর্জাতিক উইকেট আছে। তাকে না খেলানো হলে দলে কেন নেওয়া হচ্ছে? অনেকের দাবি, দলের মধ্যে বিরাট শিবির এবং অশ্বিন শিবির - বিভাজন তৈরি হয়েছে।
06:43 PM (IST) Nov 03
প্রথম দুই ম্যাচে বরুণ চক্রবর্তীকে পরিচিত ছন্উদে দেখা যায়নি, উইকেটও পাননি। ফলে আবুধাবিতে এদিন তাঁর বদলে কোহলি, রাহুল চাহারকে খেলাতে পারেন বলে শোনা যাচ্ছে।