T20 WC 2021, IND vs PAK, LIVE - ১৩ বল বাকি থাকতেই ১০ উইকেটে ঐতিহাসিক জয় পেল পাকিস্তান

সংক্ষিপ্ত

টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এর সুপার ১২ পর্বে মুখোমুখি ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পান এখানে - 
 

11:00 PM (IST) Oct 24

ঐতিহাসিক জয় পেল পাকিস্তান

১৩ বল বাকি থাকতেই কোনও উইকেট না হরিয়ে জিতে গেল পাকিস্তান। ৫৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকলেন মহম্মদ রিজওয়ান। আর বাবর আজম অপরাজিত থাকলেন ৬৮ রানে। সব মিলিয়ে ১০ উইকেটে বিরাট জয় পেল পাকিস্তান।

10:46 PM (IST) Oct 24

চাই ২৬ বলে ২৫ রান

আর ২৬ বলে মাত্র ২৫ রান চাই পাকিস্তানের। ধীরে ধীরে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন

পাকিস্তান - ১২৭/০

বাবর আজম - ৬৩

রিজওয়ান - ৬১

10:36 PM (IST) Oct 24

অর্ধশতরান বাবরের

অর্ধশতরান করলেন বাবর আজম। ১৩তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ছয় মেরে ৩৯ বলে ৫০ রানে পৌঁছান তিনি। 

১৪ ওভারের শেষে 

পাকিস্তান - ১১২/০

বাবর আজম - ৬১

রিজওয়ান - ৪৮

10:20 PM (IST) Oct 24

১০ ওভারেও উইকেট ফেলতে পারল না ভারত

১০ ওভারেও উইকেট ফেলতে পারল না ভারত। নবম ওভারে ১০ রান দিলেন জাদেজা, ছয় মারলেন বাবর আজম। দশম ওভারে ৯ রান দিলেন বরুণ চক্রবর্তী। প্রথম বলেই চার মারলেন বাবর। 

১০ ওভারের পর

পাকিস্তান - ৭১/০

রিজওয়ান - ৩৫

বাবর - ৩৪  

10:09 PM (IST) Oct 24

৫০-এ পাকিস্তান

অষ্টম ওভারে ৫০ রানে পৌঁছল পাকিস্তান। সপ্তম ওভারে আক্রমণে এসে জাদেজা দিলেন ৩ রান। অষ্টম ওভারে বরুণ দিলেন ৬ রান। 

৮ ওবার পরে 

পাকিস্তান - ৫২/০

রিজওয়ান - ৩০

বাবর - ২০

10:03 PM (IST) Oct 24

পাওয়ার প্লে-র শেষে পাকিস্তান ৪৩/0

পাওয়ার প্লে-র শেষে পাকিস্তান বিনা উইকেটে ৪৩/০। পঞ্চম ওভারে শামি দিলেন ১১ রান। বাবর ও রিজওয়ান দুজনেই একটি করে চার মারলেন। ভুবির বলে ষষ্ঠ ওভার থেকে এল ৮ রান।

৬ ওভারের শেষে 

পাকিস্তান - ৪৩/০

বাবর আজম - ১৭

রিজওয়ান - ২৫

09:52 PM (IST) Oct 24

দুর্দান্ত বরুণ

চতুর্থ ওভারে বরুণ চক্রবর্তীকে আক্রমণে আনলেন বিরাট কোহলি। মাত্র ২ রান দিলেন রহস্য স্পিনার। আগের ওভারে বুমরা দেন ৪ রান। 

৪ ওভার পর

পাকিস্তান - ২৪/০

বাবর আজম - ৯

রিজওয়ান - ১৫

09:43 PM (IST) Oct 24

২ ওভারে ১৮ রান করল পাকিস্তান

ভাল খেলছে পাকিস্তান। প্রথম দুই ওভারে বিশেষ সুবিধা করতে পারলেন না ভুবি ও শামি। প্রথম ওভারে ভুবি দিলেন ১০ রান। রিজওয়ান মারলেন একটি চার ও একটি ছয়। শামিকে একটি চার মারলেন বাবর আজম।

২ ওভার শেষে

পাকিস্তান - ১৮/০

বাবর আজম - ৫

রিজওয়ান - ১৩

09:21 PM (IST) Oct 24

১৫১-য় শেষ ভারতের ইনিংস

শেষ ওভার থেকে হ্যারিস রউফের বলে এল মাত্র ৭ রান। ১৫১ রানে শেষ হল ভারতের ইনিংস। ভুবনেশ্বর কুমার ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকলেন তিনি। 

09:17 PM (IST) Oct 24

আউট হর্দিক পাণ্ডিয়া

শেষ ওভার করছেন হ্যারিস রউফ। তৃতীয় বলেই তুলে মারতে গিয়ে আউট হলেন হার্দিক। দুটি চার মেরে তিনি করলেন ৮ বলে ১১। ভারত ১৪৮/৭

09:13 PM (IST) Oct 24

আউট কোহলি

১৯তম ওবারে শাহীন আফ্রিদি আক্রমণে ফিরতেই তিনি আউট হয়ে গেলেন। করলেন ৩৯ বলে ৫৭ রান। মারলেন ৫টি চার ও ১টি ছয়। নামলেন হার্দিক। ১৯ ওভার শেষে ভারত ১৪৪/৬

09:01 PM (IST) Oct 24

কোহলির অর্ধশতরান

১৮তম ওভারের প্রথম বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি।

09:00 PM (IST) Oct 24

১৭তম ওভারে দুরন্ত বল করলেন রউফ

১৭তম ওভারে মাত্র ৪ রান দিলেন হ্যারিস রউফ 
১৭ ওভারের পর
ভারতের রান - ১১৪/৪
বিরাট কোহলি - ৪৮
জাদেজা - ৯

08:57 PM (IST) Oct 24

দুটি চার মারলেন কোহলি

১৬তম ওভারে হাসান আলির বলে দুটি চার মারলেন কোহলি। ওভার থেকে এল ১০ রান। 

১৬ ওভারের পর 
ভারতের রান - ১১০/৪
বিরাট কোহলি - ৪৬
জাদেজা - ৭

08:50 PM (IST) Oct 24

১০০-য় ভারত

১৫ ওভারের শেষে ১০০-য় পৌঁছল ভারত। শাদাব খানের ওভার থেকে এল মাত্র ৪ রান। 
১৫ ওভারের পর 
ভারতের রান - ১০০/৪
বিরাট কোহলি - ৩৭
জাদেজা - ৬

08:46 PM (IST) Oct 24

১৪তম ওভার থেকে এল ৯ রান

১৪তম ওভারে হ্যারিস রউফ দিলেন ৯ রান। পঞ্চম বলে কোহলির ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান বাউন্ডারি দিয়ে চার হল। 

১৪ ওভারের পর 
ভারতের রান - ৯৬/৪
বিরাট কোহলি - ৩৫
জাদেজা - ৪
 

08:40 PM (IST) Oct 24

শাবাদ দিলেন ৬ রান

১৩তম ওভার থেকে এল ৬ রান। 
১৩ ওভারের পর 
ভারতের রান - ৮৭/৪
বিরাট কোহলি - ৩০
জাদেজা - ০

08:38 PM (IST) Oct 24

ফের ভুল করলেন পন্থ

ফের ভুল বলে শট খেলতে গিয়ে আউট হলেন পন্থ। শাদাব খনের গুগলি বুঝতে ভুল করলেন তিনি। শাদবই ধরলেন সেই ক্যাচ। ৩০ বলে ৩৯ রান করে গেলেন পন্থ। নতুন ব্যাটার জাদেজা।

08:35 PM (IST) Oct 24

দ্বাদশ ওভারে ঋষভ ঝড়

দ্বাদশ ওভারে হাসান আলির বলে পর পর দুটি ছয় মারলেন ঋষভ পন্থ। ওভার থেকে এল ১২ রান। 
১২ ওভারের পর 
ভারতের রান - ৮১/৩
বিরাট কোহলি - ২৮
ঋষভ পন্থ - ৩৭

08:35 PM (IST) Oct 24

দ্বাদশ ওভারে ঋষভ ঝড়

দ্বাদশ ওভারে হাসান আলির বলে পর পর দুটি ছয় মারলেন ঋষভ পন্থ। ওভার থেকে এল ১২ রান। 
১২ ওভারের পর 
ভারতের রান - ৮১/৩
বিরাট কোহলি - ২৮
ঋষভ পন্থ - ৩৭

08:32 PM (IST) Oct 24

হাত খুলছেন ঋষভ

দ্বাদশ ওভারে হাসান আলির বলে পর পর দুটি ছয় মারলেন ঋষভ পন্থ।
 

08:30 PM (IST) Oct 24

ড্রিঙ্কস ব্রেকের পর আক্রমণে হ্যারিস রউফ

ড্রিঙ্কস ব্রেকের পর বল করতে এলেন হ্যারিস রউফ। তাঁর প্রথম ওভার থেকে এল ৬ রান। 
১১ ওভারের পর 
ভারতের রান - ৬৬/৩
বিরাট কোহলি - ২৮
ঋষভ পন্থ - ২২

08:23 PM (IST) Oct 24

১০ ওভারে ভারত পৌঁছল ৬০ রানে

দশম ওভার হাফিজের বল থেকে এল ৮ রান। আরও একটি চার মারলেন পন্থ। 
১০ ওভারের পর 
ভারতের রান - ৬০/৩
বিরাট কোহলি - ২৬
ঋষভ পন্থ - ১৯

08:21 PM (IST) Oct 24

চার মারলেন পন্থ


নবম ওভারের শেষ বলে চার মারলেন পন্থ। ওভার থেকে এল ৮ রান। 
৯ ওভারের পর
ভারতের রান - ৫২/৩
বিরাট কোহলি - ২৪
ঋষভ পন্থ - ১৩

08:14 PM (IST) Oct 24

হাফিজের ওভার থেকে এল মাত্র ৪ রান

অষ্টম ওভার বল করলেন মহম্মদ হাফিজ। ওভার থেকে এল মাত্র ৪ রান। 

৮ ওভারের পর 
ভারতের রান - ৪৩/৩
বিরাট কোহলি - ২২
ঋষভ পন্থ - ৬

08:12 PM (IST) Oct 24

রিভিউ খোয়ালো পাকিস্তান

অষ্টম ওভারে হাফিজের বলে পন্থের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন উঠল। মাঠের আম্পায়ার আউট না দিলে পাকিস্তান রিভিউ নিল। টিভি আম্পায়ারও নটআউট দিলেন।   

08:12 PM (IST) Oct 24

রিভিউ খোয়ালো পাকিস্তান

অষ্টম ওভারে হাফিজের বলে পন্থের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন উঠল। মাঠের আম্পায়ার আউট না দিলে পাকিস্তান রিভিউ নিল। টিভি আম্পায়ারও নটআউট দিলেন।   

08:08 PM (IST) Oct 24

সপ্তম ওভার থেকে এল ৩ রান

সপ্তম ওভার বল করতে এলেন লেগস্পিনার শাদাব খান। ওভার থেকে এল ৩ রান।

৭ ওভারের পর 
ভারতের রান - ৩৯/৩
বিরাট কোহলি - ২০
ঋষভ পন্থ - ৪
 

08:05 PM (IST) Oct 24

পাওয়ার প্লের শেষে ভারত ৩৬/৩

ষষ্ঠ প্রথম ওভারে বোলিং পরিবর্তন। আক্রমণে এলেন আরেক জোরে বোলার হাসান আলি। সূর্যকুমার আউট হলেও, সামলানোর চেষ্টা করছেন কোহলি। পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলেও মারলেন চার। ওভার থেকে এল ৬ রান।

৬ ওভারের পর 
ভারতের রান - ৩৬/২
বিরাট কোহলি - ২০
ঋষভ পন্থ - ১
 

08:01 PM (IST) Oct 24

আরও এক উইকেটের পতন

পাওয়ার প্লের মধ্যে আরও এক উইকেট পড়ল ভারতের। ৮ বলে ১১ রান করে হালান আলির বলে খোঁচা মেরে উইকেটের পিছনে ধরা পড়লেন তিনি। ভারত ৩১/৩। নতুন ব্যাটার  

07:57 PM (IST) Oct 24

শাহিনকে ছয় মারলেন কোহলি

শাহিনকে ছয় মারলেন কোহলি। পঞ্চম ওভার থেকে এল ৯ রান

৫ ওভারের পর 
ভারতের রান - ৩০/২
বিরাট কোহলি - ১৫
সূর্যকুমার - ১১

07:53 PM (IST) Oct 24

ফের শেষ বলে চার

চতুর্থ ওভার থেকে এল ৭ রান। ইমাদের ওয়াসিমের শেষ বলে চার মারলেন সূর্য

৪ ওভারের পর 
ভারতের রান - ২১/২
বিরাট কোহলি - ৬
সূর্যকুমার - ১১

07:50 PM (IST) Oct 24

শেষ বলে ছয় মারলেন সূর্য

তৃতীয় ওভারের প্রথম বলেই বোল্ড হন রাহুল। তবে শেষ বলে ছয় মারলেন সূর্যকুমার যাদব। ওভার থেকে এল ৮ রান। 

৩ ওভারের পর 
ভারতের রান - ১৪/২
বিরাট কোহলি - ৭
সূর্যকুমার - ৪
 

07:47 PM (IST) Oct 24

পিচ থেকে সুইং আদায় করছেন শাহিন

দুবাইয়ের পিচ থেকে শুরুর দিকে জোরে বোলাররা অতিরিক্ত সুইং পান। তাকেই কাজে লাগাচ্ছেন শাহিন আফ্রিদি। 

07:44 PM (IST) Oct 24

আউট রাহুলও

তৃতীয় ওভারের প্রথম বলেই দুরন্ত ইয়র্কারে কেএ রাহুলকে বোল্ড করে দিলেন শাহিন আফ্রিদি। রাহুল করলেন ৩ রান।

ভারত ৬/২।

নতুন ব্যাটার সূর্যকুমার যাদব। 

07:41 PM (IST) Oct 24

দ্বিতীয় ওভার করলেন ইমাদ ওয়াসিম

দ্বিতীয় ওভার করতে এলেন ইমাদ ওয়াসিম। ওভার থেকে এল ৪ রান।

২ ওভারের পর 
ভারতের রান - ৬/১
কেএল রাহুল - ৩
বিরাট কোহলি - ৩
 

07:37 PM (IST) Oct 24

দুর্দান্ত শুরু আফ্রিদির

দুর্দান্ত প্রথম ওভার করলেন শাহিন আফ্রিদি। ২ রান দিয়ে রোহিত শর্মার উইকেট নিলেন।

১ ওভারের পর 
ভারতের রান - ২/১
কেএল রাহুল - ১
বিরাট কোহলি - ১
 

07:37 PM (IST) Oct 24

দুর্দান্ত শুরু আফ্রিদির

দুর্দান্ত প্রথম ওভার করলেন শাহিন আফ্রিদি। ২ রান দিয়ে রোহিত শর্মার উইকেট নিলেন।

১ ওভারের পর 
ভারতের রান - ২/১
কেএল রাহুল - ১
বিরাট কোহলি - ১
 

07:35 PM (IST) Oct 24

আউট রোহিত শর্মা

ম্যাচের চতুর্থ বলেই বড় ধাক্কা খেল ভারত। শাহিনের বলে শূন্য রানে এলবিডব্লু হলেন রোহিত শর্মা। নতুন ব্যাটার বিরাট কোহলি।

ভারত - ১/১

কেএল রাহুল - ১

বিরাট কোহলি - ০ 

07:33 PM (IST) Oct 24

শুরু হল খেলা

ভারতের হয়ে ব্যাটিং ওপেন করলেন কেএল রাহুল এবং রোহিত শর্মা। পাকিস্তানের হয়ে প্রথম ওভার করতে এলেন শাহীন আফ্রিদি।