T20 WC 2021, IND vs SCO, LIVE - ৮ উইকেটে স্কটল্যান্ডকে হারালো ভারত, রানরেটে টপকে গেল আফগানদের

সংক্ষিপ্ত

টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এ মুখোমুখি ভারত ও স্কটল্যান্ড (India vs Scotland)। ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট (Live Update) পেতে চোখ রাখুন এখানে।
 

09:51 PM (IST) Nov 05

রানরেটে টেক্কা আফগানিস্তানকে

আফগানিস্তানকে রানরেটে টেক্কা দিতে দরকার ছিল ৭.১ ওভারে জয়। ভারত জিতল ৬.৩ ওভারে। পরপর দুটি বিশাল জয়ের ফলে ভারত ৪ পয়েন্টে পৌঁছল। রানরেটেরও অভাবনীয় উন্নতি ঘটালো ভারত।  

09:50 PM (IST) Nov 05

৬ মেরে ভারতকে জেতালেন সূর্যকুমার যাদব

ক্রিস গ্রিভস-এর বলে ৬ মেরে জেতালেন সূর্যকুমার যাদব। ৬.৩ ওভারেই স্কটল্যান্জের দেওযা ৮৬ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে গেল ভারত। ২ বলে ৬ রান করে অপরাজিত থাকলেন সূর্যকুমার। আর বিরাট অপরাজিত থাকলেন ২ বলে ২ করে।  

09:46 PM (IST) Nov 05

আউট রাহুল

অর্ধশতরান করার পরই আউট হলেন কেএল রাহুল। ষষ্ঠ ওভারে মার্ক ওয়াটের বলে এল ১২ রান।

৬ ওভারের পর স্কোর

ভারত ৮২-২

কেএল রাহুল ৫০ (১৯)

বিরাট কোহলি ১ (১)

মার্ক ওয়াট
২-০-২০-১

09:44 PM (IST) Nov 05

১৮ বলে রাহুলের ৫০

অর্ধশতরান করলেন রাহুল, মাত্র ১৮ বলে। মেরেছেন ৬টি চার এবং ৩৪টি ছয়।

09:43 PM (IST) Nov 05

পঞ্চম ওভার থেকে এল ১৭ রান

ব্র্যাডলি হুইল পঞ্চম ওভারে রোহিত শর্মার উইকেট নিলেও রাহুল মারলেন ১টি চার ও ১টি ছয় এবং রোহিত মারলেন আরও ১টি চার। রান এল ১৭। 

৫ ওভার পরে স্কোর
ভারত ৭০-১

রোহিত শর্মা ৩০ (১৬)

কেএল রাহুল ৩৯(১৪)

ব্র্যাডলি হুইল
২-০-৩২-১

09:43 PM (IST) Nov 05

পঞ্চম ওভার থেকে এল ১৭ রান

ব্র্যাডলি হুইল পঞ্চম ওভারে রোহিত শর্মার উইকেট নিলেও রাহুল মারলেন ১টি চার ও ১টি ছয় এবং রোহিত মারলেন আরও ১টি চার। রান এল ১৭। 

৫ ওভার পরে স্কোর
ভারত ৭০-১

রোহিত শর্মা ৩০ (১৬)

কেএল রাহুল ৩৯(১৪)

ব্র্যাডলি হুইল
২-০-৩২-১

09:41 PM (IST) Nov 05

আউট রোহিত

ব্র্যাডলি বুইলের বলে পঞ্চম ওভারের শেষ বলে আউট হলেন রোহিত শর্মা। এলবিডব্লু হওয়ার আগে করলেন ১৬ বলে ৩০ রান। মারলেন ৫টি চার ও ১টি ছয়।  

09:39 PM (IST) Nov 05

রোহিত-রাহুলের ব্যাটে দীপাবলির রোশনাই

হাত খুলছেন রোহিতও। চতুর্থ ওভারে ১টি ছয় ও ২টি চার মারলেন তিনি। ওভার থেকে এল ১৪ রান। 


৪ ওভারের পর স্কোর

ভারত ৫৩-০

রোহিত শর্মা ২৬(১৪)

কেএল রাহুল ২৬(১০)


সাফিয়ান শরীফ
১-০-১৪-০

09:35 PM (IST) Nov 05

ভারতের ৫০, টুর্নামেন্টে দ্রুততম

৩.৫  ওভারেই ৫৪০ রানে পৌঁছে গেল ভারত। এই বিশ্বকাপে দ্রুততম। বাংলাদেশের বিরুদ্ধে অজিরা এই রানটা করেছিল ৪.২ ওভারে। 

09:32 PM (IST) Nov 05

দুর্দান্ত তৃতীয় ওভার

ইভান্স করলেন তৃতীয় ওভার। রাহুল মারলেন একটি ছয় ১টি চার আর রোহিত মারলেন আরও ১টি চার। সব মিলিয়ে ১৬ রান এল ওভার থেকে। 

৩ ওভার পরে স্কোর

ভারত ৩৯-০


রোহিত শর্মা ১২(৮)

কেএল রাহুল ২৬(১০)


আলাসডেয়ার ইভান্স
১-০-১৬-০

09:24 PM (IST) Nov 05

তিনটি চার মারলেন রাহুল

দ্বিতীয় ওবারেই তিনটি চার মারলেন কেএল রাহুল। ব্র্যাডলি হুইলের ওভার থেকে এল ১৫ রান। 

২ ওভার পরে স্কোর
ভারত ২৩-০

কেএল রাহুল ১৫(৭)

রোহিত শর্মা ৭(৫)

ব্র্যাডলি হুইল
১-০-১৫-০

09:22 PM (IST) Nov 05

ওপেন করলেন রোহিত-রাহুল

ভারতের হয়ে ইনিংস ওপেন করলেন কেএল রাহুল এবং রোহিত শর্মা। স্কটিশ বোলিং শুরু করল স্পিনার মার্ক ওয়াটকে দিয়ে। প্রথম ওভারেই চার মারলেন রোহিত। রান এল ৮।

১ ওভার পরে স্কোর

ভারত ৮-০

রোহিত শর্মা ৬(৪)

কেএল রাহুল ২(২)

মার্ক ওয়াট
১-০-৮-০ 

08:59 PM (IST) Nov 05

স্কটল্যান্ড শেষ ৮৫ রানে


১৮তম ওভারে বুমরা আক্রমণে এসে বোল্ড করলেন মার্ক ওয়াটকে। তাঁর ইয়র্কার ভেঙে দিল লেগ স্টাম্প। ওয়াট করলেন ১৩ বলে ১৪। স্কটল্যান্ড অলআউট হল ৮৫ রানে।

08:53 PM (IST) Nov 05

পর পর তিন বলে তিন উইকেট

১৭তম ওভারের প্রথম তিন বলে তিন উইকেট পড়ল। প্রথম বলেই শামির দুরন্ত ইয়র্কারে বোল্ড হলেন ম্যাকলিওড। করলেন ২৮ বলে ১৬। দ্বিতীয় বলে সাফিয়ান শরিফ রান আউট হলেন শূন্য রানে। তার পরের বলেই আবার শামির ইয়র্কারে বোল্ড হলেন ইভান্স। ওভার থেকএ এল মাত্র ২ রান।

08:48 PM (IST) Nov 05

১০ রান দিলেন অশ্বিন

১৬তম ওভারে একটি চার সহ ১০ রান দিলেন অশ্বিন

১৬ ওভারের পর স্কোর

স্কটল্যান্ড ৮০-৬

মার্ক ওয়াট ১৩(১১)

ক্যালাম ম্যাকলিওড ১৫(২৬)

রবিচন্দ্রন অশ্বিন
৪-০-২৮-১

08:46 PM (IST) Nov 05

১৫তম ওভার থেকে এল ৬ রান

জাদেজাকে একটি চার মারলেন ওয়াট। ওভার থেকে এল ৬ রান।

১৫ ওভারের পর স্কোর

স্কটল্যান্ড ৭০-৬


মার্ক ওয়াট ৫(৬)

ক্যালাম ম্যাকলিওড ১৪(২৫)

রবীন্দ্র জাদেজা
৪-০-১৫-৩

08:35 PM (IST) Nov 05

এবার উইকেট নিলেন অশ্বিন

ক্রিস গ্রিভসকে ফিরিয়ে দিলেন আর অশ্বিন। ছয় মারতে গিয়ে বাউন্জারি লাইনে ধরা পড়লেন তিনি। করলেন ৭ বলে ১। ক্যাচ ধরলেন হার্দিক। ওভার থেকে এল ৩ রান। 
১৪ ওভার পরে স্কোর
স্কটল্যান্ড ৬৪-৬
মার্ক ওয়াট ০(১)

ক্যালাম ম্যাকলিওড ১৩(২৪)


রবিচন্দ্রন অশ্বিন
৩-০-১৮-১

08:32 PM (IST) Nov 05

১ রান দিলেন বুমরা


১৩ ওভারের পর স্কোর
স্কটল্যান্ড ৬১-৫

ক্রিস গ্রিভস ১ (৪)

ম্যাকলিওড ১১ (২২)

জসপ্রিত বুমরা
৩-১-৮-১

08:28 PM (IST) Nov 05

ফের আঘাত জাদেজার

১২তম ওভারে ফের ধাক্কা দিলে জাদেজা। জাদেজার স্লাইডার খেলতে না পেরে এলবিডব্লু হলেন লিস্ক। করলেন ১২ বলে ২১। 

নতুন ব্যাটার ক্রিস গ্রিভস

১২ ওভারের পর স্কোর

স্কটল্যান্ড ৬০-৫

ম্যাকলিওড - ১০(১৯)

গ্রিভস - ১(১)

রবীন্দ্র জাদেজা
৩-০-৯-৩

08:24 PM (IST) Nov 05

আরও দুটি চার মারলেন লিস্ক

মহম্মদ শামির বলে এগারোতম ওভারে পরপর দুটি চার মারলেন লিস্ক। ওভার থেকে রান এল ১৩।

১১ ওভারের পর স্কোর

স্কটল্যান্ড ৫৭-৪

ক্যালাম ম্যাকলিওড ৮ (১৫) মাইকেল লিস্ক ২১ (১১)

মহম্মদ শামি
২-১-১৩-১

08:21 PM (IST) Nov 05

বরুণ চক্রবর্তীকে চার মারলেন লিস্ক

দশম ওভারে বরুণ চক্রবর্তীর বলে একটি চার মারলেন লিস্ক, রান এল ৮। 

১০ ওভারের পরে স্কোর
স্কটল্যান্ড ৪৪-৪
ক্যালাম ম্য়াচলিওড ৬(১২)

মাইকেল লিস্ক ১০(৮)

বরুণ চক্রবর্তী
৩-০-১৫-০

08:12 PM (IST) Nov 05

নবম ওভারে ৪ রান

নবম ওভারে জাদেজা দিলেন ৪ রান 

৯ ওভারের পর স্কোর
স্কটল্যান্ড ৩৬-৪
মাইকেল লিস্ক ৩(৮)
ক্যালাম ম্যাকলিওড ৫(১০)

রবীন্দ্র জাদেজা
২-০-৬-২

08:09 PM (IST) Nov 05

অশ্বিন দিলেন ৩ রান

অষ্টম ওভারে আক্রমণে ফিরলেন অশ্বিন। মাত্র ৩ রান দিলেন। 

৮ ওভার পরে স্কোর
স্কটল্যান্ড - ৩২-৪
মাইকেল লিস্ক - ১(২)
ক্যালাম ম্যাকলিওড - ৩(৬)

রবিচন্দ্রন অশ্বিন
২-০-১৫-০

08:06 PM (IST) Nov 05

দুই বল পরই ফের উইকেট

সপ্তম ওভার বল করতে এসে দুটি উইকেট নিলেন জাদেজা। ষষ্ঠ বলে এলবিডব্লু হলেন ম্যাথু ক্রস। ক্রস করলেন ৯ বলে ২। নতুন ব্যাটার লিস্ক।

৭ ওভারের পর স্কোর
স্কটল্যান্ড ২৯-৪


ম্যাথু ক্রস - ২(৯)

ক্যালাম ম্যাকলিওড ১(২)

রবীন্দ্র জাদেজা
১-০-২-২

08:04 PM (IST) Nov 05

এসেই উইকেট জাদেজার

সপ্তম ওভারে বল করতে এসেই তৃতীয় বলে বেরিংটনকে আউট করলেন রবীন্দ্র জাদেজা। ৫ বল খেলে কোনও রান না করেই ফিরলেন বেরিংটন। 

07:59 PM (IST) Nov 05

শামির দুরন্ত ওভার

একটি উইকেট এবং মেডেন ওভার। দারুণ শুরু করলেন মহম্মদ শামি।

 

৬ ওভারের পর স্কোর
স্কটল্যান্ড - ২৭-২
রিচি বেরিংটন - ০(৪)

ম্যাথিউ ক্রস ১(৬)


মহম্মদ শামি
১-১-০-১

07:58 PM (IST) Nov 05

দ্বিতীয় বলেই উইকেট শামির

ষষ্ঠ ওভারে বল করতে এসেই দ্বিতীয় বলে ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা মান্সিকে ফেরালেন শামি। স্লোয়ার বলে হার্দিকের হাতে ক্যাচ দিলেন তিনি। করলেন ১৯ বলে ২৪। নতুন ব্যাটার বেরিংটন 

07:55 PM (IST) Nov 05

দুর্দান্ত ওভার বরুণের

দুর্দান্ত পঞ্চম ওভার বরুণের। এল মাত্র ২ রান। 

৫ ওভার পরে স্কোর
স্কটল্যান্ড ২৭-১
ম্যাথিউ ক্রস - ১(৬)
জর্জ মান্সি - ২৪(১৭)

বরুণ চক্রবর্তী
২-০-৭-০

07:49 PM (IST) Nov 05

পরপর তিনটি চার মারলেন মান্সি

চতুর্থ ওভারে আক্রমণে এলেন অশ্বিন। পরপর তিনটি চার মারলেন মান্সি। 

৪ ওভার পরে স্কোর
স্কটল্যান্ড ২৫-১
জর্জ মান্সি - ২৩(১৪)
ম্যাথিউ ক্রস - ০(৩)

রবিচন্দ্রন অশ্বিন
১-০-১২-০

07:47 PM (IST) Nov 05

উইকেট-সহ মেডেন ওভার, দারুণ বল করলেন বুমরা।

উইকেট-সহ মেডেন ওভার, দারুণ বল করলেন বুমরা।

৩ ওভার পরে স্কোর
স্কটল্যান্ড ১৩-১
ম্যাথু ক্রস - ০(৩)
জর্জ মান্সি - ১১(৮)

জসপ্রিত বুমরা
২-১-৭-১
 

07:45 PM (IST) Nov 05

বোল্ড কোয়েৎজার

 তৃতীয় ওভারেই কোয়েৎদারকে ফিরিয়ে দিলেন বুমরা। করলেন ৭ বলে ১। নতুন ব্যাটার ম্যাথু ক্রস।

07:42 PM (IST) Nov 05

দ্বিতীয় ওভারে বরুণ দিলেন ৫ রান

দ্বিতীয় ওভারে আক্রমণে আসলেন বরুণ চক্রবর্তী। পঞ্চম বলে রিভার্স সুইপ করে চার মারলেন  মান্সি। ওভার থেকে রান এল ৫। 

২ ওভার পরে স্কোর
স্কটল্যান্ড ১৩-০
জর্জ মান্সি - ১১(৮)
কাইল কোয়েৎজার - ১(৪)

বরুণ চক্রবর্তী
১-০-৫-০

07:36 PM (IST) Nov 05

শেষ বলে পেল্লায় ছয়

বুমরার শেষ বলে পেল্লায় ছয় মারলেন মান্সি। প্রথম ওভার থেকে রান এল ৮।

১ ওভার পরে স্কোর

স্কটল্যান্ড ৮-০

জর্জ মান্সি - ৭(৫)
কাইল কোয়েৎজার - ০(১)

জসপ্রিত বুমরা - ১-০-৭-০

07:32 PM (IST) Nov 05

বোলিং শুরু করলেন বুমরা

ভারতের পক্ষে বোলিং শুরু করলেন বুমরা। স্কটিশদের পক্ষে ব্যাটিং ওপেন করলেন মান্সি ও কোয়েৎজার।

07:31 PM (IST) Nov 05

ভারতীয় দলে একটি পরিবর্তন

আগেরদিনের প্রথম একাদশ নিয়েই নামছে স্কটল্যান্ড। অন্যদিকে ভারতীয় দলে হয়েছে একটি পরিবর্তন। কিউই ম্যাচের পর ফের প্রথম একাদশে ফিরে এলেন বরুণ চক্রবর্তী। তাঁর বদলে দলের বাইরে গেলেন শার্দুল ছাকুর। ফলে এদিন ভারত বরুণ, অশ্বিন এবং জাদেজা - তিন স্পিনার নিয়ে খেলছে। স্কটিশদের স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতাই সম্ভবত এর কারণ। দেখে নেওয়া যাক এদিনের দুই দলের প্রথম একাদশ  - 

স্কটল্যান্ড - জর্জ মান্সি, কাইল কোয়েৎজার (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, আলাসডেয়ার ইভান্স, ব্র্যাডলি হুইল।

ভারত - কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরা।
 

07:05 PM (IST) Nov 05

টস জিতল ভারত

অবশেষে জন্মদিনে টসভাগ্য ফিরল কোহলির। টসে জিতে আগে বল নিল ভারত।

06:21 PM (IST) Nov 05

স্কটল্যান্ড দলের খবর

অধিনায়ক কাইল কোয়েটজার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, জশ ডেভি ১০০% সুস্থ নন। তিনি খেলতে না পারলে, স্কটল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম একাদশ অপরিবর্তিত রাখতে পারে।

06:19 PM (IST) Nov 05

ভারতীয় দলের খবর

আফগানিস্তানের বিরুদ্সধে ম্যাচে ব্যাট করার সময় কনুইয়ে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। পরে অবশ্য তিনি দুই ওভার বলও করেন। ফলে তাঁর চোট সম্ভবত গুরুতর নয়। অন্যদিকে কৌশলগত বদল হিসাবে ভারত, আর অশ্বিনের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তীকে খেলানোর কথা ভাবছে। সেই ক্ষেত্রে কোপ পড়তে পারে শার্দুল ঠাকুরের উপর।

06:15 PM (IST) Nov 05

ভারত বনাম স্কটল্যান্ড, টি২০আই রেকর্ড

ভারত এবং স্কটল্যান্ডের মধ্যৈ এর আগে একটিই মাত্র টি২০ ম্যাচ খেলা হয়েছে, যেখানে জয় পেয়েছিল ভারতই।

06:14 PM (IST) Nov 05

দুবাইয়ের আবহাওয়ার পূর্বাভাস

বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই, তাই বৃষ্টির কারণে ম্যাচ ব্যাহত হবে না। দুবাইয়ে এদিন ম্যাচের সময় তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াাসের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বাতাসের আর্দ্রতা থাকবে প্রায় ৫৫ শতাংশ। ম্যাচের সময় প্রায় ১৬ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইতে পারে, যা সুইং বোলারদের সহায়ক হতে পারে।


More Trending News