debamoy ghosh | Published : May 22, 2019 12:29 PM IST / Updated: May 24 2019, 12:32 PM IST

Live Counting- বাংলায় মমতাকে বিরাট ধাক্কা বিজেপি-র, সাড়ে তিনশোর কাছে এনডিএ

সংক্ষিপ্ত

  • বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু ভোটগ্রহণ
  • বাংলার বিয়াল্লিশটি আসনের ফলাফল নিয়েও আগ্রহ তুঙ্গে
     

03:28 PM (IST) May 24

একা মুকুল রায় তৃণমূলকে তছনছ করে দিলেন, বললেন শুভ্রাংশু

মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে বাবা মুকুল রায়ের প্রশংসায় শুভ্রাংশু রায়। সাংবাদিক বৈঠকে বললেন, "অনেকেই বলেছিলেন লক্ষ, লক্ষ মুকুল রায় তৈরি করে নেব। কিন্তু আজ সেই কাঁচরাপড়ার কাঁচা মাথার লোকটাই চাণক্য়ের বুদ্ধি দিয়ে গোটা তৃণমূলকে তছনছ করে দিল।"

03:25 PM (IST) May 24

ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করলেন শুভ্রাংশু রায়

এখনই দল ছাড়ছেন না দাবি করলেও বাবার সঙ্গে আলোচনা করেই ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন মুকুল পুত্র। তাঁর প্রশ্ন, "দল এখনই ছাড়ছি না, কিন্তু দল কি আমায় বিশ্বাস করে?"

02:43 PM (IST) May 24

রাজ বব্বরের পদত্যাগ

উত্তর প্রদেশে কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন রাজ বব্বর। রাজ্যে দলের খারাপ ফলের দায়িত্ব কাঁধে নিয়ে রাহুল গাঁধীকে পদত্য়াগপত্র পাঠিয়েছেন তিনি।

01:16 PM (IST) May 24

শনিবার তৃণমূলের বৈঠক ডাকলেন মমতা

ভোটের ফলাফল বিশ্লেষণে শনিবার কালীঘাটে নিজের বাড়িতে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের জয়ী এবং পরাজিত প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে বৈঠকে।

12:41 PM (IST) May 24

মোদীকে অভিনন্দন ইমরান খানের

বিপুল জয়ের জন্য অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও।

12:40 PM (IST) May 24

মায়ের সঙ্গে দেখা করবেন মোদী

বারাণসী যাওয়ার পাশাপাশি গুজরাতে গিয়ে মায়ের আশীর্বাদও নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

12:37 PM (IST) May 24

আদবাণী-যোশীর কাছে মোদী

দলের দুই প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবাণী এবং মুরলী মনোহর যোশীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে আদবাণীর কাছে যান অমিত শাহও।

12:34 PM (IST) May 24

৩০শে শপথ নরেন্দ্র মোদীর

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে আগামী ৩০ মে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তার আগে রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন তিনি। 
 

06:29 PM (IST) May 23

ব্য়ারাকপুরে ফের এগিয়ে গেলেন অর্জুন

ব্য়ারাকপুর কেন্দ্রে তৃণমূলের দীনেশ ত্রিবেদীর থেকে প্রায় সতেরো হাজার ভোটে এগিয়ে বিজেপি-র অর্জুন সিংহ।

06:17 PM (IST) May 23

বাংলায় তৃণমূল ২২, বিজেপি ১৯

বাংলায় ২২ আসনে এগিয়ে তৃণমূল, ১৯ আসন এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে একটি আসনে।

06:13 PM (IST) May 23

সাড়ে তিনশো পার করল এনডিএ

দেশে সাড়ে তিনশো আসনে এগিয়ে এনডিএ, গত লোকসভা নির্বাচন থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ। ইউপিএ এগিয়ে ৮৬ আসনে।

06:08 PM (IST) May 23

পদত্য়াগের ইচ্ছে রাহুলের

হারের দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চাইলেন রাহুল গাঁধী। ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকে এই ইচ্ছে প্রকাশ করেন রাহুল। যদিও দলের ওয়ার্কিং কমিটিতে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে বলেন সোনিয়া।

06:07 PM (IST) May 23

নরেন্দ্র মোদীকে অভিনন্দন রাহুল গাঁধীর

নির্বাচনে জয়লাভের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। অমেঠিতেও হার স্বীকার করে অভিনন্দন জানালেন রাহুল।

05:22 PM (IST) May 23

১৬ আসনে অনেকটাই নিশ্চিত বিজেপি

আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, বালুরঘাট, রায়গঞ্জ, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, রানাঘাট, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলি, বনগাঁ কেন্দ্রে বিজেপি-র জয় নিশ্চিত।

05:19 PM (IST) May 23

২০ আসনে জয় প্রায় নিশ্চিত তৃণমূলের

বসিরহাট, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, কাঁথি, তমলুক, ঘাটাল, দমদম, বারাসত, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বর্ধমান পূর্ব, বোলপুর, বীরভূম, উলুবেড়িয়া, হাওড়া কেন্দ্রে জয় নিশ্চিত তৃণমূল প্রার্থীদের

05:11 PM (IST) May 23

ব্য়ারাকপুর, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তীব্র লড়াই

ব্য়ারাকপুর কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে প্রায় পাঁচ হাজার ভোটে, বর্ধমান-দুর্গাপুরেও অল্প ব্য়বধানে এগিয়ে তৃণমূল।

05:02 PM (IST) May 23

ব্য়ারাকপুরে এগিয়ে তৃণমূল

ব্য়ারাকপুর কেন্দ্র থেকে ২৩৭০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী।

05:01 PM (IST) May 23

বাংলায় ২৪ আসনে এগিয়ে তৃণমূল, ১৭ বিজেপি

বাংলা থেকে ২৪টি আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা, ১৭ আসনে এগিয়ে বিজেপি।

04:57 PM (IST) May 23

আরামবাগ, বর্ধমান-দুর্গাপুরে এগিয়ে গেল তৃণমূল

বিজেপি প্রার্থীদের পিছনে ফেলে বর্ধমান-দুর্গাপুর এবং আরামবাগ কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থীরা।

04:20 PM (IST) May 23

বর্ধমান পূর্ব কেন্দ্রে জয়ী তৃণমূল

বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে জিতে গেলেন তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল।

04:12 PM (IST) May 23

মালদহ দক্ষিণে এগিয়ে গেল কংগ্রেস

মালদহ দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে পিছনে ফেলে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী।

03:58 PM (IST) May 23

আরামবাগেও এগিয়ে বিজেপি

আরামবাগ কেন্দ্র থেকে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী তপন রায়।

03:51 PM (IST) May 23

হুগলিতে জয়ী বিজেপি, উলুবেড়িয়ায় তৃণমূল

হুগলিতে জয়ী বিজেপি-র লকেট চট্টোপাধ্যায়, উলুবেড়িয়ায় জয়ী তৃণমূলের সাজদা আহমেদ।

03:50 PM (IST) May 23

তৃণমূল ২১, বিজেপি ২০

বাংলায় ২১টি আসনে এগিয়ে তৃণমূল, ২০ আসনে এগিয়ে বিজেপি।

03:42 PM (IST) May 23

বিজেপি সদর দফতরে উৎসবের আবহ

দিল্লিতে বিজেপি-র সদর দফতরে উৎসবের পরিবেশ, চলছে আবির খেলা, মিষ্টিমুখ। সমর্থকদের উল্লাসের মধ্য়েই দফতরে পৌঁছলেন সভাপতি অমিত শাহ।

03:39 PM (IST) May 23

বীরভূম, বোলপুরে এগিয়ে তৃণমূল

বীরভূম কেন্দ্রে শতাব্দী রায় এবং বোলপুর কেন্দ্রে অসিত মাল এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীদের থেকে। 

03:37 PM (IST) May 23

ঘাটালে জয়ী দেব

ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারিয়ে জয়ী তৃণমূলের দেব।

03:36 PM (IST) May 23

অমেঠিতে পিছিয়ে রাহুল গাঁধী

উত্তর প্রদেশের অমেঠি কেন্দ্র থেকে বিজেপি-র স্মৃতি ইরানির থেকে প্রায় ১৫ হাজার ভোটে পিছিয়ে রাহুল গাঁধী। যদিও কেরলের ওয়ানেড থেকে এগিয়ে তিনি।

03:34 PM (IST) May 23

রাষ্ট্রনেতারা অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদীকে

একক সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন চিন, জাপানের প্রধানমন্ত্রী, অভিনন্দন জানালেন ভুটানের রাজাও, আফগানিস্তানের রাষ্ট্রপতি।

03:31 PM (IST) May 23

মমতার অভিনন্দন প্রত্য়াখ্য়ান বাবুলের

জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়, সেই অভিনন্দন প্রত্য়াখ্যান করলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর দাবি, যেভাবে নিষ্ঠুরভাবে মমতা বন্দ্য়োপাধ্যায় ভোট করিয়েছেন তাতে ওনার অভিনন্দন চাই না।

03:23 PM (IST) May 23

সুর বদল অনুব্রতর

অঙ্কে ভুল হয়েছিল বলে স্বীকার করে নিলেন অনুব্রত মণ্ডল। ভোটের আগে তিনি দাবি করেছিলেন বিজেপি ১২০-র বেশি আসন পাবে না, এ দিন ফল বেরনোর পরে অনুব্রতর স্বীকারোক্তি," অঙ্কে ভুল হয়ে গিয়েছিল। আমি তো দেশ, রাজ্য়ের রাজনীতি করি না, গ্রামের ছেলে, তাই বুঝতে পারিনি।"

03:18 PM (IST) May 23

আশি হাজার ভোটে এগিয়ে বাবুল এবং অধীর

আসানসোল এবং বহরমপুর থেকে আশি হাজারেরও বেশি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় এবং অধীর চৌধুরী।

03:17 PM (IST) May 23

বড় ব্য়বধানে হার মদনের

ভাটপাড়ায় ২১,৮০০ ভোটে বিজেপি-র পবন সিংহের কাছে পরাজিত তৃণমূল প্রার্থী মদন মিত্র।

03:14 PM (IST) May 23

অক্ষত অধিকারী গড়

কাঁথি এবং তমলুক দুই কেন্দ্রেই এগিয়ে তৃণমূলের শিশির অধিকারী এবং দিব্য়েন্দু অধিকারী।

03:12 PM (IST) May 23

উত্তরবঙ্গে গেরুয়া ঝড়

দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট, রায়গঞ্জ, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা।

03:11 PM (IST) May 23

বর্ধমান-দুর্গাপুরে এগিয়ে বিজেপি

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি-র এস এস আহলুওয়ালিয়া।

03:10 PM (IST) May 23

ব্য়ারাকপুরে এগিয়ে অর্জুন সিংহ

ব্য়ারাকপুর কেন্দ্রে দীনেশ ত্রিবেদীর থেকে আট হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন অর্জুন সিংহ।

03:08 PM (IST) May 23

বারাণসীতে যাচ্ছেন মোদী

আগামী ২৮ মে নিজের কেন্দ্র বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

03:06 PM (IST) May 23

২ লক্ষাধিক ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাাধ্যায়

২২৬,০০০-এর-ও বেশি ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

03:06 PM (IST) May 23

দেশবাসীকে প্রণাম অমিত শাহের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভরসা রেখেছে, টুইট করে জানালেন অমিত শাহ।