অঙ্কুশ হাজরা মানেই হাসি-হইচই-হুল্লোড়বাজি এবং জমাটি আড্ডা, তাঁর নতুন ছবি ও গো বিদেশিনী-কে নিয়ে এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হলেন অঙ্কুশ
ও গো বিদেশিনীর ছবির কাহিনি লন্ডনের বুকে। এক বাঙালি যুবকের সঙ্গে এক বিদেশিনীর প্রেম নিয়ে। যারা আবার লিভ-ইন সম্পর্কে ছিল। এই সম্পর্কের সহবস্থানে একদিন আচমকাই এসে হাজির হয়ে যায় বাঙালি ছেলেটি-র মা। এরপর ঘটতে থাকে মজার সব ঘটনা। আস্তে আস্তে ছেলের সঙ্গে বিদেশিনী মেয়ের প্রেমের কথা জানতে পারেন তিনি। ছেলের সামনে নিজেকে হাসিখুশি থাকলেও, এই সম্পর্কে যে তাঁর মত নেই তা ছেলের বাবা-কে স্পষ্ট জানিয়ে দেন। কাহিনির অগ্রগতির সঙ্গে সঙ্গে চড়তে থাকে উত্তেজনার পারদ। কাহিনির উত্তেজনা এক চরম মুহূর্তে পৌঁছয় যখন মা লন্ডনের বাড়িতে এক বাঙালি পরিবারকে আমন্ত্রণ জানান এবং ঘোষণা করেন এই পরিবারের বিশুদ্ধ বাঙালি কন্যার সঙ্গেই বিয়ে দেবেন ছেলের। কাহিনি-র গতিপথ কোনদিকে এগোয় তা জানতে চোখ রাখতে হবে ও গো বিদেশিনী-তে। ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবিটি। ছবির বেশিরভাগ শ্যুটিং-ই হয়েছে লন্ডনে। নায়কের ভূমিকায় অঙ্কুশ হাজরা এবং নায়িকা অ্যালেকজান্দ্রিয়া। এছাড়াও রয়েছেন মানসী এবং শান্তিলাল। ইতিমধ্যেই ছবির গান সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ছবির শ্যুটিং থেকে অভিনয় এবং কাহিনি নিয়ে এশিয়ানেট নিউজ বাংলার প্রতিনিধি উপালি মুখোপাধ্যায়ের সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় মুখোমুখি হলেন অঙ্কুশ হাজরা।