অঞ্জন দত্ত ফের ওটিটি-র পর্দায়। এবার পরিচালক ও অভিনেতা- দুটো রূপেই অবতীর্ণ তিনি। পাহাড়ের এক প্রেক্ষাপটে তিনি তুলে ধরেছেন সম্পর্কের টানাপোড়নে এক বন্ধুত্বের গল্পকে।
সমুদ্র আমার ভালো লাগে না। বড্ড একঘেয়ে। এর চেয়ে পাহাড় ভালো। আর তাই সেভন-এর গল্পকে ডানা মেলাতে বেছে নিয়েছি পাহাড়ের কোল। একান্ত সাক্ষাৎকারের শুরুতেই এভাবেই প্রথম তাঁর পরিচালিত ওয়েব সিরিজ-এর প্রেক্ষাপটকে যথার্থ করে তুললেন অঞ্জন দত্ত। ১৭ মার্চ জি৫-এর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সেভেন। তার আগে একান্ত সাক্ষাৎকারে অঞ্জন দত্ত মুখোমুখি হয়েছিলেন এশিয়ানেট নিউজ বাংলার। সেখানেই তিনি স্পষ্ট করেন কেন কাহিনি বিস্তারে কেন বেছে নিয়েছেন পাহাড়ের কোলকে। পাহাড়কে প্রেক্ষাপট করার কথা হলে অনেকেই আবার পুরুলিয়ার কথাও বলতে পারতেন। কিন্তু, এই গল্পের কাহিনি ডানা মেলেছে কয়েক জন বন্ধুত্বের সম্পর্ককে ঘিরে। যারা এক দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে কার্যত সেভাবে মানুষের বসবাসই নেই, এমন এক অঞ্চলে প্রত্যেকে প্রত্যেকের আসল স্বরূপের সন্ধান পায়। একনিঃশ্বাসে এতগুলো কথা বলে থামলেন অঞ্জন। বাকি কাহিনি শুনতে অবশ্যই চোখ রাখতে হবে এশিয়ানেট নিউজ বাংলায়।