এ যেন দশভূজা। একদিকে গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী। আবার অন্যদিকে সোশ্যাল আন্তেঃপ্রণে। আর সেখান থেকেই তৈরি করে ফেলেছেন এক আস্ত ওটিটি প্ল্যাটফর্ম। যে কাহিনি অনুপ্রেরণা দেবে।
সবসময়ে কর্মোদ্যোগী তিনি। পেশায় ওকালতি। কিন্তু, উঠতি প্রতিভাবান ছেলে-মেয়েদের জন্য সব সময়-ই কিছু একটা করতে চাইতে তিনি। আর সেখান থেকেই যাত্রা শুরু করে ডক্টর জুনমোনি দেবী খাউণ্ডের নিরি ৯ ওটিটি প্ল্যাটফর্ম। যেখান বাংলা-অসমিয়া থেকে শুরু করে সবধরনের আঞ্চলিক ভাষার ফিল্ম আপলোড করা হচ্ছে। এমনকী ছোট ছোট অঞ্চলভিত্তিক যে ভাষাগোষ্ঠী রয়েছে তাদের জন্যও সিনেমা তৈরির জায়গা তৈরি করে দিচ্ছে নিরি ৯। এই মুহূর্তে নিরি ৯-এর মতো এতো মাল্টি লিঙ্গুয়াল আঞ্চলিক ভাষার ওটিটি প্ল্যাটফর্ম ভারতে নেই বলেই দাবি জুনমোনির। আর এই প্ল্যাটফর্মে-র হাত ধরেই তিনি আয়োজন করে ফেলেছেন এক আস্ত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এর। এই বছর দ্বিতীয় বর্ষে পড়েছে নিরি ৯ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে ২৯৬টি ছবি এন্ট্রি পাঠিয়েছিল। এরমধ্যে চূড়ান্ত লেগের জন্য ৩৩টি ছবিকে বেছে নেওয়া হয়েছে। এই বিশাল যাত্রা কীভাবে সম্ভব হল তারই গল্প শুনিয়েছেন জুনমোনি।