কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন। নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল অভিনেতা বনি সেনগুপ্তের। ইডির তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অভিনেতা। ‘জিরাটে আমি একটি শো করতে গিয়েছিলাম। তখনই আলাপ হয় কুন্তল ঘোষের সঙ্গে।’
কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন। নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল অভিনেতা বনি সেনগুপ্তের। ইডির তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অভিনেতা। 'জিরাটে আমি একটি শো করতে গিয়েছিলাম। তখনই আলাপ হয় কুন্তল ঘোষের সঙ্গে। উনি প্রথমে সিনেমা ও মিউজিক ভিডিও করা নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু ওঁর সঙ্গে আমার কোনও সিনেমার চুক্তি হয়নি। পরিচিতি সূত্রেই কুন্তলের হয়ে অনেক স্টেজ শো করেছিলাম আমি। ওঁর সঙ্গে পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল। জন্মদিনের অনুষ্ঠানেও ওঁর বাড়ি গিয়েছিলাম। ২০১৭ সালে আমি একটি বিলাসবহুল গাড়ি কিনেছিলাম। সেসময়ে কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলেন কুন্তল। প্রায় ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন। ওই একটাই ব্যাঙ্ক ট্র্যানজাকশন রয়েছে ওঁর সঙ্গে আমার। সেই কারণেই আজকের তলব। ২০ থেকে ২৫টা ইভেন্ট করেছি কুন্তল ঘোষের হয়ে। সেটার পারিশ্রমিক হিসেবেই গাড়ির কিছুটা টাকা নিয়েছিলাম। তার সমস্ত তথ্য, কাগজ আমার কাছে রয়েছে। আমি ইডিকে সমস্ত কিছুই দিয়েছি।'