একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি নিকিতা গান্ধী। চেন্নাই-এ পড়তে গিয়ে এ আর রহমানের গানের স্কুলে ভর্তি হওয়া। আজ বলিউডে সাফল্যের জন্য রহমানকে কৃতিত্ব দেন নিকিতা। পেশাদার সঙ্গীতশিল্পী হিসাবে ১০ বছর পূর্ণ করতে চলেছেন ।
একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি নিকিতা গান্ধী। চেন্নাই-এ পড়তে গিয়ে এ আর রহমানের গানের স্কুলে ভর্তি হওয়া। আজ বলিউডে সাফল্যের জন্য রহমানকে কৃতিত্ব দেন নিকিতা। পেশাদার সঙ্গীতশিল্পী হিসাবে ১০ বছর পূর্ণ করতে চলেছেন । ২০১৩ সালে দক্ষিণী ছবিতে গান গেয়ে কেরিয়ার শুরু নিকিতার। ২০১৬ সালে বাংলা চলচ্চিত্রে প্রথম গান গেয়েছিলেন নিকিতা। বলিউডেও কেরিয়ারের বয়স ৬ বছর অতিক্রান্ত করেছেন তিনি। এর মধ্যে একাধিক হিট গান ঝুলিতে রয়েছে নিকিতার । সামনে নিকিতার হাতে রয়েছে একাধিক বাংলা প্রজেক্ট । ২০২২-এর বর্ষ শেষে মুক্তি পেয়েছে ক্যায়া বাত। ২০২৩-এও আসতে চলেছে আরও কিছু গান । হট সং-এর বাইরে মেলোডি সং-ও গান গাইতে ভালোবাসেন । নতুন বছরের রেজলিউশন-ও সাক্ষাৎকারে বলেছেন নিকিতা। নতুন বছরের রেজলিউশনে আরও জনপ্রিয় গান গাওয়ার অঙ্গিকার।