প্রকাশ্যে তৃণা ও শন অভিনীত 'পিলকুঞ্জ'-র ফার্স্ট লুক। বাস্তব ঘটনা নিয়েই তৈরি এই ওয়েব সিরিজ। ছবিটি পরিচালনা করছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। ব্যাঘ্র সংরক্ষণ এলাকার সংলগ্ন ছোট্ট গ্রামের ঘটনা
প্রকাশ্যে তৃণা ও শন অভিনীত 'পিলকুঞ্জ'-র ফার্স্ট লুক। বাস্তব ঘটনা নিয়েই তৈরি এই ওয়েব সিরিজ। ছবিটি পরিচালনা করছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। ব্যাঘ্র সংরক্ষণ এলাকার সংলগ্ন ছোট্ট গ্রামের ঘটনা। ছবিতে ঘন জঙ্গল, নদী, গভীর অরণ্য পথ দেখানো হয়েছে। রয়েছে একাধিক অ্যাকশন সিক্যোয়েন্স। সঙ্গে অবশ্যই আছে সম্পর্কের টানাপোড়েন। একেবারে অন্যরকম কাহিনি নিয়ে আসছে, পিলকুঞ্জ। ওটিটি-তে মুক্তি পাবে পিলকুঞ্জ।