রাজ-শুভশ্রীর থেকেও ব্যস্ত ইউভান | চক্রবর্তী দম্পতি তাঁদের এক মাত্র ছেলেকে নিজের মতো করে বেড়ে উঠতে দিচ্ছেন
সেপ্টেম্বরে দু’বছরে পা। ব্যস্ততায় বাবা রাজ চক্রবর্তী, মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে দিয়েছে সে! ইউভানের রোজনামচা জানলে থ’ হয়ে যাবেন। সকালে ইউভান বল পায়ে মাঠে। শরীরটাকেও তো ঠিক রাখতে হবে? বিকেলে কী করে সে? শুভশ্রীর সামাজিক পাতা বলছে, তারকা সন্তান তখন পুরোপুরি ‘শিল্পী’! রং-তুলিতে মগ্ন।