হাতে লেবুর খোসা দেওয়া নরম পানীয়ের গ্লাস, হলুদ বিকিনি পরে সমুদ্র সৈকতে চরম উষ্ণতা ছড়ালেন টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। তৃণমূল সাংসদের এমন পোশাক দেখে নেটিজেনরা ট্রোলের বন্যা বইয়ে দেয়।
হাতে লেবুর খোসা দেওয়া নরম পানীয়ের গ্লাস, হলুদ বিকিনি পরে সমুদ্র সৈকতে চরম উষ্ণতা ছড়ালেন টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। বুকের বাঁ দিকে দিকে বিশেষভাবে নজর কাড়ল 'ভিক্ট্রি' লেখা ইংরেজি ট্যাটু। ন্যুড লিপস্টিক আর হালকা মেরুন সানগ্লাসের ওপর ছড়িয়ে পড়ল মিষ্টি রোদ্দুর। তৃণমূল সাংসদের এমন পোশাক দেখে নেটিজেনরা ট্রোলের বন্যা বইয়ে দেয়।