জন্মদিনে মায়ের হাতের পায়েস আজও মিস করেন স্বস্তিকা । একাধিক পদ রেঁধে, প্রদীপ জ্বালিয়ে, শাঁখ বাজিয়ে তার জন্মদিন উদযাপন করতেন মা. কেক কাটার একটি ভিডিও শেয়ার করে জন্মদিনে আবেগে ভাসলেন স্বস্তিকা ।
কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু এত শুভেচ্ছা, উপহারের মধ্যেও কিসের আক্ষেপ অভিনেত্রীর? জন্মদিনে মায়ের হাতের পায়েস আজও মিস করেন স্বস্তিকা। মা চলে গেছেন আট বছর আগে, তারপর থেকে জন্মদিনে আর পায়েস খাওয়া হয়নি স্বস্তিকার। একাধিক পদ রেঁধে, প্রদীপ জ্বালিয়ে, শাঁখ বাজিয়ে তার জন্মদিন উদযাপন করতেন মা। কেক কাটার একটি ভিডিও শেয়ার করে জন্মদিনে আবেগে ভাসলেন স্বস্তিকা