দ্বিগুণ মজা নিয়ে আসছে 'আবার বিবাহ অভিযান'। ট্রেলারে মিলল তারই ঝলক। ২৫ মে মুক্তি পাবে ছবিটি
প্রকাশ্যে সৌমিক হালদার পরিচালিত ‘আবার বিবাহ অভিযান’ ছবির ট্রেলার, ছবি নিয়ে দর্শকমহলে আগ্রহ ছিল তুঙ্গে | ট্রেলার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাসির মোড়কে তৈরি হয়েছে ছবিটি | গণশার বাবা তাঁর জন্য নাকি ১০০ কোটি টাকা রেখে গিয়েছে | সেই লোভেই তাঁর সঙ্গে থাইল্যান্ড পারি দেয় রজত ও অনুপম, তারপরই বিপদে পড়েছেন রজত, গণশা ও অনুপম অর্থাৎ রুদ্র, অঙ্কুশ ও অনির্বান। এরপরই দেখা গেল সোহিনী, নুসরত ও প্রিয়াঙ্কাকে | কয়েক সেকেন্ডের ট্রেলার বলছে ছবিরে পরতে পরতে রয়েছে হাসির ও মজা | বউয়ের চোখের আড়ালে থাইল্যান্ডে গিয়ে তিন বন্ধু কী কর্মকান্ড ঘটাবে তা নিয়ে ছবি | এখন দেখার এই ছবি দর্শক মনে কতটা জায়গা পায় | ২৫ মে মুক্তি পাবে ছবিটি। ছবির চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল। গানে সুর দিয়েছেন জিৎ গাঙ্গুলি। এবার ছবিতে থাকছেন সৌরভ দাস। যাকে ভিন্ন লুকে দেখা যাবে।