সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বিশ্বনাথ । ভিডিওতে দেখা যায় অভিনেতার কিছুই ভাল্লাগেনা, যদিও এর উত্তর এখনও জানা নেই।
টলি ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ বিশ্বনাথ বসু শিরোনামে থাকতে ভালই পছন্দ করেন। হামেশাই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু মজার জিনিস শেয়ার করে চলেছেন ভক্তদের বিনোদনের রসদ জোগাতে। তেমনই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বিশ্বনাথ। আজকাল নাকি তার কিছুই ভাল্লাগেনা। সপ্তাহের কোনওদিনই তার ভাল্লাগেনা, তবে কেন ভাল্লাগেনা তা খোলসা করেননি অভিনেতা। আসলে মজার ছলেই এই ভিডিও বানিয়েছেন অভিনেতা। বিশ্বনাথের এই ভিডিওতে এখন কমেন্টের বন্যা। কেউ বলছেন আমারও ভাল্লাগেনা তোমাকে খুব ভাল লাগে দাদা, আবার কেউ বলছেন, কী ভাল লাগে তোমার, যদিও এর উত্তর এখনও জানা নেই। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।