রামায়ণের মত মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি ছবিতে যৌনতার আশ্রয় নেওয়ার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী তন্ময় বসু।
রামায়ণের আধারে তৈরি হয়েছে বিশাল বাজেটের সিনেমা 'আদিপুরুষ'। তবে মুক্তির পর থেকেই পিছু ছাড়ছে না বিতর্ক। কখনও সিনেমার সংলাপ নিয়ে সমালোচনা, আবার কখনও ভিএফএক্স নিয়ে নিন্দা। এছাড়া সিনেমায় রাবণের লুক, সোনার লঙ্কার ছবি ইত্যাদি নানা অভিযোগ উঠেছে। রামায়ণকে বিকৃত করার অভিযোগে একের পর এক মামলাও দায়ের হয়েছে আদালতে। জমা পড়েছে পিটিশনও। তবে এবার আরও 'ভয়ংকর' অভিযোগ উঠল 'আদিপুরুষ'-এর নির্মাতার বিরুদ্ধে। রামায়ণের মত মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি ছবিতে যৌনতার আশ্রয় নেওয়ার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী তন্ময় বসু। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে মামলা।
এছাড়াও সিনেমায় সীতার লুক নিয়েও আপত্তি তুলেছেন তিনি। এই প্রসঙ্গে আইনজীবী তন্ময় বসু বলেছেন,'আমরা সীতাকে মাতৃজ্ঞানে পুজা করি। তাঁকে এমন পোশাক পরানো হয়েছে, যা দেখে লজ্জা লাগে।' পাশাপাশি তিনি আরও বলেছেন,'সিনেমার সবকটি মহিলা চরিত্র অর্থাৎ সীতা, মন্দদরি এবং সূর্পনখা সবাইকেই যে পোশাক পরানো হয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রামায়ণকে সেক্সুয়ালাইজ করার চেষ্টা করা হয়েছে।' এছাড়া ছবির একাধিক দৃশ্য নিয়েও অভিযোগ জানিয়েছেন তিনি। আইনজীবীর কথায়,'প্রথম দিকে ছবির সংলাপ নিয়ে বিতর্ক হলে, কোনও মতে জোরাতাপ্তি দিয়ে সেই সংলাপ বদল করা হয়। কিন্তু সিনেমার দৃশ্য নিয়েও আমার অভিযোগ আছে। আদিপুরুষের একাধিক দৃশ্যে যৌনতার আশ্রয় নেওয়া হয়েছে। এই দৃশ্য কীভাবে বদলানো হবে? তাহলে তো পুরো সিনেমাই পালটে ফেলতে হবে। এই ছবির মাধ্যমে হিন্দুদের ভাবাবেগে আঘাত হানা হয়েছে।'
প্রসঙ্গত, মুক্তির পরই নানা ইস্যুতে ঘেরা ছবি আদিপুরুষ। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন ছবির অনেক দৃশ্যে হাততালি কুড়োনোর মত সংলাপ আছে, আবার অনেক জায়গায় কাল্পনিক দৃশ্য তৈরি করা হয়েছে। এই সিনেমার ভিএফএক্স এফেক্ট অবশ্যই মানুষের কাছে প্রশংসার যোগ্য। আদিপুরুষ রিলিজের প্রথম দিনে, এশিয়ানেট নিউজের পক্ষ থেকে উজ্জয়নের পণ্ডিতদের এই ছবি সম্পর্কে মতামত নেয়। এই প্রথম কোনো সিনেমাকে ধর্মের পণ্ডিতদের দ্বারা পর্যালোচনা করা হয়েছে একটি নিউজ ওয়েবসাইটের পক্ষ থেকে। তাঁর মুখে অবশ্য অন্য কথাই শোনা গিয়েছে। উজ্জয়িনীর পীতাম্বর জ্যোতিষ কেন্দ্রের জ্যোতিষী পন্ডিত নলিন শর্মা বলছেন অনেক দৃশ্য কাল্পনিক, কিন্তু ছবিটি আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখে। আপনি যদি ভগবান রামের চরিত্রের সাথে ভালভাবে পরিচিত হন তবে আপনাকে অবশ্যই এই সিনেমাটি দেখতে হবে। চলচ্চিত্রটি পুরানো প্লটের সাথে নতুন ধারণার সংমিশ্রণ। মিউজিকটি খুব সুরেলা, যা আপনাকে শেষ পর্যন্ত মুগ্ধ করবে। ছবিতে অবশ্যই কিছু ভুল আছে, বিশেষ করে সংলাপে, ফার্সি/উর্দু শব্দের সমন্বয়ও আছে, যেগুলো খুব দ্রুত ধরা পড়ে, পরিচালকের সেটা এড়ানো উচিত ছিল। রাবণ ও লঙ্কা দেখতে অনেকটা কাল্পনিক চরিত্রের মতো। রাবণ ও বিভীষণ একসঙ্গে বসে মদ পান করার দৃশ্য মনে অনেক প্রশ্ন জাগায়। তবে সামগ্রিকভাবে ফিল্মটি অবশ্যই দেখতে হবে এবং বিশেষ করে বাচ্চাদের দেখাতে হবে।