ভারতের ৭৬তম গণতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। এই উপলক্ষে স্কুল-কলেজ ছাড়াও পাড়ায় দেশাত্মবোধক গানের ধুম পড়ে যায়। নতুন প্রজন্মের কাছে এই গানগুলির খোঁজ অনেক থাকে। তাই আমরা এখানে কিছু গান এবং ভিডিও শেয়ার করছি, যেগুলি আপনি ব্যবহার করতে পারেন, অথবা এই গানে পারফর্মও করতে পারেন।
যব জিরো দিয়া মেরে ভারত নে..
ভারত নে মেরে ভারত নে
দুনিয়া কো তব গিনতি আয়ি
তারো কি ভাষা ভারত নে
দুনিয়া কো পহলে শিখলায়ি
দেতা না দশমলব ভারত তো
ইউঁ চাঁদ পে জানা মুশকিল থা
ধরতি অউর চাঁদ কি দূরি কা
আন্দাজা লগানা মুশকিল থা
সভ্যতা জাহাঁ পহলে আয়ি
সভ্যতা জাহাঁ পহলে আয়ি
পহলে জনমি হে জাহাঁ পে কলা
আপনা ভারত ও ভারত হে
জিসকে পিছে সংসার চলা
সংসার চলা অউর আগে বড়া
ইউঁ আগে বঢ়া বড়তা হি গয়া
ভগবান করে ইয়ে অউর বড়ে
বঢ়তা হি রহে অউর ফুলে-ফলে
বঢ়তা হি রহে অউর ফুলে-ফলে
চুপ কেউ হো গায়ে অউর সুনাও
হম্ম.. হো হো হো…
গান: মেরে দেশ কি ধরতি
অ্যালবাম: উপকার
শিল্পী: মহেন্দ্র কাপুর
সঙ্গীত পরিচালক: কল্যাণজি-আনন্দজি
গীতিকার: গুলশন বাওরা
গান: মেরা রঙ দে বাসন্তী চোলা
অ্যালবাম: শহীদ
শিল্পী:: মুকেশ, রাজেন্দ্র মেহতা, মহেন্দ্র কাপুর
সঙ্গীত পরিচালক: প্রেম ধাওয়ান
গীতিকার: প্রেম ধাওয়ান
গানের বল ভিডিওতে দেখা যাবে…..
দেশাত্মবোধক গীত: মেরা রঙ দে বাসন্তী চোলা
গায়ক: উদিত নারায়ণ | ভূপিন্দর সিং
সঙ্গীত পরিচালক: আনন্দ রাজ আনন্দ
গীতিকার: দেব কোহলি
মেরা রঙ দে বাসন্তী চোলা গানের বল ভিডিওতে দেখা যাবে।
গান : ইয়ে দেশ হে বীর
চলচ্চিত্রের নাম : নয়া দৌর
সঙ্গীত : ও. পি. নাইয়ার
গীতিকার : সাহির লুধিয়ানভি
গায়ক :মো রফি, বলবীর