Fact Check, কৃষকদের সমর্থন জানিয়ে পাকিস্তানের পতাকা হাতে রিহানা

  • পপ গায়িকা রিহানার হাতে পাকিস্তানের পতাকা
  • কৃষক আন্দোলনে নিজের সম্রথন জানাবার পরই এই ছবি ভাইরাল
  • সোশ্যাল মিডিয়ায় নানা কুমন্তব্য
  • আসল ঘটনাটি কী, জেনে নিন

দিল্লির উপকণ্ঠে আন্দোলন চালিয়ে যাওয়া কৃষকদের প্রতি সমর্থন জানিয়েছিলেন মার্কিন পপস্টার রিহানা। যার জেরে তিনি বর্তমানে একাধিক সাইবারবাসীর ক্ষোভের মুখে পড়েছেন তিনি। টুকড়ে টুকড়ে গ্যাং নাকি তাঁকে কিনে নিয়েছে, কিংবা কৃষকদের সমর্থনে টুইট করার জন্য রিহানা নগদ টাকা পেয়েছেন। এই ধরণের কুমন্তব্যের পাশাপাশি সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ছবি। 

দাবিঃ 

Latest Videos

পাকিস্তানের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রিহানা। স্টেডিয়ামের মাঝে দাঁড়িয়ে রিহানা। চোখে রোদচশমা পরণে জিনস, টিশার্ট। উত্তরপ্রদেশের বিজেপি মুখপাত্র শলভ মানি ত্রিপাঠি একটি টুইট রিটুইট করেছেন যেখানে রিহানার ছবিটি ভাইরাল হয়েছে। রিহানাকে পাকিস্তানি বলে দাবি করে বসেছে একাধিক নেটিজেনরা। উত্তরপ্রদেশের বিজেপির যুবা মোর্চা কর্মী অভিষেক ছবিটি শেয়ার করেন। 

 

 

ফ্যাক্ট চেকঃ

বিভিন্ন ধরণের ক্যাপশনও ছড়িয়ে গিয়েছে চারিদিকে। 'চমচাদের নয়া রাজমাতা', 'চমচাদের নয়া রাজমাতা রিহানা। এবার আপনি বাকিটা বুঝে নিন।' শঙ্খনাদ নামক এই পেজটি থেকে প্রায়সই ফেক নিউজ অর্থাৎ ভুয়ো খবর ছড়ানো হয়। টুইটার ফেসবুকে ঝড়ে গতিতে ছড়িয়ে যাওয়া এই ছবির আসল সত্য অন্য। একাধিক নেটিজেনের দাবি রিহানার ছবি মর্ফ করা হয়েছে। 

 

 

সত্য ঘটনাঃ

২০১৯ সালে ১ জুলাই পোস্ট আইসিসি-র টুইটার পেজ থেকেই এই ছবিটি শেয়ার করা হয়। যেখানে ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার ম্যাচে স্টেডিয়ামে দাঁড়িয়ে রিহানা। নিজের নতুন সিঙ্গেল শাট আপ অ্যান্ড কভার ড্রাইভ-এর প্রচারও করেছিলেন। দুরহামে তোলা হয়েছিল এই ছবি। অন্যাম্য বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন রিহানা। পাকিস্তানের পতাকা হাতে রিহানা মোটেই ছিলেন না। রিহানা নিজেও এই ম্যাচের সময় ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ পরে ছবি পোস্ট করেছিলেন। পাকিস্তানের পাতাকা হাতে ছবিটি সম্পূর্ণ ফেক।   

 

 

Share this article
click me!

Latest Videos

ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today