শনিবার ২ এপ্রিল পালিত হবে গুড়ি পাদওয়া। ১ এপ্রিল দুপুর ২টো ৫৭ মিনিট থেকে শুরু হবে শুভ সময়। ২ এপ্রিল বিকেল ৫টা ২৬ মিনিট পর্যন্ত থাকবে শুভ সময়। গুড়ি পারওয়া, কোঙ্কনি ভাষায় গুড়ি পদোভা এবং সানভসার পদো নামেও পরিচিত। গুড়ি পাদওয়া উৎসব মূলত কোঙ্কনি এবং মারাঠি হিন্দুদের নববর্ষ হিসেবে খ্যাত। এই দিন নতুন বছরকে স্বাগত জানানো হয়। গুড়ি পাদওয়া উৎসবকে ঘিরে রয়েছে একাধিক কাহিনি। কারও মতে এদিন ভগবান রাম সীতা ও লক্ষ্মণের সঙ্গে অযোধ্যায় ফিরেছিল। কারও মনে এই দিন ন্যায় ও সত্যের যুগ শুরু হয়। আজ জেনে নিন গুড়ি পাদওয়া সম্পর্কে ১০টি অজানা কথা।