রাত পোহালেই রথযাত্রা। পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে সাড়ম্বরে পালিত হয় এই উৎসব। প্রতিবছর আষাঢ় মানে আয়োজিত হয় রথযাত্রা। এবছর ১ জুলাই (১০ আষাঢ়) শুক্রবার পড়েছে রথ। ৩০ জুন ঘ ৯/৭/৪ এ শুরু হচ্ছে শুভ সময় আর শেষ হচ্ছে ১ জুলাই ঘ ১১/১/৫৬ মিনিটে। উল্টো রথ পড়েছে ৯ জুলাই (১৮ আষাঢ়) শনিবার। ওড়িশার প্রচীন পুঁথি ব্রক্ষ্মাণ্ডপুরাণ অনুসারে সত্যযুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা। রাজা ইন্দ্রদ্যুন্মের সময় শুরু হয় মহাপ্রভুর আরাধনা। পুরীর জগন্নাথের মন্দির ঘিরে রয়েছে এমনই নানান কাহিনি। সে যাই হোক, এবছর রথের দিন সকল নিকট ব্যক্তিকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। জেনে নিন কেমন বার্তা পাঠাবেন।