মৃত্যু বলতে জীবনের সমাপ্তি বুঝায়। জীববিজ্ঞানের ভাষায় প্রাণ আছে এমন কোন জৈব পদার্থের বা জীবের জীবনের সমাপ্তিকে মৃত্যু বলে। অন্য কথায়, যখন প্রানীর সকল শারিরীক কর্মকাণ্ড যেমন শ্বসন, খাদ্য গ্রহণ, পরিচলন, ইত্যাদি থেমে যায় তখন তাকে মৃত বলা হয়। আমাদের জীবনের চূড়ান্ততম সত্যি হল মৃত্যু। জীবনে আর কিছু ঘটুক বা না ঘটুক, জন্ম যখন হয়েছে তখন মৃত্যু অবশ্যম্ভাবী। কথায় আছে জন্ম, মৃত্য়ু এগুলি নির্ধারিত থাকে। আর এর মধ্যে মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক হবে তা অনুমান করা সম্ভব। রাশিচক্রের উপর নজর রেখে মত্যু সম্বন্ধে কিছুটা ধারণা করা সম্ভব। জেনে নেওয়া যাক এই বিষয়ে জ্যোতিষশাস্ত্রের ধারণা-