হিন্দু শাস্ত্রে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি খুবই গুরুত্বপূর্ণ। এদিন পালিত হয় মহাশিবরাত্রি (Maha Shivratri)। হিন্দু পুরাণ অনুসারে, মহা শিবরাত্রির দিনটি ভগবান শিবের পুজোর জন্য অন্যতম সেরা দিন হিসেবে বিবেচিত। কথিত আছে, এই দিটি মাতা পার্বতী (Devi Parvati) ও ভগবান শিবের (Lord Shiv) বিয়ে হয়েছিল। এই পবিত্র দিনে দেবতার আশীর্বাদ পেতে, ভক্তরা উপবাস করে শিবের পুজো করে থাকেন। শিবরাত্রিরের (Shivratri) পুজোর গুরুত্বপূর্ণ অংশ হল রুদ্রাভিষেক। প্রবাদ অনুসারে, শিবকে সন্তুষ্ট করার একটি পবিত্র আচার রুদ্র নামে পরিচিত। মহাশিবরাত্রিরে রুদ্রাভিষেক করার সময় কয়টি জিনিস মাথায় রাখুন-