ছবিটি নয়াদিল্লির। সেখানেও শেষ মুহূর্তের কাজে ব্যস্ত কারিগররা। এবছর আপনি বাড়িতে পুজো করলে নিজের হাতে বানিয়ে লাড্ডু নিবেদন করেতে পারেন ভগবান গণেশকে। বেসনের লাড্ডু, মোতিচুর লাড্ডু, নারকেল লাড্ডু কিংবা বেসন-নারকেল লাড্ডুর মতো একাধিক ভোগ নিবেদন করতে পারেন। এগুলো ঘরে তৈরি করা বেশ সহজ। সময় থাকতে শুরু করে দিন পুজোর প্রস্তুতি।