কোথাও চলছে প্যান্ডেল তৈরির শেষ মুহূর্তের কাজ, কোথাও চলছে লাইটের কাজ তো কোথাও দেব মূর্তি আনার কাজে ব্যস্ত সকলে। রাত পোহালেই গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীঅর্থাৎ ভাদ্র শুক্ল চতুর্থী তিথি শুরু হচ্ছে ৩০ অগস্ট। এই দিন দুপুর ৩টে ৩৪ মিনিট থেকে শুরু হবে শুভ সময়। চলবে ৩১ অগস্ট দুপুর ৩টে ২৩ মিনিট পর্যন্ত। সে কারণে অধিকাংশ জায়গায় ৩১ তারিখ পুজিত হবেন ভগবান গণেশ। আবার কোথাও কোথাও এক সপ্তাহ ধরে চলে উৎসব। কোথাওবা চলে ৩ দিন, কোথাও আবার সাত দিন ধরে চলে উৎসব। গণেশ চতুর্থীর প্রাক্কালে জেনে নিন ভগবান গণেশের আট অবতার প্রসঙ্গে। দেখে নিন তিনি কোন কোন রূপে পুজিত হন।