রাত পোহালেই হনুমান জয়ন্তী। সারা দেশ জুড়ে ভগবান হনুমানের পুজোর প্রস্তুতি চলছে। হিন্দু ধর্ম অনুসারে, এবছর ১৬ এপ্রিল পালিত হবে হনুমান জয়ন্তী। এমনিতেই ভগবান হনুমানের পুজো হয় মঙ্গল ও শনিবার। এর এবছর শনিবারই পড়েছে হনুমান জয়ন্তী। তবে জানেন কি, বছরে একবার নয় দুবার পালিত হয় হনুমান জয়ন্তী। জেনে নিন এর নেপথ্যের কারণ।