এই বছর দোল পূর্ণিমা বাংলার ১৪ ফাল্গুন ১৪২৭, ইংরেজির ২৮ মার্চ ২০২১ রবিবার পালিত হবে। পূর্ণিমা তিথি শুরু ২৮ মার্চ রবিবার ৩ টে বেজে ২৭ মিনিটে। পরদিন হোলি উৎসব পালিত হবে। সেই মতন শনিবার ও রবিবার পালিত হবে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া। তবে, এই বছরটিতে দোলের এই বিশেষ যোগ তৈরি হবে। দোল পূর্ণিমা শুরু হওয়ার ৯ দিন আগে অর্থাৎ পূর্ণিমা শুরুর আগে অবধি সময়কে বলা হয় হোলাষ্টক। হোলাষ্টকের সময় শুভ কাজ করলে তা অশুভ ফল দেয় বলে মনে করা হয়।