করোনা আতঙ্কের আবহেই দেবীপক্ষের সূচণা, জেনে নিন মহালয়ার ২০২০ নির্ঘন্ট

করোনা আতঙ্কের গ্রাসে স্তব্ধ জন-জীবন একটু একটু করে শ্বাস নেওয়া শুরু করেছে। এমন পরিস্থিতিতেই মানব জাতিকে করোনামুক্ত করতে মা আসছেন মর্তে! ইতিমধ্যেই পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদেক। অন্যান্য বার শপিং থেকে প্যান্ডেল হপিং-এর প্ল্যান করা হয়ে যায় সকলেরই। তবে বলাই বাহুল্য এই বছরের পুজো অন্যান্য বছরের মত নয়। মহামারীর দুর্যোগ মাথায় নিয়েই এবার হবে মাতৃ বন্দনা। 

deblina dey | Published : Sep 13, 2020 4:56 AM IST

16
করোনা আতঙ্কের আবহেই দেবীপক্ষের সূচণা, জেনে নিন মহালয়ার ২০২০ নির্ঘন্ট

দুর্গা পুজোর বিষয়ে বাঙালির আবেগ সবচেয়ে বেশি জড়িয়ে থাকে। সারা বছর পরিবার ছেড়ে বিদেশে থাকা মানুষটিও, এই বিশেষ সময়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। তবে এই বছরটাতে কি তা সম্ভব হবে! কোথায় যেন প্রতিটা আশার শেষে একটা কিন্তু রয়ে গিয়েছে।

26

'মা' আসছে বলে কথা, এই সময়টা তো পরিবারের সঙ্গে আনন্দে মেতে থাকারই বিশেষ উৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। ২০২০ সালের করোনা মহামারী আবহে বিশেষ এই দিনে মায়ের আসার অপেক্ষা শেষ হয়। মহালয়া মানেই মায়ের আসার সময়।

36

শাস্ত্র মতে, ২০২০ সালে মা দুর্গার আগমন হবে দোলায়। দোলায় চড়ে বাপের বাড়ির  উদ্দেশ্যে স্বামীর ঘর থেকে রওনা দেবেন তিনি। বিশেষজ্ঞদের মতে, দোলায় আগমন এর অর্থ মড়ক। ফলে পুজোর বা তার পরবর্তী সময়েও মহামারীর পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

46

২০২০ সালের মায়ের গমন এবার গজে। অর্থাৎ হাতিতে চড়ে মা বাপের ঘর ছেড়ে পাড়ি দেবেন স্বর্গে। গজে চড়ে গমনের ফল শুভ হয়। 

56

মহালয়া নির্ঘন্ট-

মহালয়ার ভোররাতে রেডিও খুলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় স্তোত্রপাঠ শোনার পরেই মনে হয়, ঢাকের বোলে মেতে উঠেছে প্রকৃতি। তর্পণের জন্য গঙ্গার প্রতিটি ঘাটে ভিড় জমবে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে, এ বছরের মহালয়া ৩১ ভাদ্র ১৪২৭, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার। 
 

66

মহালয়ার পূণ্য তিথিতে অমাবস্যার যোগ শুরু হবে ৩০ ভাদ্র ১৪২৭, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার সন্ধ্যা ৭ টা বেজে ০৭ মিনিট থেকে। অমবস্যা শেষ হবে - ৩১ ভাদ্র ১৪২৭, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার বিকেল ৫ টা বেজে ৪ মিনিটে। এর ঠিক একমাস পর ২০২০ সালের দুর্গাপুজো শুরু হবে ২১ অক্টোবর বুধবার। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos