জ্যোতিষ্ক বিষয়ক তথ্য, সূত্রাবলী ও ব্যবহারিক প্রয়োগসমূহের সামগ্রিক জ্ঞান জ্যোতিষশাস্ত্র নামে পরিচিত। এই শাস্ত্রের উৎপত্তিকালে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান এক এবং অভিন্ন ছিল। পরবর্তিকালে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ্কগুলির গতি এবং অবস্থানের ভিত্তিতে, প্রাকৃতিক এবং শারীরিক লক্ষণ অথবা দুয়ের সমন্বয়ে ব্যক্তি, সমষ্টি বা দেশের ভবিষ্যৎ নিরুপণের প্রায়োগিক দিকটি নিয়ে অভিজ্ঞতাভিত্তিক জ্ঞানের সংগ্রহ হিসেবে বিস্তার লাভ করে। ঠিক সেভাবেই আমাদের জন্মের সময় থেকেই আমাদের কর্ম স্থানটিও নির্দিষ্ট হয়ে থাকে। ঠিক এই কারণেই মনের মত কাজ পাওয়া সম্ভব হয় না অনেক সময়। তবে জেনে নেওয়া যাক কোন কোন গ্রহের প্রভাবে কি কি কাজে যুক্ত থাকার প্রবণতা থাকে।