শাস্ত্র মতে, নবরাত্রি প্রধানত দুবার পালিত হয়। এক বার চৈত্র মাসে ও অপরটি আশ্বিন মাসে। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শারদীয়া নবরাত্রি শুরু হয় এবং দশমী তিথিতে দেবী দুর্গা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়। এবছর নবরাত্রি চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবার। এই শারদীয়া নবরাত্রি শাস্ত্র মতে, একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন দেবীর নয় শক্তির পুজো হয়ে থাকে। শারদীয়ার নবরাত্রির ১০ তম দিনটি বিজয়াদশমী হিসাবে পালিত হয়। এই নয় দিন দেবীর আশীর্বাদ পেতে পোশাকে নজর দিন। ৯ দিন নয়টি ভিন্ন রঙের পোশাক পরুন। এতে মিলবে দেবীর আশার্বাদ। জেনে নিন কোন দিন কোন রঙের পোশাক পরবেন।