আজ নবরাত্রিরের দ্বিতীয় দিন। নবদুর্গার দ্বিতীয় রূপ হল দেবী ব্রক্ষ্মচারিণীর। ব্রক্ষ্ম হল তপস্যার একটি স্তর। ব্রক্ষ্মচারিণী সেই অর্থে তপস্যাকারী। ব্রক্ষ্মচারিণী নামের অর্থ ব্রক্ষ্মচর্য ব্রত অবলম্বনকারিণী। আজ দেবী পুজিত হচ্ছেন এই রূপে। এমনই এই নয় দিন ধরে দেবীর এক এক রূপের পুজো হয়ে থাকে। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শারদীয়া নবরাত্রি শুরু হয় এবং দশমী তিথিতে দেবী দুর্গা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়। শারদীয়ার নবরাত্রির ১০ তম দিনটি বিজয়াদশমী হিসাবে পালিত হয়। এবছর নবরাত্রি চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। প্রতিদিনই বিশেষ বিশেষ নিয়ম মেনে পুজিত হবেন দেবী দুর্গা।