ব্রক্ষ্মাণ্ড পুরান এমন কাহিনি বর্ণিত থাকলেও শিবপুরাণের রয়েছে এক অন্য কাহিনি। শিব পুরাণেও ভগবান হনুমানের জন্ম কাহিনি আছে। সেই পুরান অনুসারে, ভগবান হনুমান শিবের অবতার। তিনি দেবী অঞ্জনার গর্ভে জন্ম নিয়েছিলেন। আর সারা জীবন রামের সেবা করার ব্রত রেখেছিলেন। শিব পুরাণ অনুসারে, ভগবান বিষ্ণু জন্ম নিয়েছিল রাম রূপে।