পঞ্জাবের লোহরি, তামিলনাড়ুতে পোঙ্গল, ভারতের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তি, গুজরাটে উত্তরায়ণ ও অসামে বিহু পালিত হবে চলতি মাসেই। পর পর পড়েছে এই উৎসব। ১৩ জানুয়ারি লোহরি, ১৪ জানুয়ারি পোঙ্গল, মকর সংক্রান্তি, উত্তরায়ণ পালিত হবে। আর ১৫ জানুয়ারি পালিত হবে বিহু।