কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। শিব, পার্বতী, গণেশ, কার্তিক পুজো তো বটেই। আছে একাধিক ব্রতর (Vrat) উল্লেখ। তবে শুধু বাঙালি নয়, হিন্দু শাস্ত্রে রয়েছে একাধিক পুজোর উল্লেখ। দেবতাকে তুষ্ট করতে ও জীবনের সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করতে পালন করা হয় এই সকল ব্রত। আজ রইল এমনই দশটি পুজোর উল্লেখ। যা পালিত হবে জানুয়ারি (January) মাস ব্যাপী। জেনে নিন কবে কোন দেবতা পুজিত হবেন। কোন দেবতার আরাধনা করলে মিলবে শুভ ফল।