হিন্দু শাস্ত্রে তেত্রিত কোটি দেবতার উল্লেখ আছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিশেষ তিথিতে পুজিত হন তাঁরা। প্রতিদিনই রয়েছে কোনও না কোনও বিশেষ পুজো। এই তালিকায় শুধু দুর্গাপুজো কিংবা কালী পুজো নয়, গণেশ চতুর্থী, বিবাহ পঞ্চমী থেকে বাঙালিরে ইতু পুজো, পৌষ পার্বন রয়েছে বিস্তর তালিকা। একাধিক তিথি এই সকল দেব-দেবতাদের মধ্যে অন্যতম হলেন ভগবান কৃষ্ণ (Lord Krisna)। কোথাও তিনি নন্দগোপাল, তো কোথাও শ্যাম নামে পরিচিত। জেনে নিন ভগবান কৃষ্ণর জীবনের কয়টি অজানা কাহিনি।