রাত পোহালেই রাখি পূর্ণিমা। সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। বোন বা দিদি সুরক্ষার জন্যে ভাইয়ের হাতে রাখি বাঁধেন। তবে এটা শুধুমাত্র ভাই-বোনের মধ্যেই সীমাবদ্ধ নেই। যে কেউ মঙ্গলকামনা করে যে কারও হাতে রাখি বাঁধতে পারেন। তবে মনে করা হয় যে রাখি ভাইয়ের রক্ষার প্রতীক। তবে ভাই বা দাদার হাতে রাখি বাঁধার সময় বোন বা দিদিরা কোন রঙের পোশাক পরবেন তা নিজেদের রাশি অনুযায়ী বেছে নিন। এর ফলে সুখ-সমৃদ্ধি অটুট থাকবে পরিবারে।