সব পুজোই হয়ে থাকে তিথি নক্ষত্র মেনে। তাই গণেশ, দুর্গা, লক্ষ্মী, কালী সব পুজোর নির্দিষ্ট কোনও তারিখ থাকে না। তিথি অনুযায়ী এই পুজোগুলির আয়োজন করা হয়ে থাকে। ব্যতিক্রম হল বিশ্বকর্মা পুজো। এই পুজো একমাত্র প্রতি বছর একই দিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ হয়ে থাকে। এর কোনও অন্যথা হয় না। কেন জানেন?