'শারীরিক চাহিদা মেটাতে হতো একাধিক উচ্চবিত্তের', চাঞ্চল্যকর তথ্য ফাঁস হল পরীমণির বয়ানে

বিদেশি মদ, নিষিদ্ধ মাদক সহ একাধিক মামলায় বাংলাদেশে জেলেই ঠাঁই হয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির। যাকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ।  গত বুধবার সকালে বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (ব়্যাব) অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালায়। সূত্রের খবর, তল্লাশি চালিয়ে প্রায় ৩০ টি বিদেশি মদের বোতল পাওয়া গেছে। এবার অভিনেত্রীকে জিজ্ঞাসবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বাংলাদেশের সিআইডি। উচ্চবিত্তের শারীরিক চাহিদা নাকি মেটাতে হতো পরীমণিকে। শুধু লোকলজ্জার ভয়ে তিনি নাকি চুপ করে ছিলেন। পরীমণির এই বয়ানকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।
 

Riya Das | Published : Aug 9, 2021 5:10 AM IST / Updated: Aug 09 2021, 10:44 AM IST
18
'শারীরিক চাহিদা মেটাতে হতো একাধিক উচ্চবিত্তের', চাঞ্চল্যকর তথ্য ফাঁস হল পরীমণির বয়ানে
বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ। কিছুদিন আগেই ধর্ষণ ও হত্যার অভিযোগ এনেছিলেন পরীমণি। অভিনেত্রীকে প্রথমে ধর্ষণ এবং তারপর মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলেই দাবি করেছেন পরী।
28
বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ। কিছুদিন আগেই ধর্ষণ ও হত্যার অভিযোগ এনেছিলেন পরীমণি। অভিনেত্রীকে প্রথমে ধর্ষণ এবং তারপর মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলেই দাবি করেছেন পরী।
38
বিপুল পরিমাণে বিদেশি মদ পায় তারা। সূত্রের খবর তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি মদের বোতল পাওয়া গেছে। এছাড়াও এলএসডি-র নেশা করত অভিনেত্রী , যার জন্য বেশ কিছু ব্লটিং পেপার এবং কিছু পরিমাণ মাদকও উদ্ধার হয়েছে। এছাড়াও আইস ড্রাগস ও ইয়াবাও উদ্ধার হয়েছে অভিনেত্রীর বাড়ি থেকে।
48

Pori Moni

58
শুধু লোকলজ্জার ভয়ে তিনি নাকি চুপ করে ছিলেন। পরীমণির এই বয়ানকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে। পরীমণির বয়ানের সত্যতা কতটা এবার তা যাচাই করা হবে। এবং ঘটনার সত্যতা প্রমাণ হলে সেইমতো ব্যবস্থাও নেওয়া হবে।
68
গত রবিবার মালিবাগে সিআইডি-র সদর দপ্তরে এই তথ্য দিয়েছেন সাংবাদিক ফারুক। এবং এই ঘটনার সঙ্গে আরও অন্যান্য পেশার লোকজনও জড়িত রয়েছেন। তাদের নামও উঠে আসছে একে একে।
78
তবে পরীমণি বয়ানে যাদের নাম উল্লেখ করেছেন তাদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে। এবং অপরাধী যতই প্রভাবশালী হন না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
88
গত ৪ আগস্ট বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (RAB) অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালায়। এবং ব়্যাবের হাতেই গ্রেফতার নন অভিনেত্রী। পরেরদিন আদালতে তোলা হলে চারদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় অভিনেত্রীকে।
Share this Photo Gallery
click me!

Latest Videos