বোতাম খোলা শার্টে উন্মুক্ত 'ব্রা', ঠিকরে বেরোচ্ছে ক্লিভেজ, পার্ণোর সাহসী পোজে ক্লিন বোল্ড নেটিজেনরা

টলিপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা রয়েছে পার্ণো মিত্রর। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নিত্যনতুন সাহসী অবতারে দেখা যায় অভিনেত্রীকে। কাজের মধ্যেও সময় বার করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ অভিনেত্রী। নিজের সঙ্গে একান্ত সময় কাটাতেই সান কিসড ছবিতে পোজ দিয়েছেন পার্নো। সোশ্যাল মিডিয়ায় অন্তর্বাসের ছবি পোস্ট করে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন টলি নায়িকা পার্ণো মিত্র।
 

Riya Das | Published : Oct 1, 2021 7:06 AM IST
19
বোতাম খোলা শার্টে উন্মুক্ত 'ব্রা', ঠিকরে বেরোচ্ছে ক্লিভেজ, পার্ণোর সাহসী পোজে ক্লিন বোল্ড নেটিজেনরা

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নিত্যনতুন সাহসী অবতারে দেখা যায় অভিনেত্রী পার্ণো মিত্রকে (Parno Mitra)। কাজের মধ্যেও সময় বার করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন অভিনেত্রী। 

29


নিজের সঙ্গে একান্ত সময় কাটাতেই 'সান কিসড' ছবিতে পোজ দিয়েছেন পার্নো। সোশ্যাল মিডিয়ায় অন্তর্বাসের ছবি পোস্ট করে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন টলি নায়িকা পার্ণো মিত্র (Parno Mitra)।

39


গত দুদিন ধরে গোটা কলকাতা সারাদিন বৃষ্টিতে ভিজেছে।  আর বৃষ্টির সঙ্গে এক নিবিড় সম্পর্ক রয়েছে কমবেশি সকলেরই। কিন্তু অভিনেত্রী পার্ণোর মেজাজ ছিল 'সান কিসড'। 

49

সম্প্রতি ইনস্টাগ্রামে বোতাম খোলা সাদা শার্টের ছবি পোস্ট করেছেন পার্ণো। শার্টের বোতামের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সাদা রঙের অন্তর্বাস। যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

59

সম্প্রতি ইনস্টাগ্রামে বোতাম খোলা সাদা শার্টের ছবি পোস্ট করেছেন পার্ণো। শার্টের বোতামের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সাদা রঙের অন্তর্বাস। যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

69

সাদা বিকিনি পরে মিঠে রোদ গায়ে মেখে ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী। এবং ছবির ক্যাপশনে লিখেছেন 'সান কিসড'। হু হু করে ভাইরাল ছবি।
 

79


পার্ণোর এই সাহসী ছবি দেখে টলি অভিনেত্রী ইশা সাহা, বিদিতা সহ অনেকেই ভালবাসা উজাড় করে দিয়েছেন। অন্যদিকে  পার্ণোকে দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে।
 

89

ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন। কাজের ব্যস্ততার মধ্যেও সময় বার করে ছুটি কাটাতে পছন্দ করেন অভিনেত্রী পার্ণো মিত্র।

99

 রাজ চক্রবর্তী পরিচালিত  ছবি ‘ধর্মযুদ্ধ’-তে  শীঘ্রই দেখা যাবে পার্ণোকে। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে সেই ছবি।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos