উদ্দাম শরীরী খেলায় মত্ত 'সেক্সি লেডি', খলনায়িকার ডি-গ্ল্যাম লুকের হট পোজে বুঁদ নেটিজেনরা

টলিপাড়ার ধারাবাহিকে অতি পরিচিত একটি নাম হল অলিভিয়া সরকার। সাধারণ ছিমছাম ঘরোয়া লুকে ধারাবাহিকে নজর কাড়লেও ওয়েব সিরিজ 'মন্টু পাইলট' যেন তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। রাফ অ্যান্ড টাফ ডার্ক চরিত্রের সরমা যেন 'হটনেস বম্ব'। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অলিভিয়া। দর্শক কীভাবে ধরে রাখতে হয় তাতেও বেশ সিদ্ধহস্ত অলিভিয়া। চরিত্রের রহস্যের মতো বাস্তব জীবনেও পরতে পরতে রহস্য জিইয়ে রেখেছেন অভিনেত্রী। একের পর এক উষ্ণ আবেদনে মোহময়ীকে দেখে নিজেদের ঠিক রাখা দায়। সম্প্রতি ইনস্টা-তে বেশ কিছু হট ফোটোশুটের কোলাজ ভিডিও শেয়ার করেছেন 'সেক্সি লেডি', রইল তার ঝলক।

Riya Das | Published : Sep 19, 2020 4:19 AM IST / Updated: Sep 19 2020, 12:34 PM IST
18
উদ্দাম শরীরী খেলায় মত্ত 'সেক্সি লেডি', খলনায়িকার ডি-গ্ল্যাম লুকের হট পোজে বুঁদ নেটিজেনরা

উন্মুক্ত ক্লিভেজ ,ব্যাকলেস, সেমি ন্যুড, সমস্ত ডি-গ্ল্যাম  লুকেই  নেটদুনিয়ায় কাঁপাচ্ছেন বাঙালি কন্যা অলিভিয়া সরকার।

28

ধারাবাহিকের সাধারণ মেয়েটি আর আজকের অলিভিয়ার মধ্যে যেন আকাশ-পাতাল ফারাক।

38

মন্টু পাইলটের  সরমা-র চরিত্রের পরই মারাত্মক ভাবে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছেন  অলিভিয়া।

48

তারপর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নিজের চেহারা থেকে ফ্যাশন স্টেটমেন্ট ট্রান্সফরমেশন চোখে পড়ার মতো।

58

টেলিভিশনের খলনায়িকার এহেন অবতার দেখে ঘাম ঝরছে নেটিজেনদের।সম্প্রতি নিজের সোশ্যালে এক্সক্লুসিভ ফোটোশুটের ভিডিও শেয়ার করে উত্তাপ ছড়াচ্ছেন মন্টু পাইলটের বিখ্যাত সরমা।

68

তবে শুধু ফ্যাশন স্টেটমেন্টেই নয়, ফিটনেস ফ্রিক অলিভিয়ার ছিমছাম লুকও বেশ গর্জিয়াস। প্রতিদিনই নিজের সোশ্যালে একগুচ্ছ ছবি শেয়ার করে উষ্ণতা ছড়াচ্ছেন অলিভিয়া।

78

কাজল কালো চোখের চাউনি, খোলা বুকের লং গাউনে ছক্কা হাঁকিয়েছেন অলিভিয়া। লাস্যময়ীর ছবিতেই উপচে পড়ছে ভরা যৌবন।
 

88

 উষ্ণতা মাখানো হট অবতার দেখতেই ভিড় জমেছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে ছবিগুলি  ভাইরাল হচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos